রেসিপি :- বৃষ্টির মাঝে গরম গরম পকোড়া রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 months ago

IMG_20250727_110653.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বৃষ্টির মাঝে গরম গরম পকোড়া রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

মাঝে মাঝে সন্ধ্যা বেলায় ভিন্ন ধরনের নাস্তা খেতে বেশ ভালোই লাগে। ব্যস্ততার কারণে এখন আসলে কোন কিছুই করা হয় না। সন্ধেবেলায় দেখতেছি প্রচুর বৃষ্টি হচ্ছে। তখন ইচ্ছে করতেছে গরম গরম পকোড়া খেতে। তখনই ভাবলাম ঘরে থাকা উপকরণগুলো দিয়েই বানিয়ে ফেলি। তখন একেবারে সিম্পল কিছু উপকরণ দিয়ে মজাদার পাকোড়া বানিয়ে ফেললাম। যদিও বানাতে আমার এক ঘন্টার কাছাকাছি সময় লেগে গেল, কিন্তু খেতে এক নিমেষেই শেষ হয়ে গেল। খাওয়া শেষে মনে হচ্ছিল কম হয়ে গেল। আসলে এই ধরনের নাস্তা গুলো খেতে অনেক বেশি ভালো লাগে। পরিবারের সবাই মিলে বেশ মজা করেই খেয়েছিলাম। এজন্য অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

IMG20250725191151.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
আলু৩ টা
আটা১/২ কাপ
পেঁয়াজ কুচি১ কাপ
রোসন বাটা১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি২ টেবিল চামচ
হলুদের গুঁড়া২ টেবিল চামচ
মরিচের গুঁড়া২ টেবিল চামচ
ম্যাজিক মসলা গুড়া১ প্যাকেট
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

IMG_20250727_104949.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটা আলু চিকন চিকন করে স্লাইস করে কেটে নিলাম। এরপর আলু গুলোকে একটু পানি দিয়ে হালকা পরিমাণে সিদ্ধ করে নিবো। আলুগুলো একেবারে নরম করা যাবে না।

IMG_20250727_103519.jpg

ধাপ - ২ :

এরপর আমি একটি বাটিতে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম।

IMG_20250727_103548.jpg

ধাপ - ৩ :

এরপর আমি এর মধ্যে মরিচ, হলুদের গোড়া এবং মসলা গুড়া তার সাথে লবন দিয়ে দিলাম। এরপরের মধ্যে আলু গুলো দিয়ে দিলাম।

IMG_20250727_103559.jpg

ধাপ - ৪ :

এরপর এরমধ্যে কিছুটা পরিমাণে আটা দিয়ে দিলাম। এরপরে সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নিলাম।

IMG_20250727_103614.jpg

ধাপ - ৫ :

এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর তেল গরম হয়ে গেলে অল্প অল্প পরিমাণে মিশ্রণ থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। এভাবে কয়েকটা দিয়ে দিলাম।

IMG_20250727_103629.jpg

ধাপ - ৬ :

এরপর এগুলোকে একটু উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিলাম। এভাবে সবগুলো ভেজে নিলাম।

IMG_20250727_103641.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG20250725191143.jpg

IMG20250725191151.jpg

IMG20250725191147.jpg

IMG20250725191139.jpg

IMG20250725191211.jpg

IMG20250725191215.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

IMG-20220501-WA0005.jpg

Posted using SteemPro

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি
Sort:  
 3 months ago 

বিকেল বেলা এরকম নাস্তাগুলো খেতে ভালই লাগে আমার কাছে। যেকোনো ধরনের পাকড়ো আমার বেশ পছন্দের। আপনার তৈরি করা পাকড়ো গুলো দেখে খেতে ইচ্ছে করছে। মজাদার ও পছন্দের রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

বিকেল বেলায় এরকম নাস্তা হলে আর কিছুরই প্রয়োজন হয় না।

@tasonya, what a fantastic post! Your "বৃষ্টির মাঝে গরম গরম পকোড়া রেসিপি" (hot pakora recipe in the rain) looks absolutely delicious, and your step-by-step instructions are so clear and easy to follow! I love how you captured the whole process with such vibrant photos – it really makes my mouth water. The way you connected the recipe to a rainy evening and the joy of sharing it with your family makes this post so relatable and warm.

It's awesome that you shared a bit about yourself too! Your passion for art, travel, and cooking shines through. Keep up the amazing work, and thanks for bringing some deliciousness to our Steemit feeds! I'm definitely trying this recipe soon. What's your favorite type of pakora to make?

 3 months ago 

বৃষ্টির দিনে তেলে ভাজা খাবার খেতে খুবই ভালো লাগে। আর চমৎকারভাবে আপনি রেসিপি উপস্থাপন করেছেন। পরিবেশন দুর্দান্ত হয়েছে আপু।

 3 months ago 

বৃষ্টির দিনে এরকম খাবার গুলো খেতে সত্যি ভালো লাগে।

 3 months ago 

Screenshot_2025-07-27-18-08-29-95_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

বৃষ্টির দিনে এ ধরনের ভাজা পোড়া খেতে বেশ ভালো লাগে। যদিও এই ধরনের খাবার স্বাস্থ্যকর নয়। তবু আমরা খেতে পছন্দ করি এই খাবারগুলো। আর বৃষ্টির দিনে এই খাবারগুলো খেতে বেশি ভালো লাগে। আপনার বানানো আলুর পাকোরাও বেশ লোভনীয় হয়েছে। খেতে বেশ মজা ছিল নিশ্চয়ই।

 3 months ago 

স্বাস্থ্যকর না হলেও মাঝেমধ্যে কিন্তু ভালো লাগে খেতে।

 3 months ago 

আপনি আজকে একেবারে মুচমুচে একটি পকোড়া তৈরি করলেন। আপনাদের মুচমুচে পকোড়া দেখে জিভে জল চলে আসলো। খেতে এমনিতেও আমি ভীষণ পছন্দ করি। আর এত লোভনীয় কিছু হলে তো আরো ভালো লাগে। আলু চিকন করে কেটে পিঁয়াজ মরিচ সবকিছু মিশিয়ে খুব সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করলেন। ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

এই পকোড়া সত্যি খুব মজাদার ছিল।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin