অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যমি।

in আমার বাংলা ব্লগ4 days ago

IMG-20241120-WA0051.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যমি তৈরি করলাম।

প্রজাপতি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে প্রজাপতির ফটোগ্রাফি করা অনেক বেশি কঠিন। তবে রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করা আমার কাছে একটু সহজ মনে হয়। কিন্তু এগুলোকে দেখতে অনেক বেশি ভালো লাগে। আমরা কিন্তু চাইলে এরকম করে কালারফুল প্রজাপতিগুলো ঘরের দেওয়ালে সাজাতে পারি। তাই জন্য ভাবলাম প্রজাপতি তৈরি করতে বসে পড়ি। আসলে রঙিন কাগজ দিয়ে এত কিছু বানালাম তাই জন্য কি বানাবো খুঁজেই পাই না। খুঁজে বের করায় যেন অনেক কঠিন কাজ হয়ে পড়েছে। তবে আপনাদের মাঝে নিজের কাজগুলো শেয়ার করতে ভালোই লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20241120-WA0050.jpg

প্রয়োজনীয় উপকরণ

• সাদা কাগজ
• রঙিন কলম
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG-20240502-WA0014.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটা কাগজ চারপাশের সমান করে কেটে নিলাম। এরপর এই অংশটাকে কোনা করে একটা ভাঁজ দিয়ে দিলাম।

IMG_20241120_191442.jpg

ধাপ - ২ :

এরপর আবারো অপর কোণা করে একটা ভাঁজ করে নিলাম। এরপর এটাকে খুলে সমান করে একটা ভাঁজ দিয়ে দিলাম।

IMG_20241120_191458.jpg

ধাপ - ৩ :

এরপর আমি কোনা করে আরও একটা ভাঁজ দিয়ে দিলাম। দুই দিক থেকে ভাজ করলে এটা সমান হয়ে যাবে।

IMG_20241120_191511.jpg

ধাপ - ৪ :

এই অংশটাকে ভাজ করে একটা গোল রাউন্ড শেপে কিছুটা অংশ কেটে নিলাম।

IMG_20241120_191621.jpg

ধাপ - ৫ :

এরপর একটা পার্ট দুই দিক থেকে ভাঁজ করে নিলাম।

IMG_20241120_191634.jpg

ধাপ - ৬ :

এরপরে উপরের কোনার অংশটাকে নিচের দিকে একটু ভাজ করে নিবো।

IMG_20241120_191650.jpg

ধাপ - ৭ :

এরপর এই অংশটাকে সামনের দিকে এনে জোড়া লাগিয়ে নিলাম। এভাবে প্রজাপতি তৈরি। একই রকম ভাবে আরো কয়েকটা তৈরি করে নিলাম।

IMG_20241120_191700.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20241120-WA0050.jpg

IMG-20241120-WA0051.jpg

IMG-20241120-WA0060.jpg

IMG-20241120-WA0059.jpg

IMG-20241120-WA0058.jpg

IMG-20241120-WA0049.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 4 days ago 

প্রজাপতির ফটোগ্রাফি করা কঠিন হলেও কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যামি বানানো বেশ সহজ। আর আপনার বানানো প্রজাপতির অরিগ্যামিটি দেখতে বেশ সুন্দর লাগছে। সুন্দর করে বানানোতে বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপু ব্লগটি শেয়ার করার জন্য।

 3 days ago 

আমি সবসময় সুন্দর সুন্দর অরিগ্যামি তৈরি করার চেষ্টা করি। ঠিক তেমনিভাবে আজকে চেষ্টা করেছি প্রজাপতির অরিগ্যামি তৈরি করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দরভাবে রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যামি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি অরিগ্যামি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি ভিন্ন ভিন্ন কালারের প্রজাপতিগুলো তৈরি করেছেন বলে দেখতে আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 3 days ago 

আমার কাছেও প্রজাপতিগুলো দেখতে অনেক বেশি ভালো লেগেছিল।

 4 days ago 

আপনি প্রতিনিয়ত এত সুন্দর অরিগ্যামি তৈরি করেন, যেকোনো দেখলেই আমার কাছে ভালো লাগে। দক্ষতাকে কাজে লাগিয়ে যদি সুন্দর করে ভাঁজে ভাঁজে অরিগ্যামি গুলো তৈরি করা হয়, তাহলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর আমি তো এরকম সুন্দর অরিগ্যামি গুলো তৈরি করতে অনেক পছন্দ করি। আর দেখতেও অনেক ভালোবাসি। কালারফুল এত সুন্দর প্রজাপতির অরিগ্যামি দেখে জাস্ট মুগ্ধ হলাম। আপনি সত্যি অনেক সুন্দর কাজ করেন সব সময়।

 3 days ago 

কালারফুল প্রজাপতি গুলো দেখে তুমি মুগ্ধ হয়েছ জেনে ভালো লাগলো।

 4 days ago 

রঙিন কাপড় দিয়ে তৈরি করা প্রজাপতি খুবই সুন্দর হয়েছে আপু। কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আর আপনার তৈরি করা প্রজাপতি খুবই সুন্দর হয়েছে।

 3 days ago 

আমার তৈরি করা প্রজাপতি সুন্দর হয়েছে এটা ভাবতেও ভালো লাগছে।

 4 days ago 

রঙ্গিন কাগজ দিয়ে দারুন কিছু প্রজাপতি অরিগ্যামি তৈরি করেছেন। প্রজাপতিগুলো দেখতে অনেক কিউট লাগছে।ভিন্ন ভিন্ন কালারের হাওয়াতে প্রজাপতিগুলোর সুন্দর্য আরো ফুটে উঠেছে।ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 days ago 

আসলেই প্রজাপতিগুলোর সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে।

 4 days ago 

রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যমি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার হাতের কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে প্রজাপতিগুলো তৈরি করতে সক্ষম হয়েছেন। এভাবে রঙিন কাগজের জিনিস তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে সেটা দেখতে অনেক সুন্দর লাগে।

 3 days ago 

আমার তৈরি করা প্রজাপতি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।

 4 days ago 

আমার কাছেও প্রজাপতি অনেক বেশি ভালো লাগে আপু। আপনি আজকে বিভিন্ন রঙের কাগজ দিয়ে বেশ কয়েকটি প্রজাপতি তৈরি করেছেন দেখতে খুব সুন্দর লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 days ago 

আপনি চাইলে এরকম প্রজাপতি তৈরি করতে পারেন সহজেই। যেন কেউ তৈরি করতে পারে তাই সুন্দর করে তুলে ধরলাম।

 4 days ago 

Screenshot_2024-11-22-09-31-36-29_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-11-22-09-30-46-44_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-11-22-09-27-52-57_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg