দিদি খুব সুন্দর কথা বলেছেন মা কে ভালোবাসার জন্য কোনো দিন কিংবা মাসের প্রয়োজন হয় না। যেকোনো দিন যেকোনো সময় মা কে ভালোবাসা যায়। তবে এই একটি দিন মা কে স্পেশাল ফিল করানোর জন্য পালন করা হয়। এটা ঠিক বলেছেন ছেলেমেয়েরা একটু বড় হলে মায়ের কাছ থেকে দূরে সরে যায়। তখন আমরা যতই ব্যস্ত থাকি না কেন, দিনশেষে একবার হলেও মায়ের খোঁজখবর নেওয়া উচিত। আপনার মা কে নিয়ে এই একটি দিন কেক কাটার মধ্য দিয়ে স্পেশাল ভাবে পালন করেছেন দেখে খুব ভালো লাগলো। তাছাড়া আপনার মা কে উনার পছন্দের গিফট দিয়েছেন দেখেও খুব ভালো লাগলো। এভাবেই হাসিখুশিতে ভরে থাকুক মা মেয়ের বাকিটা জীবন এই আশীর্বাদ করি।