( এসো নিজে করি ) ডাই : ক্লে দিয়ে পাঁচটা ভিন্ন ডিজাইনের ওয়ালমেট তৈরি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর ক্লে দিয়ে পাঁচটা ভিন্ন ডিজাইনের ওয়ালমেট তৈরি করলাম ।
আসলে বেশ কিছুদিন ধরে ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিসগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। কিন্তু কি তৈরি করবো আসলে সেটা খুঁজতেই অনেক বেশি সময় লেগে যায়। তবে এই ছোট ছোট জিনিসগুলো তৈরি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন। তারপরেও বসে পড়লাম তৈরি করার জন্য। আসলে আমি ভাবলাম আজকে তো ভিন্নভাবে বিভিন্ন ডিজাইনের ওয়ালমেট গুলো তৈরি করি। কিন্তু আমি যখন তৈরি করতে বসলাম ভেবেছিলাম কম সময় লাগবে। তবে এগুলো একটা একটা করে তৈরি করতে আমার অনেক বেশি সময় লেগে গেছিল। কিন্তু এগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল কি বলবো। এত সুন্দর লাগছিল তাই বলেই মনে হয় নিজের পরিশ্রম আর পরিশ্রম মনে হয়নি। এক নিমিষেই সবকিছু ভুলে গেলাম। আমি কিন্তু এগুলো সাজিয়ে রেখেছি। তবে সব সময় নাশিয়া যেকোনো কিছু তৈরি করলেই নিয়ে যায়। এগুলো নেওয়ার জন্য অনেক কান্নাকাটি করলো। কিন্তু আমার কাছে এত ভালো লাগছে দেখতে নষ্ট করতে ইচ্ছে করতেছে না। তার জন্য ওকে না দিয়ে রাখলাম। দেখা যাক কয়দিন রাখতে পারি। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• ক্লে
• কাঁচি
• গাম
• কার্ডবোর্ড
• সাদা কাগজ
প্রয়োজনীয় বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিলাম। এরপর এটাকে গোল করে কেটে নিলাম। একই রকম গোল করে পাঁচটা কেটে নিলাম।
ধাপ - ২ :
এরপর একটা গোল কার্ডবোর্ডের উপরে সাদা কাগজ জোড়া লাগিয়ে দিলাম।
ধাপ - ৩ :
এরপর আমি সবুজ কালারের ক্লে দিয়ে কতগুলো পাতা তৈরি করে নিলাম।
ধাপ - ৪ :
এরপর আমি পাতাগুলোকে সাদা গোল অংশের ভেতরে জোড়া লাগিয়ে দিলাম।
ধাপ - ৫ :
এরপর আমি সাদা ক্লে দিয়ে ছোট ছোট পাতা তৈরি করে মাঝখানের অংশে ফুলের মত তৈরি করে নিলাম।
ধাপ - ৬ :
এরপর আমি মাঝখানের অংশে কমলা কালারের প্লে দিয়ে ছোট ছোট ফোঁটা দিয়ে দিলাম।
ধাপ - ৭ :
এরপরে আমি ছোট ছোট তৈরি করে পুরো রাউন্ডের চারপাশে একটা একটা করে জোড়া লাগিয়ে দিলাম।
ধাপ - ৮ :
এরপর আমি আবারও একটা গোল কার্ডবোর্ড নিলাম। এরপর নীল কালারের ক্লে দিয়ে ছোট ছোট পাতা তৈরি করে দুইটা ফুল তৈরি করে নিলাম।
ধাপ - ৯ :
এরপর ফুলের নিচের অংশে সবুজ কালারের পাতায় এবং ফুলের মাঝখানের অংশ কামনা কালার দিয়ে ফুল তৈরি করে নিলাম।
ধাপ - ১০ :
এরপর আমি সাদা এবং নীল কালারের ছোট ছোট বৃত্ত তৈরি করে চারপাশে খুব সুন্দর ভাবে লাগিয়ে নিলাম।
ধাপ - ১১ :
এরপর আমি একটু একটু করে আবারো গোলাপি কালারের ক্লে দিয়ে খুব সুন্দর দুইটা ফুল তৈরি করে নিলাম। ফুলগুলো আরেকটা বৃত্তের উপরে লাগিয়ে নিলাম।
ধাপ - ১২ :
এরপরে এই ফুলগুলোর নিচের অংশ খুব সুন্দর ভাবে পাতা দিয়ে দিলাম।
ধাপ - ১৩ :
এরপর আবারও অনেকগুলো ছোট ছোট বৃত্ত তৈরি করে চারপাশে দিয়ে দিলাম।
ধাপ - ১৪ :
এরপর আমি লাল রঙের ক্লে দিয়ে ছোট ছোট অনেকগুলো বৃত্ত তৈরি করে নিলাম। এগুলোকে ফুলের মত করে একটা বোর্ডের উপরে লাগিয়ে নিলাম।
ধাপ - ১৫ :
এরপরে নিচের অংশে আমি সবুজ কালার দিয়ে ফুলের পাতা তৈরি করে নিলাম।
ধাপ - ১৬ :
এরপরে হলুদ এবং লাল কালারের অনেকগুলো ভিডিও তৈরি করে চারপাশে লাগিয়ে দিলাম।
ধাপ - ১৭ :
প্রথমে আমি কমলা কালার দিয়ে কতগুলো ছোট ছোট বৃত্ত তৈরি করে বৃত্ত গুলো জোড়া লাগিয়ে ফুলের মত তৈরি করে নিলাম।
ধাপ - ১৮ :
এরপরে আমি কফি কালার দিয়ে নিজের অংশে ফুলের মাঝখানে ডিজাইন করে নিলাম
ধাপ - ১৯ :
এরপর ফুলের নিচের অংশে খুব সুন্দর ভাবে অনেকগুলো পাতা তৈরি করে লাগিয়ে নিলাম।
ধাপ - ২০ :
এরপরে আমি চারপাশে হলুদ এবং সাদা রঙের বৃত্ত তৈরি করে লাগিয়ে দিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
চ
পোস্ট বিবরণ
শ্রেণী | ডাই |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
এই ধরনের একটা ওয়ালমেট আমিও কয়েকদিন আগে তৈরি করেছিলাম। তবে সেগুলো অন্য ডিজাইনের ছিল। আপনার আজকের এই ওয়ালমেট গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা ওয়ালমেট এর ডিজাইন অনেক সুন্দর। আপনি চমৎকারভাবে এগুলো তৈরি করেছেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।
আমার তৈরি করা ওয়ালমেট দেখে প্রশংসা মুলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
https://x.com/TASonya5/status/1853269190876315803?t=TKTmgRf69cFSUlMqwttzEw&s=19
ক্লে দিয়ে চমৎকার পাঁচটি ওয়ালমেট বানিয়েছেন আপনি৷ ক্লের কাজ খুব ভালো লাগে দেখতে৷ আপনি তো ব্রশ ভালোই পারেন৷ এটা একটা সিরিজ হল যেন৷
ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করার চেষ্টা করলাম।
ক্লে দিয়ে দারুন পাঁচটি ওয়ালমেট তৈরি করেছে। এই ধরনের কাজগুলো দেখতে অনেক সুন্দর লাগে। পাঁচটি ওয়ালমেট পাঁচ ধরনের ফুল দিয়ে তৈরি করেছেন যা দেখতে সুন্দর লাগছে। ওয়ালমেট গুলো তৈরীর প্রত্যেককে ধাপ বিস্তারিতভাবে আমাদের সাথে বর্ণনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে সুন্দর লেগেছে শুনে খুশি হলাম।
আপু আপনি ক্লে দিয়ে খুব সুন্দর পাঁচটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার পাঁচটি ওয়ালমেট দেখতে বেশ চমৎকার হয়েছে। সবগুলো ওয়ালমেট একসাথে টানিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখাবে। ক্লে দিয়ে বানানো জিনিস দেখতে সবসময়ই ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।
এত সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করতে পেরে অনেক ভালো লাগছে আমার কাছে।
ওয়ালমেট দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আমিও মাঝে মাঝে তৈরি করি। তবে আপনার মত এতটা দক্ষ হাতে তৈরি করতে পারিনা আপু। অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনার কাছে ওয়ালমেট দেখতে ভালো লাগে জেনে খুশি হলাম।
ক্লে দিয়ে কিছু বানালে খুব সুন্দর হয় দেখতে।আমি ক্লে দিয়ে কিছু বানাতে খুব ভালোবাসি। আপনি চমৎকার সুন্দর করে ক্লে দিয়ে পাঁচ প্রকারের ফুল বানিয়েছেন এবং বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ফুল বানানো পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছেন জন্য।
ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করলে অনেক সুন্দর লাগে এটা ঠিক বলেছেন।
অন্যরা হয়তো এই পাঁচটা ওয়ালমেট পাঁচদিন পোস্ট করত। কিন্তু আপনি একসঙ্গেই পাঁচটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন সত্যি দারুণ। চমৎকার ছিল আপনার ওয়ালমেট গুলো। বেশ চমৎকার লাগছে আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনি।।
ঠিক বলেছেন অন্যরা হয়তো আলাদা আলাদা করে পোস্ট করতো। কিন্তু আমি সবগুলোই করেছি। কারণ এরকম ভাবে করলে পোষ্টের কোয়ালিটি অনেক বেশি বৃদ্ধি পায়।
আপু ক্লে দিয়ে কিছু বানালে দেখতে বেশ ভালো লাগে। আজকে আপনি দেখতেছি ক্লে দিয়ে পাঁচটা ভিন্ন রকম ওয়ালমেট তৈরি করেছেন। তবে কি চমৎকার ফুল পাতা দিয়ে সুন্দর সুন্দর ওয়ালমেট বানিয়েছেন। আর এই ওয়ালমেটগুলো কাউকে গিফট করলে সে অনেক খুশি হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বিভিন্ন রকমের ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক কথা ক্লে দিয়ে কিছু বানালে সুন্দর লাগে দেখতে। তাইতো আমি সময় পেলে ক্লে নিয়ে বসে পড়ি।
ওয়াও! ক্লে দিয়ে কি চমৎকার পাঁচটা ভিন্ন ডিজাইনের ওয়ালমেট তৈরি করেছেন আপু।সবগুলো ওয়ালমেট এই সুন্দর হয়েছে তবে লাল, সবুজ এবং হলুদের সংমিশ্রণে বানানো ওয়ালমেট টি আমার কাছে বেশি ভালো লেগেছে।