হটাৎ করে লেখা একটি কবিতা " বিরহের সময় "
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি কোনো কিছু ভেবে একটি কবিতা লিখেছি। আমি রাতে আমার এক বোনের সাথে কথা বলতে বলতে কবিতা লিখি। কোনো ইচ্ছা ছিল না কবিতা লিখার। আসলে ওই বোনের সাথে কথা বলছিলাম আর কি যেনো ভাবতে ভাবতে লিখে ফেলছি। আসলে আমি আগ থেকে ভেবে কোন কাজ করতে পারি না। তাই হুট হাট করেই প্রায়ই কাজ গুলো করি। এর জন্য অনেক বকা ও খেয়েছি। কিন্তু তারপরও হয় না। ঠিক তেমনি রাতে ও হয়েছে। আজকে আমি ছোট একটি লিখেছি। কবিতাটি লিখার পর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক
বিরহের সময়
আজ শহরে গুমোট হওয়া, মেঘ করেছে গগনে
হৃদয় আজ পুড়েছে বড় - পুরানো স্মৃতির অনলে।
সে রাতেও খুব বৃষ্টি ছিল ,জল ছিল খুব পথে;
অনুভূতির ব্যবচ্ছেদ বাস্তবতার হাতে।
নিয়ন বাতির শেষটা শেষে ও কাটেনি সেদিন আঁধার,
ভালোবাসা থাকার পরও হয়নি উপায় বাঁধার।
বৃষ্টির সাথে মিশে ছিল চোখের নোনা জল,
তুমি সেদিন চাওনি ফিরে ও - সবটা ছিল ছল।
চায়ের কাপে ঠোঁট ছোঁয়ালাম , কি হবে অতীত ভেবে?
বর্ষার এমন আসা যাওয়া ফি বছরই রবে।
উদাসীনতায় পড়লে বাধা সময় শুধু নষ্ট,
বিষন্নতায় ঘিরে ধরে জীবন আবার পাবো কষ্ট,
আমি বরং এখনটাকে করবো উপভোগ
বৃষ্টি বিলাস না করলে যে থাকবে অনুযোগ।
ঝক মকিয়ে বর্ষা নামে এই শহরের বুকে
কষ্টেরা সব যাবে ধুয়ে, ফুটবে হাসি চোখে।
বৌদি আপনার লেখা কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে কবিতা লিখার হয়তো কোন সময় লাগে না। হুট করেই মনের অজান্তেই কবিতার ভাষা গুলো মনের মাঝে চলে আসে। আপনার লেখা কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে বৌদি। অনেক সুন্দর ভাবে এই কবিতাটি লিখে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।
আপু,আমি নিজেও ভেবে কোন কাজ করতে পারি না,হুটহাট করে কাজ করে ফেলি,যদিও আমি কবিতা লিখতে পারি না।যাই হোক আপনার কবিতাটি বেশ সুন্দর হয়েছে।
সুন্দর ছিলো।ধন্যবাদ আপনাকে
লাইনগুলো বেশ দারুন ছিল দিদি ।বৃষ্টির পানির সাথে চোখের পানির মিল থাকার কারণে একসাথে থাকলে কোনটাই বোঝানো সম্ভব নয়। খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে আবার উপহার দিয়েছেন ।কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে।
বৌদি আমি মনে করি এতো না ভেবে বর্তমান কে চুটিয়ে উপভোগ করা উচিত।তাইনা বলুন?
আসলে বৌদি বেশি ভাবলে কোনই কাজে সঠিকভাবে হয় না। সেজন্য আমাদের উচিত হুট হাট করেই কাজটা করে ফেলা।
এই দুইটা লাইন কী লিখেছেন বৌদি। একেবারে অসাধারণ। হৃদয়ে একেবারে গেথে গেছে। অনেক সুন্দর ছিল কবিতা টা।
খুব ভালো লাগলো আপনার এত সুন্দর একটি কবিতা পড়ে। নির্ভয় বলতে পারে আপনি খুবই দক্ষতা সম্পন্ন একজন আমার বাংলা ব্লগ কবি।
আপনার কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে দিদি । আপনার উপস্থাপনা এককথায় অনবদ্য। মাঝে মাঝে এরকম কবিতা আমাদের মধ্যে উপস্থাপন করে আমার বাংলা ব্লগ কে আরও সমৃদ্ধ করবেন বলে আশা করি
বাহ বৌদি আপনি খুব সুন্দর একটা কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। সব সময় এমন সুন্দর সুন্দর কবিতা আপনি আমাদের মাঝে উপহার করেন। আজকেও তার ব্যতিক্রম ছিল না। সত্যি বৌদি আপনি কোন কবি থেকে কম না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এ কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম।
খুব সুন্দর লিখছো বৌদি। অনেক ভালো লাগে গো তোমার পোষ্ট গুলো পড়তে। আর এখন তোমার লেখা কবিতাগুলোর ভাবনা আর শব্দের প্রয়োগ অসাধারণ হচ্ছে। লিখতে থাকো বৌদি। অনেক ভালোবাসা।
চাইলেই কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়া যায় ,
তবে বাস্তবে চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতে
কাঠ খড় পোড়াতে হয়,
হয়তো বর্ষা আসবে সব কষ্ট ধুয়ে যাবে
আবারো সবকিছু সতেজ হবে ।।
এমন কামনাই করছি, বেশ ভাল লিখেছেন কবিতাটি বৌদি ।।