পোস্টার রং দিয়ে ভিন্ন ধরনের আর্ট
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে জানাই আমার সালাম। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।
আজ শেয়ার করবো পোস্টার রং দিয়ে ভিন্ন ধরনের আর্ট। এই আর্ট কিছু দিন আগে করেছিলাম। কিন্তু সময়ের অভাবে পোস্ট করা হয়নি। রোজা শুরু হওয়ার পর থেকে যেন খুব ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। যারজন্য ঠিক মতো কাজ করতে পারছি না। তবে আবারও চেষ্টা করবো ঠিক মতো কাজ করার। পোস্ট রেডি করা ছিল বলে আজ শেয়ার করতে পারছি। আমি আর্ট করতে খুব পছন্দ করি। তাইতো সবসময়ই ভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করি। ইউনিক কিছু করতে পারলে খুব ভালো লাগে। আজকের এই আর্ট করা ততটাও সহজ ছিল না যতটা দেখতে সহজ মনে হচ্ছে। কিছু কিছু আর্ট থাকে যা দেখতে সহজ মনে হয় কিন্তু যখন সেই আর্ট করতে বসি তখন বুঝা যায় কতটা সহজ।
পলিথিনের মধ্যে রং বসিয়ে তা খাতায় লাগাতে গিয়ে যেন এলোমেলো হয়ে যায়। তবে এই আর্ট করে খুব ভালো লেগেছে। অনেক সময় আর্ট করি ঠিকই কিন্তু সেই আর্ট কি নাম দেবো খুঁজে পাই না। তখন যা মনে আসে তাই দিয়ে দেই। আমার এই আর্ট এর নাম কি হতে পারে আপনারা একটু কমেন্ট এ জানিয়ে দেবেন।যখন কোন আর্ট সময় নিয়ে ধৈর্য সহকারে করা হয় তখন দেখতে সবসময়ই সুন্দর হয়। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. আর্ট পেপার
২. পোস্টার রং
৩. তুলি
৪. পলিথিন
৫. কালো কলম
আর্ট এর ধাপ নিচে দেওয়া হলো----
🍁১ম ধাপ🍁 |
---|
![]() | ![]() |
---|
প্রথমে পলিথিনের মধ্যে বিভিন্ন কালারের পোস্টার রং লাগিয়ে নিলাম। এরপর আর্ট পেপারের মধ্যে চাপ দিয়ে লাগিয়ে কালার করে নিলাম।
🍁২য় ধাপ🍁 |
---|
![]() | ![]() |
---|
এবার রঙের উপর কালো কলম দিয়ে দুটি ফুল এঁকে নিয়েছি।
🍁৩য় ধাপ🍁 |
---|
![]() | ![]() |
---|
এরপর পলিথিনের উপর সবুজ কালার দিয়ে পাতার ডিজাইন করে আর্ট পেপারের উপর লাগিয়ে নিয়েছি।
🍁 ৪র্থ ধাপ🍁 |
---|
এবার কালার কালার দিয়ে পাতার দাগ টেনে নিলাম।
🍁 শেষ ধাপ🍁 |
---|
![]() | ![]() |
---|
সবশেষে ফুল দুটিকে ছোট ছোট ডিজাইন দিয়ে সাজিয়ে নিলাম।
🍁 ফাইনাল আউটপুট 🍁 |
---|
আজকে শেয়ার করা পোস্টার রং দিয়ে ভিন্ন ধরনের আর্ট আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power



দারুন একটি আর্ট করেছেন আপু আপনি পোস্টার রং দিয়ে। আমার তো অনেক ভালো লাগে পোস্টার রং দিয়ে যেকোনো আর্ট করতে। আপনি কালারিং ফুলের আর্ট করলেন। সেই সাথে কালার দিয়ে খুব সুন্দর করে রাঙিয়ে তুলেছেন পুরো আর্ট। প্রসেস সমূহ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
আপু আপনার কাছে আমার এই আর্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
যেকোনো আর্ট বা পেইন্টিং করার ক্ষেত্রে একটু সময় প্রয়োজন হয়। সময় নিয়ে সবকিছু সুন্দর করে করা যায়। আপনি খুব সুন্দর করে আজকে এই আর্টটা করেছেন। একদম ভিন্ন রকম লাগছে দেখে আর অনেক সুন্দর লাগছে। আসলে এরকম ভিন্ন রকম আর্ট গুলো দেখলে অনেক ভালো লাগে।
সময় নিয়ে কিছু করলে দেখতে খুব সুন্দর দেখায়। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
পোস্টার রং দিয়ে ভিন্ন ধরনের আর্ট অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
পোস্টার কালার ব্যবহার করে ভিন্ন ধরনের একটা পেইন্টিং করেছেন। ফুল পাতাগুলো বেশ চমৎকার লাগছে দেখতে। ভিন্নভাবে এই ড্রয়িংটা করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ড্রইং শেয়ার করার জন্য।
আপু আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
পোস্টার রং দিয়ে আপনি আজকে খুব সুন্দর একটা আর্ট করে নিয়েছেন। খুবই সুন্দর ছিল আপনার আজকের করা এই আর্টটি। ফুলগুলো এঁকে ডিজাইন করার কারণে অনেক বেশি সুন্দর লাগছে। খুব সুন্দর করে কালারফুল ভাবে পুরোটা আপনি সম্পূর্ণ করলেন। আপনার এত সুন্দর একটা আর্টের প্রশংসা কিন্তু করতেই হচ্ছে।
আপু আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ প্রশংসা করার জন্য।
আজকে আপনি যেটা আর্ট তৈরি করেছেন, সেটি সত্যিই অসাধারণ! পোস্টার রং দিয়ে ফুলগুলো যখন সজীব হয়ে উঠেছে, তখন যেন পুরো কাজটা প্রাণ পেয়ে গেছে। এরকম রঙিন এবং জীবন্ত ডিজাইন আসলেই চোখে পড়ার মতো। প্রতিটি স্ট্রোকের মধ্যে একটা আলাদা মুগ্ধতা রয়েছে, আর আপনার এই সুন্দর কাজ সত্যিই প্রশংসার যোগ্য। রঙিন ফুলগুলো যেন পুরো আর্টটিকে আরো উজ্জ্বল ও প্রাণবন্ত করে তুলেছে, যেটা দেখলে মনে হয় যেন প্রকৃতি আপনার ক্যানভাসে ফুটে উঠেছে।
আপু আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আজকে আপনি অনেক সুন্দর একটা আর্ট করেছেন, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে। আপনার করা পেইন্টিংটা দেখতে আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে, আমি তো কোনো রকমে চোখ ফেরাতে পারছিলাম না। কালার কম্বিনেশন টা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই ধরনের আর্ট গুলোর মাধ্যমে নিজের ভিতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
রোজার জন্য ব্যস্ত থাকার কারণে নিয়মিত পোস্ট করতে পারছেন না। আসলে রোজা আসলে বাড়ির বউ মেয়েরা বেশি ব্যস্ত হয়ে পড়ে। এত ব্যস্ততার মধ্যেও আগে থেকে সাজিয়ে রাখা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। পোস্টার রং দিয়ে করা বিভিন্ন রকমের আর্ট দেখতে চমৎকার হয়েছে আপু। শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
হ্যাঁ আপু রোজার জন্য প্রচুর কাজের চাপ রয়েছে আর তাও চেষ্টা করি কাজ করার। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।