জেনারেল রাইটিং:-"মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন, দিনশেষে তত ভালো থাকবেন"
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।
আমি মনে করি এরকম চিন্তাভাবনা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরকম অনেক মানুষ রয়েছে যাদের কিনা অন্যদের কাছ থেকে পাওয়ার আশা অনেক বেশি থাকে। কিন্তু সেই মানুষগুলোই দিন শেষে ভালো থাকতে পারে না। তবে যারা মানুষের কাছ থেকে পাওয়ার আশা কম রাখে, তারাই ভালো থাকতে পারে। সব সময় আমাদের উচিত নিজে সবকিছু চেষ্টা করা এবং নিজে সব কিছু করা। মানুষের কাছ থেকে পাওয়ার আশায় থাকলে দেখা যাবে একসময় আমরা সবকিছুই হারিয়ে ফেলেছি।
আর এই জন্য যত বেশি আশা কম থাকবে, ততই আমাদের জন্য মঙ্গল হবে। নিজের মতো করে আমাদেরকে বাঁচতে হবে। অন্যের মত হওয়ার চেষ্টা করলে হবে না। অন্যরা হয়ত অন্যের সাহায্যে নিয়ে অনেক কিছু করে থাকে। কিন্তু আমাদেরকেও যে অন্যের সাহায্য নিয়ে কিছু করতে হবে এটার কোনো প্রশ্নই আসে না। যদি আমাদেরকে অন্যের সাহায্য নিতে হয়, তাহলে আর আমাদেরকে দিয়ে কি হবে। নিজের চেষ্টায় আমরা যতদিন বাঁচতে পারব, ততদিনই বাঁচা ভালো। অন্যের সাহায্য নিয়ে বাঁচার থেকে। তাই জন্য মানুষের আশায় থাকলে আমাদেরকে হবে না।
আমরা যদি একটা মানুষের আশায় বসে থাকি, তাহলে পুরো সময়টাই আমাদের জন্য লস। মানুষের কাছ থেকে পাওয়ার আশা যতই কম রাখবো, ততই আমরা নিজের জীবনে ভালো থাকতে পারবো অনেক ভালোভাবে। মনে করুন একটা মানুষ কোনো কিছু একটা করার কথা ভেবেছে। কিন্তু সে নিজে চেষ্টা না করে অন্যের সাহায্য নিয়ে এটা করার জন্য বসে রয়েছে। কিন্তু ওই সময়টা তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। যেটা সে অপচয় করছে এটার মাধ্যমে। এর ফলে কিন্তু তার কাজে কোনো কিছুই হবে না। বরং এটার ফলের তার খারাপ কিছুই হবে।
পরীক্ষার হলে যদি আমরা নিজেরা না লিখে অন্যের আশায় পরীক্ষা দিতে যাই, তাহলে আমরা কখনোই পাস করতে পারবো না। আর পাশ করলেও সেই পাশের কোনো মূল্য থাকবে না আমাদের। নিজে যা পারি প্রথমে আমাদেরকে তা দিতে হবে। মানুষের কাছ থেকে আমরা পেয়ে হয়তো পাশ করতে পারব, কিন্তু নিজের জীবনে কখনো উন্নতি করতে পারবোনা এটার মাধ্যমে। তাই জন্য আগে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে। আর নিজেকেই কিছু করার চেষ্টা করতে হবে। আর মানুষের থেকে পাওয়ার আশা একেবারেই বাদ দিয়ে দিতে হবে।
আর যদি এই আশা রাখা ই লাগে, তাহলে যত কম সম্ভব তত কমই রাখা ভালো। নিজেকে ভালো রাখার জন্য সবার আগে প্রয়োজন নিজে কোনো কিছু করা। অন্যের মাধ্যমে লাখ টাকা কামানোর থেকে, আমরা যদি নিজের মাধ্যমে এক টাকা কামাই, তাহলে তার মধ্যে অনেক সুখ রয়েছে। কারণ আমরা গলা উঁচু করে বলতে পারব, নিজের আয় করা টাকাগুলো। তাই জন্য যত কম সম্ভব ততই মানুষের থেকে পাওয়ার আশাটা রাখতে হবে আমাদের। তবেই তো আমরা দিনশেষে ভালো থাকতে পারবো। আজ এই পর্যন্ত লিখার চেষ্টা করলাম। পরবর্তীতে হাজির হবো অন্য কোনো টপিক নিয়ে।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
https://x.com/TASonya5/status/1892390761175585055?t=BYv_vmxOfwezqJML71etRA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
দারুন লিখেছেন আপু। আপনার লেখাগুলো পড়ে আমার অসম্ভব ভালো লাগলো। আমার কাছেও মনে হয় নিজে পরিশ্রম করে যতটুকু পাব সেটাই অনেক। আর নিজে পরিশ্রম করে যদি কোন কিছু অর্জন করি তাহলে তার মূল্যটা মনে হয় অনেক বেশি। কারোর কাছ থেকে কোন কিছু পাওয়া বা নেবার আশা একদমই করা উচিত না। আপনি উদাহরণ দিয়ে খুবই সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন বিষয়টা। ধন্যবাদ আপু সকাল সকাল এত সুন্দর একটা পোস্ট পড়ে খুবই ভালো লাগলো।
আপনার কথাগুলো সত্যিই অনেক গভীর এবং প্রাঞ্জল। মানুষের কাছ থেকে পাওয়ার আশা যত কম রাখা যায়, ততই জীবনে শান্তি এবং সুখ পাওয়া সম্ভব। নিজের চেষ্টায় কিছু অর্জন করার মতো আনন্দ আর কিছুতে নেই। যখন আমরা অন্যদের সাহায্যের ওপর নির্ভর করি, তখন আমাদের স্বাধীনতা কমে যায় এবং নিজেদের প্রতি বিশ্বাসও হালকা হয়ে যায়। সত্যিই, নিজের চেষ্টা ও আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনকে এগিয়ে নেওয়াটাই সবচেয়ে ভালো পথ। খুব ভালোভাবে বিষয়টি তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এমন গুরুত্বপূর্ণ চিন্তা শেয়ার করার জন্য।
অনেক সুন্দর একটা টপিক নিয়ে পোস্টটা লিখেছ দেখে খুব ভালো লাগলো। আসলে মানুষের থেকে পাওয়ার আশা আমাদের সব সময় কম রাখা উচিত। তাহলেই আমরা ভালো থাকতে পারবো। যত বেশি আশা থাকবে ততই আমরা এগিয়ে যেতে পারবো না। আসলে অন্যের সাহায্য নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার থেকে, নিজের চেষ্টায় একটু এগিয়ে যাওয়া ভালো।