স্বরচিত কবিতা : " সুখের ঝলক "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
কবিতার মূলভাব
সুখ শব্দটা হয়তোবা সবার জীবনে লেখা থাকে না। আসলে সুন্দর ফুল যেমন সব জায়গায় ফোটে না তেমন করে সকল মানুষের জীবনেও সুখ জিনিসটা আসেনা। তবুও কিছু কিছু মানুষ একটুখানি ভালোবাসার আশায় চিরজীবন অপেক্ষা করে থাকে। সকল দুঃখ কষ্ট গুলো সহ্য করে থাকে। কিছু কিছু মানুষের স্বপ্ন কখনোই পূরণ হয় না। কিন্তু তবুও আমি বলব স্বপ্নগুলো বাঁচিয়ে রাখা উচিত। মানুষের যতদিন নিজের স্বপ্ন ইচ্ছে গুলোকে বাঁচিয়ে রাখবে ততদিন একটু আশার আলো দেখার সুযোগ থাকবে। তবে নিজের প্রিয় মানুষ যদি পাশে থাকে তাহলে সকল দুঃখ কষ্ট গুলো মেনে নিতে ও কোন সমস্যা নেই। নিজেদের প্রিয় মানুষগুলো
" সুখের ঝলক "
ফুল সব জায়গায় ফোটে না,
ভালোবাসা সহজে পাওয়া যায় না।
ভেতরের কষ্ট কেউ দেখেনা,
স্বপ্ন ভেঙ্গে গেলেও কেউ দেখেনা।
তবুও একটুখানি আশা বুকে বাঁধি,
যদি সুখের ঝলক আসে।
তবু একটুখানি কষ্ট সহ্য করি,
যদি শান্তির পরশ ভাসে।
স্বপ্ন সবার পূরণ হয় না,
ইচ্ছে গুলো সহজে পূরণ হয় না।
ভেতরের দুঃখ কেউ দেখেনা,
জীবনটা বড়ই বেদনা।
তবুও বাঁচি একটুখানি আশায়,
তবুও বাঁচে একটুখানি ভালোবাসা পাওয়ায়।
শত কষ্টের মাঝেও বেঁচে থাকি,
ভালোবাসার মানুষের সাথে থাকার।
অন্ধকার ছেড়ে আলোর দেখা পাই না,
স্বপ্নের জালে জড়িয়ে আছে ভাঙা আয়না।
ভেতরের অসহায়তা কেউ দেখে না,
দুঃখের পাহাড় যেন কিছুতেই কমেনা।
তবুও একটুখানি আশার আলো দেখার আশায়,
বেঁচে থাকি সামান্যতম ভালোবাসায়।
সকল দুঃখের সুখ হবে কি তুমি,
তাহলে সকল কষ্টের পূর্ণতা পাবো আমি।

পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
লেখক | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
তোমার লেখা সুখের ঝলক কবিতাটা আমার কাছে পড়তে খুব ভালো লেগেছে। তুমি খুব সুন্দর সুন্দর কবিতা লিখে থাকো সবসময়। অনেক সুন্দর অনুভূতি নিয়ে লেখা হয়েছে পুরো কবিতাটা। আশা করছি সব সময় তোমার লেখা সুন্দর সুন্দর অনু কবিতা গুলো এভাবে আমাদের মাঝে শেয়ার করবে।
এরকম অনুভূতিমূলক কবিতাগুলো সব সময় শেয়ার করে যাওয়ার জন্য চেষ্টা করবো।
https://x.com/TASonya5/status/1851826084037431469?t=6hnrN8IgMvCcZyJhvT-f5A&s=19
আপুর সুখের ঝলক কবিতাটি খুব সুন্দর করে লিখেছেন। আপনার সাথে আমি সহমত। সুখ সবার জীবনে ধরা দেয় না। আর আমাদের মনের গহীনে লুকিয়ে থাকা যে কষ্টগুলো সেগুলো কেউ উপলব্ধি করতে পারে না। সব মিলিয়ে চমৎকার অনুভূতির বহিঃপ্রকাশ।
আমার কবিতাটি সুন্দর ছিল শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকেও।
আপু চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতার প্রত্যেকটি লাইন দারুন হয়েছে। সত্যি কারোর দুঃখ কেউ দেখেনা। প্রত্যেকটি মানুষ আশায় বেঁচে থাকে। জীবনে যাই ঘটে যাক না কেন মানুষ আশা করে বাঁচে। কবিতাটি এক কথায় অসাধারণ হয়েছে আপু । কবিতাটি পড়ে খুব ভালো লাগলো।
হ্যাঁ আপু সত্যি কারের দুঃখ কেউই দেখেনা।
আপনার স্বরচিত কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
চেষ্টা করলাম কবিতার মধ্যে কিছু অনুভূতি তুলে ধরার জন্য।
বেদনার কবিতা, বিষাদের কবিতা। আসলে কবিতা মানেই তো বিষাদ। আর আপনি সেই বিষয়টাকেই এক সুক্ষ অনুভূতির মাধ্যমে এই কবিতায় ফুটিয়ে তুললেন। সবকটি লাইন সুন্দর ভাবে আপনার আকুতিকে ফুলের মত মেলে ধরল। কবিতাটি ধীরে ধীরে পড়লে বেশ ভেতরে ঢোকা যায়। অতি নরম এবং নরম।
এরকম টপিক নিয়ে কবিতা লিখতে পেরে ভালোই লাগছে আমার কাছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। খুবই সুন্দরভাবে সহজ সরল ভাষায় কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। ঠিক বলেছেন আপু আসলে সকলের স্বপ্ন পূরণ হয় না তবে স্বপ্নপূরণের লক্ষ্যে প্রত্যেকটা মানুষের এগিয়ে দেওয়া উচিত আমি মনে করি। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
আমার কবিতা সম্পূর্ণভাবে পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।
হ্যাঁ আমরা সবাই কিন্তু কিছুটা সুখের আশায় পরিশ্রম করে চলি। সবার ইচ্ছে প্রিয়জনদের সাথে একটু সুখে থাকে। আর সে সুখের আশায় আমরা আশা বেঁধে অনেক কিছু করার চেষ্টা করি। ঠিক তেমনই আপনার লেখা কবিতা। আমাকে মুগ্ধ করেছে।
আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে আরো উৎসাহিত হলাম।
কবিতার শিরোনামটা যেমন সুন্দর হয়েছে কবিতার ভিতরটা ও তেমনি সুন্দর হয়েছে।
বিশেষ করে এই চারটি লাইন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পুরো কবিতাজুড়েই কেমন একটা অতৃপ্তির আভাস। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এই লাইনগুলো আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে খুশি হলাম।