আর্ট :- কেকের বোর্ডের উপরে শরৎকালীন দৃশ্যের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ4 months ago

20241024_164033.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি কেকের বোর্ডের উপরে শরৎকালীন দৃশ্যের পেইন্টিং।

শরৎকাল মানেই হচ্ছে অনেক সুন্দর। বিশেষ করে শরৎকালের কাশফুল অনেক বেশি ভালো লাগে। শরৎকাল প্রায় শেষের দিকে। তাই জন্য ভাবলাম এখনো পর্যন্ত শরৎকাল নিয়ে কোন পেইন্টিং করা হয়নি। আর শরৎকাল নিয়ে পেইন্টিং শেয়ার করলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। একটু ইউনিক করার জন্য ভাবলাম অন্য কিছুতে আঁকি। কিছুদিন আগে নাশিয়ার জন্মদিনের কেক কেটেছিলাম। কেকের বোর্ডটা দেখলাম ঘরেই রয়েছে। তাই ভাবলাম এর উপরেই পেইন্টিংটা করি। তবে একটা সুন্দর আউটফিট আনার চেষ্টা করলাম। একদম শরৎকালীন পরিবেশটা এই বোর্ডের উপরে সৃষ্টি করার চেষ্টা করলাম। দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি অ্যাক্রোলিক কালার ব্যবহার করেছি। অ্যাক্রোলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

20241024_164100.jpg

আঁকার উপকরণ

• আঁকার বোর্ড
• অ্যাক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বোর্ড নিলাম। এরপর এর উপরে প্রথমে সাদা এবং গ্লু মিশিয়ে একটা রং করে নিলাম। এরপরে উপরের অংশে নীল কালার এবং মাঝখানে হালকা হলুদ কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20241025-WA0008.jpg

ধাপ - ২ :

এরপর আকাশের দিকে হালকা একটু গোলাপি কালার দিয়ে কিছুটা মেঘ এঁকে নিলাম। মাঝখানের অংশ একটা সূর্য দিয়ে দিলাম।

IMG-20241025-WA0007.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি নিচের একপাশে সবুজ কালারের সাথে কালো রং মিশিয়ে ঘাসের মতো করে এঁকে নিলাম। মাঝখানের অংশে একটা নদীর পানি এঁকে নিলাম।

IMG-20241025-WA0006.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি অন্য পাশে একটা বাড়ি এবং বাড়ির চারপাশে সবুজ কালারের সাথে কালো রং মিশিয়ে প্রথমে একটা কালার দিয়ে দিলাম।

IMG-20241025-WA0005.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি নীল কালারের কিছু ঘাস এবং অন্যপাশের সবুজ কালারের একটা লেয়ার দিয়ে দিলাম।

IMG-20241025-WA0001.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি সাদা কালার দিয়ে কিছু কাশফুল এঁকে নিলাম। আমি এখানে দুই তিনটা জায়গায় কাশফুল এঁকেছি।

IMG-20241025-WA0004.jpg

ধাপ - ৭ :

এরপর আমি নিচের কিছু কাশফুল গোলাপি কালারের করে নিলাম।

IMG-20241025-WA0003.jpg

ধাপ - ৮ :

অন্যদিকে আরো কয়েকটা কাশফুল গোলাপি কালার এবং বাড়ির চারপাশে বড় বড় কিছু গাছ এঁকে নিলাম।

IMG-20241025-WA0002.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20241024_164033.jpg

20241024_164100.jpg

20241024_164004.jpg

20241024_164021.jpg

20241024_164050.jpg

20241024_164001.jpg

পেইন্টিং এর ভিডিও দেখতে ক্লিক করুন 👇👇 :

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 4 months ago 

আসলে কোন কিছুই ফেলে দেওয়ার মত নয়। আপু আপনার আইডিয়া কাজে লাগিয়ে সুন্দর একটি পেইন্টিং করেছেন। আপু আপনার পেইন্টিং গুলো আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে রংয়ের ব্যবহারটা অনেক সুন্দর করে করেছেন আপনি।

 4 months ago 

এটা কিন্তু একদম ঠিক বলেছেন আপু, কোন কিছু ফেলে দেওয়ার মত নয়। সবকিছু দিয়ে রি সাইকেল ইন করা যায়। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 4 months ago 

চমৎকার হয়েছে আপনার এই সিনারিটি৷ আগের বারের টাও দারুণ হয়েছিল৷ আপনার আঁকার হাত বেশ ভালো। প্রশংসা পাওয়ার মতই। রঙ ও শেডের কাজ আপনি দারুণ করেছেন৷

 4 months ago 

এটা একদম ঠিক আপু আমার নিজের কাছেও এটি করার পর অনেক বেশি সুন্দর লেগেছিল। প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 4 months ago 

আপনার আর্ট পোস্ট যত দেখি তত মুগ্ধ হই আমি। অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে আজকে উপস্থাপন করেছেন অ্যাক্রলিক কালার দিয়ে আঁকা দারুন একটি ভিডিও ও ফটোগ্রাফি। আপনি এত সুন্দর দক্ষতা গড়ে তুলেছেন দেখে আমি খুশি হয়েছি। আর সেদিন জানা মাত্র আমি সাবস্ক্রাইব করলাম আপনার চ্যানেল। দোয়া করব আপনি এভাবে আর ও দক্ষ হয়ে উঠুন।

 4 months ago 

আপনি আর্ট দেখে মুগ্ধ হয়েছেন এটি দেখে অনেক বেশি ভালো লাগলো। আসলে নতুন নতুন ইউনিট কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ

 4 months ago 

আপনার হাতে আর্ট করা দৃশ্যটির মধ্যে শরৎকালের সৌন্দর্য ফুটে উঠেছে। আপনি বেশ দারুণভাবে কেকের বোর্ডের উপরে শরৎকালীন দৃশ্যের পেইন্টিং করেছেন। আপনার হাতে আর্ট করা এত সুন্দর একটি দৃশ্য দেখে বেশ ভালো লাগলো। আশা করছি সামনের দিকে আরো বেশি সুন্দর সুন্দর দৃশ্য আর্ট করে আমাদের মাঝে শেয়ার করবেন।

 4 months ago 

আমি চেষ্টা করি ভাইয়া প্রতিনিয়ত সুন্দর সুন্দর আর্টগুলো শেয়ার করার জন্য। আগামীতে আরও বেশি সুন্দর কিছু আর্ট দেখতে পারবেন। ধন্যবাদ

 4 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে কেকের বোর্ডের উপরে শরৎকালীন দৃশ্যের পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি হাতের কাজ দেখে প্রতিনিয়ত আমি বেশ মুগ্ধ হয়ে যায় আপু। কাশফুলের দৃশ্য সত্যি আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনি আমার কাজগুলো দেখে মুগ্ধ হয়ে যান এটি শুনে অনেক অনেক ভালো লাগলো ভাইয়া। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 4 months ago 

কেকের বোর্ডের উপরে শরৎকালীন দৃশ্যের পেইন্টিং করেছেন দেখে মুগ্ধ হয়েছি আপু। চমৎকার হয়েছে আপনার পেইন্টিং। শরৎকালীন সৌন্দর্য দেখে সত্যি ভালো লাগলো। অনেক সুন্দর করে পেইন্টিং করেছেন এবং শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 4 months ago 

আপনার কাছে চমৎকার লেগেছে জেনে অনেক অনেক ভালো লাগলো। আসলে অনেক পরিশ্রম করে চেষ্টা করে ভালো কাজগুলো শেয়ার করার জন্য ভাইয়া। ধন্যবাদ

 4 months ago 

ফেলে দেয়া কেকের বোর্ডে বেশ সুন্দরভাবে শরৎকালের প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। বেশ কিছু রং এর শেড ব্যবহার করে আর্টটি করেছেন। তাই দেখতে বেশি সুন্দর লাগছে। তবে আকাশের কাজটি অসম্ভব সুন্দর হয়েছে।

 4 months ago 

প্রতিনিয়ত আমরা অনেক কিছুই ফেলে দিই এটা কিন্তু একদমই সত্য কথা। কিন্তু এখন আমি খুঁজি কোনটা দিয়ে কি করা যায়। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য

 4 months ago 

শরৎকালীন দৃশ্যের পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে সাদা এবং রঙিন কাশফুল গুলো চমৎকার ফুটে উঠেছে। আপনার এধরনের কাজ গুলো সত্যি প্রশংসনীয় কাজ ধন্যবাদ আপনাকে আপু।

 4 months ago 

মুগ্ধ হয়েছেন জেনে অনেক অনেক খুশি হলাম ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য।

 4 months ago 

কেকের বোর্ডের উপরে শরৎকালীন দৃশ্যের পেইন্টিং দেখতে অনেক চমৎকার লাগছে। না জানি আপনার এতো প্রফেশনাল ভাবে কি করে পেন্টিং তৈরি করেন ।আপনার পেন্টিংটি দেখতে আসলেই অনেক চমৎকার হয়েছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর পেন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

আমি সবসময় চেষ্টা করি অনেক সময় দিয়ে আর্ট করার জন্য । সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।