You are viewing a single comment's thread from:

RE: ক্রিয়েটিভ রাইটিং || ছোট গল্প : টিয়ারা (পর্ব -০৪) শেষ পর্ব।

in আমার বাংলা ব্লগlast year

যাকে যেখানে মানায় সে সেখানেই থাকতে পছন্দ করে। কিন্তু আমরা মানুষ হয়ে তা বুঝতে পারি না। তাইতো সবসময় চেষ্টা করি পাখি গুলোকে খাঁচায় বন্দি করে পোষ মানাতে। কিন্তু এটা চিন্তা করিনা যদি আমাদের খাঁচায় বন্দি করে রাখা হয় তাহলে কেমন লাগবে। টিয়ারা যখন উড়ে যাওয়ার সুযোগ পেয়েছে তখন সে আর বন্দি হতে চায়নি, তাই তো সে অমিতকে ফাঁকি দিয়ে চলে যায়। কিন্তু অমিত টিয়ারাকে অতিরিক্ত ভালোবেসে ফেলেছে বলেই টিয়ারা চলে যাওয়ায় সে খুব কষ্ট পায়। কিন্তু বনের প্রাণীও বুঝে সেই ভালোবাসা, যা আমরা মানুষ হয়েও বুঝি না। তাইতো এত মাস পরে হলেও টিয়ারা আবার অমিতের কাছে ফিরে এসেছে। কিন্তু সে বন্দি হতে চায়নি বলেই কাছে না এসে গাছের ডালে বসে ছিল। হয়তো সে পাখি বলে তার মনের ভাষা বুঝাতে পারেনি কিন্তু এক দৃষ্টিতে তাকিয়ে থেকে একটু হলেও বুঝাতে পেরেছে। অবশেষে টিয়ারা তার পরিবারের সবাইকে নিয়ে সেই গাছে এসে বসলে অমিত এটা ভেবে খুশি হয় স্বাধীন ও মুক্ত পরিবেশে টিয়ারা ভালো রয়েছে।

Sort:  
 last year 

এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আপনার এই পুরো মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো আপু।