স্বরচিত নতুন একটি কবিতা " বর্ষবরণ "
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বৈশাখে এটি আমার পোস্ট। আশা করি আপনাদের সবারই নববর্ষ খুব সুন্দর ভাবে কেটেছে। আমি কিছুদিন বাড়ির বাইরে ছিলাম। আমি এই বারের নববর্ষ আদিবাসীদের সাথে কাটাতে চেয়েছিলাম সেই জন্য আমরা পরিবারের সবাই মিলে নববর্ষ পালন করতে গিয়েছিলাম রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। এটা আপনারা জানেন। শান্তিনিকেতন নিয়ে অন্যপোস্টে লিখবো। আমি পহেলা বৈশাখে শান্তিনিকেতন বসে একটি কবিতা লিখেছিলাম। কিন্তু সেটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সারাদিন ঘুরে এসে প্রচন্ড ক্লান্ত হয়ে যেতাম তাই আর আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। আজ যে কবিতাটি আপনাদের সাথে শেয়ার করবো এই কবিতাটি আমি বিশ্ব ভারতী ক্যাম্পাসে বসে পহেলা বৈশাখের দিনে এই কবিতা টি লিখেছিলাম। শান্তি নিকেতন এতো সুন্দর মনো মুগ্ধকর পরিবেশ ছিলো যে কবিতা না লিখে পারা যায় না। তাহলে চলুন কবিতাটি শুরু করা যাক।আশা করি আপনাদের ভালো লাগবে।
বর্ষবরণ
বৈশাখ মানে বাঙালিয়ানা, অন্যরকম সাজ
ছুটো ছুটি, হুড়োহুড়ি সবার অনেক কাজ।
গ্রাম বাংলার চৈতালি কিংবা পাহাড়ের বৈসবি
মহাজনের হালখাতা টা ও বর্ষবরণ উৎসবই।
কাঁচা লঙ্কা ,বেগুন ভাজা ,পান্তা-ইলিশ হবে
শেষ পাতাতে মন্ডা মিঠাই পেটপুরে সব খাবে।
রাত জেগে সব আলপনা দেয়, ভোরের শোভাযাত্রা
পিঠা পুলি নাগরদোলা এসব নিয়েই মেলা।
ধুতি আর পাঞ্জাবিতে ছেলের দল সাজে
গানের আসরে ঢোল তবলা হারমোনিয়াম বাজে,
লাল সাদায় বঙ্গ নারীর কি অপরূপ বেশ
ঢাকঢোলের জামা গায়ে বাচ্চাদের হাসির রেশ।
পশু-পাখি হরেক সাজে শোভাযাত্রা যায়
বছরটাকে এভাবে যেনো করবে মঙ্গলময়।
নৃত্যগীতের আসর তাতে হুল্লোড়ের নেই শেষ
বেলা শেষে ও কাটতে চায় না উৎসবেরই রেশ।
কবিতার মধ্যে আপনার মনের মাঝে থাকা উৎসবের আমেজটা বেশ টের পাওয়া যাচ্ছে।বৌদি সব কিছু শুনতে চাই।
আরিববাস ! বৌদি কবিতায় তো নতুন বছরের ভরা আনন্দ ঢেলে দিয়েছো। এতো জম্পেস কবিতার লাইন গুলো হয়েছে । ছন্দ মিলিয়ে যেন সত্যিই নতুন বছর এসেছে। অনেক ভালো থেকো প্রিয় বৌদি। এত্ত আদর।😘
আপনাকে নববর্ষের শুভেচ্ছা বৌদি। দাদার একটা এনাউন্সমেন্টে দেখেছিলাম আপনারা বৈশাখ পালন করতে যাচ্ছেন সাওতালদের সাথে সম্ভবত। আপনার এই দুই লাইন আমার আছে চমৎকার লেগেছে। এই দুই লাইনে যেন বৈশাখের আসল উদ্দেশ্যে প্রকাশ পেয়েছে। যাইহোক অনেক সুন্দর ছিল কবিতা টা বৌদি।।
বৌদি, কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আপনার কবিতা যখন পড়ছিলাম তখন ছোট বেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো। আপনার কবিতা সব সময় বেস্ট।
আপনার কবিতা পড়ে ছোট বেলার কথা গুলো মনে পড়ে গেলো বৌদি। নববর্ষের প্রথম দিন সত্যি অনেক হৈ-হুল্লোড়ে কেটে যেতো। নতুন জামা পড়ে পান্তা ইলিশ খেতে ভারি সুন্দর লাগতো।বেলা শেষ হলেও মনে হতো উৎসব যেন শেষ না হয়। সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন বৌদি আপনার জন্য অবিরাম ভালো বাসা ও আন্তরিক অভিনন্দন। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগে বৌদি। আপনার কবিতা পাওয়া মানেই অন্য রকম একটা ভালোবাসা পাওয়া। সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি বৌদি।
বৌদি নববর্ষ উপলক্ষে খুবই চমৎকার একটি কবিতা রচনা করেছেন আপনি। সত্যি আপনার প্রতিভার গুণগান করতেই হবে!
বর্ষবরণ এবার ভিন্নভাবে করেছেন এবং সেই অভিজ্ঞতা আর অনুভুতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।
শুভ হোক আপনার আগামী পথ চলা এই কামনা করি।
খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কবিতা পড়ে আমার খুবই ভালো লাগলো। আশা করি আরো সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।
জীবন যেখানে যেমন । আমি শুনেছিলাম বৌদি আপনারা এবার সব পরিবারেই বাইরে বেড়াতে গিয়েছিলেন এবং বেশ ভালো কবিতা লিখেছেন এবং সাধারণ মানুষের প্রতি আপনাদের ভালোবাসা দেখে আমরা সত্যিই কৃতজ্ঞ। ঐতিহ্যকে ধরে রাখার জন্য ধন্যবাদ । শুভেচ্ছা রইল নববর্ষের।
বৌদি আপনার কবিতাটা আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর কবিতাটি আজকে আমাদের উপহার দিলেন। নতুন বছর উপলক্ষে খুবই সুন্দর কবিতা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। কবিতার ছন্দ মিল রয়েছে। ভাল লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।
বিশ্ব ভারতীয় ক্যাম্পাসে বসে সুন্দর একটি কবিতা রচনা করেছেন আমাদের জন্য।
কবিতার এই লাইন গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।