জেনারেল রাইটিং:- "ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু ফল অত্যন্ত মজাদার"
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।
প্রত্যেকটা মানুষের মধ্যে ধৈর্য থাকাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যে মানুষের মধ্যে ধৈর্য নেই সে কখনোই কিছু করতে পারে না। যে গাছ অনেক বেশি কাঁটাযুক্ত হয়ে থাকে, ঠিক গাছের ফল কিন্তু অনেক বেশি মজাদার হয় এটা আমরা সবাই জানি। ঠিক তেমনিভাবে ধৈর্যের সারা গাছে কাঁটা থাকলেও, তার ফলও অত্যন্ত মজাদার হয়ে থাকে। ধৈর্যের সাথে আমরা যদি কোনো কাজ করার জন্য চেষ্টা করি, আমরা অবশ্যই তা খুব ভালোভাবে করতে পারবো। যে মানুষের মধ্যে ধৈর্য থাকে না, সে মানুষ কখনোই ভালো কিছু করতে পারে না। ধৈর্য সফলতার অন্যতম চাবিকাঠি।
ধৈর্যের ফল অতি মিষ্টি হয়, এটা আমরা সবাই জানি। প্রত্যেকটা মানুষ অবশ্যই চায় সফলতা অর্জন করতে। আমরা সফলতা অর্জন করার সময় কিন্তু অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আর অনেকেই রয়েছে এরকম ভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে ধৈর্য হারা হয়ে সেই জায়গাটাতে থেমে যায়। থেমে যাওয়ার ফলে তারা আর নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে পারে না। আর এর ফলে তাদের লক্ষ্য পূরণ হয় না। তাই জন্য প্রত্যেকটা মানুষের উচিত, ধৈর্য হারা না হয়ে সেই সমস্যাকে ধৈর্য ধরে সমাধান করার চেষ্টা করা।
ধৈর্য একটা মানুষকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আমরা যদি ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, তাহলে খুব ভালোভাবেই নিজেদের স্বপ্ন অনেক ভালোভাবে পূরণ করতে পারব। লক্ষ্য পূরণের জন্য ধৈর্য থাকাটা বেশি জরুরী। লক্ষ্য পূরণ করার সময় আমরা যদি থেমে যাই, তাহলে কিভাবে পারব সামনের দিকে এগোতে। শুধুমাত্র ধৈর্য ধরলেই আমাদেরকে হবে না অবশ্যই আমাদেরকে সব সময় পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে। ধৈর্য এবং পরিশ্রম দুটোই যদি আমাদের মধ্যে থাকে, তাহলে অবশ্যই ভালো কিছু আমরা করতে পারব।
আমরা সবাই জানি গোলাপ ফুল গাছে অনেক বেশি কাটা থাকে। তবুও তো এই ফুলটাকে সবাই অনেক বেশি পছন্দ করে। আর এই ফুলটা কাটাযুক্ত হলেও অনেক বেশি সুন্দর এবং অনেক দারুন। বিভিন্ন রকম ফলের ক্ষেত্রেও এরকমটা হয়ে থাকে। ফল গাছে কাটা থাকলেও তার ফল খুব সুস্বাদু হয়। আর ধৈর্য ও ঠিক এগুলোর মতই কাটাযুক্ত হলেও অনেক বেশি সুন্দর। তাই জন্য ধৈর্য ধরে সবসময় থাকা দরকার সব মানুষের। সফলতার মূল চাবিকাঠি হচ্ছে পরিশ্রম। আর মানুষ শুধুমাত্র পরিশ্রম করতে পারে না, তার জন্য ধৈর্য থাকাটাও অনেক গুরুত্বপূর্ণ।
পরিশ্রম আর ধৈর্য দুটোই আমাদের মধ্যে থাকলে আমরা অনেক ভালোভাবেই পারবো নিজেদের লক্ষ্য পূরণ করে নিতে। আমাদের সবার নিজেদের জীবনে অনেক অনেক স্বপ্ন থাকে। স্বপ্ন শুধু মাত্র থাকলেই হবে না, এর জন্য আমাদের নিজেদের ধৈর্যের সাথে এগানোর চেষ্টা করতে হবে ভালোভাবে। আমরা যেন নিজেদেরকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারি এটাই চিন্তা করতে হবে। আজ আমি ধৈর্য নিয়ে সুন্দর একটা পোস্ট লেখার জন্য চেষ্টা করেছি। আশা করছি আমার এই পোস্ট পড়তে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/TASonya5/status/1879727035981144091?t=0z5_ena3BX9P7PamzUmttg&s=19
একদম সত্যি কথা ধৈর্য ধারন করলে যেমন কষ্ট আছে, ঠিক তেমনি ধৈর্য ধারন করে এগিয়ে গেলে তার ফল মিষ্টি ই হয়।আপনি খুব সুন্দরভাবে এই বিষয়টি নিয়ে লিখেছেন আপু।পরিশ্রম আর ধৈর্য থাকলে আমরা যেকোনো কাজ ই সফলতার সাথে এগিয়ে নিতে পারবো।
ভীষণ সুন্দর এবং সত্য কথাটি বললেন তো। ধৈর্যের গায়ে কাঁটা কিন্তু ফল সুমিষ্ট। একেবারে ঠিক কথা। কথায় বলে সবুরে মেওয়া ফলে। অর্থাৎ যদি আমরা ধৈর্য ধরি তবে অনেক সুন্দর ফলাফল আমাদের জন্য অপেক্ষা করে থাকে। ভীষণ সুন্দর করে জেনারেল রাইটিংটি লিখলেন বলে পড়তে খুব ভালো লাগলো।
অনেক ভালোলাগার একটি টপিস কে কেন্দ্র করে আপনি পোস্ট লিখেছেন। ধৈর্য ধরাটা বেশ কঠিন জিনিস। ধৈর্য ধরে কোন কিছু করলে তার অনেক সুফল আসে। এই দুনিয়ায় যারা ধৈর্য ধারণ করেছেন তারাই সফলতা অর্জন করেছেন। তাই আমাদের ধৈর্যশীল হতে হবে।
আপনি একদম ঠিক বলেছেন আপু ধৈর্যের ফল অতি মিষ্টি। ধৈর্য এমন একটা জিনিস যেটা ধারণ করা সত্যিই অনেক কঠিন। সবাই পারেনা ধৈর্য ধারণ করতে। তবে ধৈর্য ধারণ করতে পারলেই জীবনের সফলতা নিশ্চিত। আমাদের সবারই উচিত ধৈর্য ধারণ করে সফলতা অর্জন করা। আপনার টপিকের নামটা পড়ে আমার কেমন জানি খুবই ভালো লেগে গেল। পোস্ট পড়ে তো আর ও বেশি ভালো লাগলো ধন্যবাদ আপু।
বাহ বেশ সুন্দর করে বললেন তো আপনি আপু , সে কথা তো সত্যিই ধৈর্যের পথ অনেক কঠিন হয় এবং কাটাযুক্ত হয়। কিন্তু ধৈর্য ধরে পরিশ্রম করে গেলে ফল তো অবশ্যই মিষ্টি হয়। আপনার এই দু কলি ছন্দের কথার সাথে আলোচনা পড়ে মুগ্ধ হলাম সুন্দর চিন্তাভাবনার প্রকাশ করেছেন আপনি।
হ্যাঁ আপু ধৈর্যের ফল মিষ্টি এটা আমরা সবাই জানি। ধৈর্য ধরে মানুষ যখন কাজ করে তখন অনেক দূর এগিয়ে যেতে পারে। ধৈর্য মানুষকে এক ধরনের পরীক্ষা করে। আর ধৈর্য ধরে সফল হলে তখন মানুষ স্বপ্ন পূরণ করতে পারে। ধন্যবাদ সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমিও তোমার কথাটার সাথে একমত। আসলে ধৈর্যের সারা গায়ে কাটা থাকলেও এই গাছের ফল অনেক বেশি মজাদার হয়ে থাকে। আর আমাদের সবার অবশ্যই উচিত ধৈর্য ধরা। ধৈর্য না ধরলে কখনো আমরা কোনো কিছু অর্জন করতে পারব না। বিশেষ করে সফলতা অর্জন করতে পারবো না।