আপু সত্যিই আপনার ছবি দেখে প্রথমে তেমন কিছু বুঝতে পারিনি। কিন্তু যখন সম্পূর্ণ লেখা পড়েছি তখন বুঝতে পারছি এটা কিসের ছবি। সত্যি কথা বলতে কি যার অন্তর অপরিষ্কার থাকে তার সবকিছুই অপরিষ্কার থাকে। কথায় বলে না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। তাদের অবস্থাও তেমনি হয়েছে। নয়তো মানুষ কিভাবে এতটা অপরিষ্কার হতে পারে। সপ্তাহে একদিন ও যদি সম্পূর্ণ ঘর পরিষ্কার করা হয় তাও তো এমন হওয়ার কথা নয়। আমার মনে হয় যত বছর থেকেছে তার মধ্যে হয়তো একদিনও পরিষ্কার করেছে কিনা সন্দেহ রয়েছে। এরা চলে গিয়ে ভালোই হয়েছে। আপনাদের ফ্ল্যাট বেঁচে গিয়েছে।