আপু বাবা-মা আমাদের জন্য যে কোন স্থান জুড়ে রয়েছে আসলেই সেটা অনেকেই বোঝেনা। যেমন আপনার কথায় আজকে হিমেল সেও তো একদম ভুল কাজ করলো। বাবা মায়ের মূল্যটা বুঝলো না। তার উচিত ছিল বাবা-মাকে দেখে রাখার। এমনকি তার বোনকেও দেখে রাখার। আমার বাবা আজকে অনেকদিন কিছুটা অসুস্থ। এইজন্য যে আমরা কোন পরিস্থিতিতে আসছি আপু বলে বোঝাতে পারবো না। কিন্তু কেন যে সেটা সবাই বুঝতে পারে না।
সত্যি বলতে কি আপু আসলে যারা বুঝার তারা বুঝে বাবা মায়ের মর্ম। আর আমার তো বাবা-মা কেউ বেঁচে নেই।