বগুড়া জেলার কথা অনেক শুনেছি কিন্তু এখনো পর্যন্ত কখনো যাওয়া হয়নি। খুবই ভালো লাগছে আপনার লেখাগুলো পড়ে। নিজের জেলাকে নিয়ে ভিশন গর্বিত মনে হচ্ছে। আর ঠিকই বলেছেন বগুড়া বলতেই বগুড়ার দই এই কথাটা যেন প্রথমেই চলে আসে। তবে একেবারে দই দিয়ে স্নান করার ব্যাপারটা খুবই মজা লাগলো। আমিও এখন পর্যন্ত বুঝতে পারছি না কেন আপনাদের দই বিখ্যাত। তবে আপনাদের জেলার বর্ণনা শুনে ভীষণ ভালোই লাগলো।
আপু আমাদের জেলাতে আসার নিমন্ত্রণ রইলো। আমার বিশ্বাস ভালো লাগবে। অনেক ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো।