আপু আমাদের এখানে একে চাপটি বলা হয়। আপনার কাছ থেকে জল রুটি নাম শুনে প্রথমে ভেবেছিলাম হয়তো নতুনভাবে কোন রুটি তৈরি করা দেখতে পারবো। কিন্তু পরে দেখলাম আমরা যাকে চাপটি রুটি বলি আপনারা তাকে জলরুটি বলেন। যাই হোক এই রুটি খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। সকালের নাস্তা হিসেবে এই রুটি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু আপনাদের চাপড়ি রুটিকে আমাদের এখানে জল রুটি কিংবা গোলা রুটি বলে থাকে।সত্যি ভীষন সুস্বাদু এই জল রুটি।