লাইফ স্টাইল :- নিজের জন্য পছন্দের একটি বোরকা কেনার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 days ago

IMG-20250210-WA0012.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে। যেহেতু আমার বাংলা ব্লগ আমাদের একটি পরিবার, তাই জন্য আমি আমার দৈনন্দিন জীবনে যেকোনো বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পছন্দ করি। তেমনি আজকেও আপনাদের মাঝে নতুন একটি বিষয়ে শেয়ার করতে আসলাম ‌। আশা করি আপনাদের ভালো লাগবে।

বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম ঢাকায় ঘুরতে। আসলে যখন ঢাকার ঘোরাঘুরি কিছুটা শেষ হলো। তখন ভাবলাম কিছু শপিং করা যাক। তবে শপিং করার জন্য প্রায় দুই থেকে তিন দিন শপিং মলে গিয়েছিলাম। এরমধ্যে একদিন গিয়েছিলাম আমার জন্য একটা বোরকা কিনতে। তবে যেহেতু আমরা ওইখানকার কোন শপিং মল চেনা নেই। তাই জন্য মাকসুদা কাওসার আপুকে বললাম কোথায় ভালো বোরকা পাওয়া যাবে। তো আপু বলল দু-একটা শপিং মলের কথা। পরবর্তীতে আপু সহ আমরা গিয়েছিলাম। ওনাদের বাসা থেকে কাছের একটা শপিং মলে।

IMG-20250210-WA0008.jpg

IMG-20250210-WA0009.jpg

তবে আসলে আমরা সন্ধ্যার পরে বেরিয়েছিলাম। ওই শপিং মলটা নাকি রাত নয়টার মধ্যেই বন্ধ হয়ে যায়। এটা শুনে আমরা বেশ তাড়াহুড়া করে গিয়েছিলাম। পরবর্তীতে আমাদের যেতে একটু লেট হয়ে গেল। দেখলাম বেশ কয়েকটা দোকান এখনো খোলা রয়েছে তবে আস্তে আস্তে দোকানগুলো বন্ধ করে দিচ্ছে। তারপরেও আমরা একটা দোকানে ঢুকে বোরকা দেখছিলাম। সেই সাথে আমার একটা বোরকা পছন্দ হয়ে গেল। কিন্তু ওই বোরকাটা আমার সাইজের ছিল না। এটা দেখে খুবই খারাপ লাগলো।

IMG-20250210-WA0010.jpg

IMG-20250210-WA0011.jpg

পরবর্তীতে আরো কয়েকটা দোকান ঘুরে দেখেছিলাম, কিন্তু কিছুতেই আর পছন্দ হচ্ছিল না। যেহেতু পছন্দ হয়নি তার মধ্যে আবার দোকানগুলো বন্ধ করে দিচ্ছে, তার জন্য ভাবলাম পরের দিন আবার আসবো। সেই মোতাবেক আমরা সেদিন চলে গেলাম। কয়েকদিন আবার একটু তাড়াতাড়ি আসলাম। এরপর আবার কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। কিন্তু আমার সেই পছন্দের বোরকা টা পাচ্ছিলাম না। আসলে আমার বেশিরভাগ সময় এমন হয়, একটা জিনিস পছন্দ হলে পরবর্তীতে আর পছন্দ হতে চায় না।

IMG-20250210-WA0013.jpg

IMG-20250210-WA0012.jpg

তারপর অনেকক্ষণ বিভিন্ন দোকান দেখার পর দেখলাম হঠাৎ চোখে পড়ল আমার সেই পছন্দের বোরকাটা। সেটা দেখে আমার একটু ভালো লাগলো। পরবর্তীতে দোকানদারকে আমার সাইজটা বলেছিলাম আছে কিনা। সে বলেছে আছে শুধুমাত্র একটাই পিস। এটা শুনে সত্যিই অনেক বেশি ভালো লাগলো। তবে প্রাইজটা ছিল অনেক বেশি। এইজন্য একটু কনফিউশনে পড়ে গেলাম। তবে ভালোভাবে দেখছিলাম আসলে বোরকাটার কোয়ালিটি কি রকম। দেখলাম বেশ ভালো কোয়ালিটির ছিল।

IMG-20250210-WA0016.jpg

IMG-20250210-WA0019.jpg

আর তার জন্যই মূলত অনেক বেশি দাম বলেছে। কিন্তু যেহেতু অন্য কোন ডিজাইন পছন্দ ছিল না তাই জন্য ভাবলাম এটাই নিয়ে নিতে হবে। পরবর্তীতে লাস্ট একটা প্রাইজ বলতে বললাম দোকানদারকে। সে আমাকে একটা প্রাইজ বলল তার নিচে আর দিতে পারবে না। পরবর্তীতে ওই দামে নিয়ে নিলাম। কারণ আসলে অনেকগুলো দোকান করে দেখেছি পছন্দ হচ্ছিল না। তবে নিজের পছন্দের বোরকাটা নিতে পেরে সবথেকে বেশি ভালো লেগেছে। এরপরে আমরা বোরকাটা নিয়ে শপিং মল থেকে বেরিয়ে গেলাম। তারপর গিয়েছিলাম হালকা একটু নাস্তা করতে। সেটা ছিল আমার অনেক পছন্দের খাবার। এরপরে আমরা আবারও বাসায় ফিরে গেলাম। আসলে আরো কয়েকটা জিনিস কেনাকাটার ছিল। কিন্তু বোরকাটা পছন্দ করতে করতেই অনেক সময় লেগে গেল। তাই জন্য চলে গেলাম আবারও বাসায়। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবারো নতুন কিছু নিয়ে।

IMG-20250210-WA0020.jpg

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

ঢাকা গিয়ে কেনাকাটা করলেন।আপু আনারকলি মার্কেট আর মৌচাক মার্কেটে আগে আমরা অনেক কেনাকাটা করতাম।আপনি আপু কে নিয়ে নিজের জন্য সুন্দর একটি বোরকা কিনলেন।এটা সত্যি একবার কিছু পছন্দ হয়ে গেলে অন্য কিছু আর পছন্দ হতে চায় না।আর যখন পছন্দ হয়ে যায় তখন সাইজে মিলে না।এমনটা আমার সাথেও হয়।যাক পরের দিন গিয়ে পছন্দের জিনিস পেয়ে আপনার খুব ভালো লেগেছে আশাকরি।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 days ago 

কেনাকাটা করতে আমার অনেক বেশি ভালো লাগে। মুহূর্তটা শেয়ার করতে পেরে ভালো লাগলো।

 2 days ago 

Screenshot_2025-02-19-11-09-29-92_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-02-19-11-07-25-70_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 2 days ago 

নিজের পছন্দের জিনিসগুলোর আসলে দাম একটু বেশি হয়ে থাকে। তা ছাড়া যে কোন কিছুই একবার পছন্দ হয়ে গেলে তারপরও আর অন্য কোন কিছুই পছন্দ হয় না। তবে বর্তমান সময়ে ভালো কোন কাপড়ের বোরকা দাম অনেক বেশি। আমি নিজেও গত বছর একটা বোরকা নিয়েছিলাম সেটার অনেক প্রাইস ছিল। আর আমার খুবই পছন্দ হয়েছিল। এই বোরকাটা আমি রেগুলার পড়ার চেষ্টা করি,যেহেতু পছন্দের। যাই হোক খুব সুন্দর একটা বোরকা নিয়েছেন। আর আপনি পছন্দ করে দাম দিয়ে হলেও কিনে নিয়েছেন দেখে ভালো লাগলো।

 2 days ago 

আসলে পছন্দের হলে সব সময় পড়তে ভালো লাগে। পছন্দের বোরকাটা কিনতে পেরে ভালো লাগলো।

 yesterday 

আমার পছন্দের কোনো কিছু হলে সেটা একদম নষ্ট হয়ে যাওয়ার আগ পর্যন্তই পড়তে থাকি ভালো লাগে।

 2 days ago 

ভালো কোয়ালিটির বোরকা গুলোর দাম একটু বেশিই থাকে। এটা ঠিক বলেছেন একবার একটা জিনিস পছন্দ হয়ে গেলে পরবর্তী জিনিসগুলো আর ভালো লাগেনা। নিজের পছন্দমত একটা বোরকা কিনেছেন। আমিও বেশ কয়েকদিন অনলাইনে খুজছিলাম তবে এখনো পছন্দমত বোরকা পাইনি। যাইহোক ভালো লাগলো আপনার বোরকা দেখে। খুবই সুন্দর হয়েছে এটা। কেনাকাটার মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 days ago 

আমার কেনা বোরকা দেখে আপনার ভালো লাগলো শুনে খুশি হলাম। পুরোটা পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 days ago 

খুব সুন্দর একটি বোরকা কিনলেন বোরকার কালারটি দারুণ ছিল। ভালো কোয়ালিটির বোরকা গুলোর দাম একটু বেশিই হয়।আর একবার একটা কিছু পছন্দ হলে পরবর্তীতে যত কিছুই দেখেন না কেন সেই জিনিস আর ভালো লাগবে না। এটা আমার মনে হয় সবার ক্ষেত্রেই হয়।অনেক ধন্যবাদ আপু দারুন একটি অনুভূতি ও আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 days ago 

মাঝে মধ্যে নিজেদের জন্য কেনাকাটা করতে খুবই ভালো লাগে। আপনি বেশ সুন্দর একটি বোরকা পছন্দ করলেন। বোরকার কালার টি দেখতে খুবই সুন্দর হয়েছে। কেনাকাটার মুহূর্তটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

আপু শুধু আপনার ক্ষেত্রে না আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই একই রকম অবস্থা হয়!যদি একবার কোনোকিছু পছন্দ হয় আর সেটা কিনতে না পারি তাহলে আর কোনোকিছুই চোখে লাগে না,বার বার শুধু পছন্দের জিনিস টির কথা মনে পড়ে।যাইহোক মাকসুদা কাওসার আপুর পরামর্শ নিয়ে শপিংমলে গিয়ে পরবর্তী সময়ে আবার আপনার পছন্দের বোরখাটি কিনতে পেরেছেন জেনে খুবই ভালো লাগলো।পছন্দের জিনিসগুলো চিনতে পারলে সত্যিই এক অন্য রকমের ভালো লাগার অনুভূতি তৈরি হয়ে যা আপনার পোস্টটি পড়েই বুঝতে পারলাম।সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই আপু।

 2 days ago 

নিজের পছন্দের বোরকা নিয়েছে জেনে খুশি হলাম। বোরকা টি দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে বর্তমানে এখন সবকিছুর অনেক দাম। তবে সবচেয়ে বড় কথা হলো যে জিনিস পছন্দ হয়ে যায় তার দাম আরো বেশি হয়ে থাকে। এতো সুন্দর বোরকা ক্রয় করার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।