দাদার পরিবারের নতুন অতিথিকে অভিনন্দন জানাই। ঠিক বলেছেন আপু একটি সন্তান হওয়ার সময় একজন মায়ের কতটা যে কষ্ট হয় তা শুধু সেই মা'ই ফিল করতে পারে। তাই সন্তান জন্মের পর মা এবং সন্তান সুস্থ রয়েছে এটাই সবচেয়ে বড় গুড নিউজ। দাদার পরিবারে আরো একজন নতুন সদস্য এসে যেনো পরিবারের সবার মধ্যে আনন্দের জোয়ার চলে আসলো। নতুন সদস্যের আগমনে দাদাসহ পরিবারের সবাই যেমন খুব হয়েছে তেমনি আমরাও খুব খুশি জুনিয়র টিনটিন কে পেয়ে। এভাবেই যেনো দাদার পরিবার হাসিখুশিতে ভরে থাকে সারাটি জীবন এই দোয়া কামনা করি। আবারও দাদা বৌদিসহ তাদের পুত্র সন্তানদের শুভেচ্ছা জানাই।