You are viewing a single comment's thread from:

RE: লাউয়ের বীজ+কোরালের ভর্তা||পুঁইফল আর মটরশুঁটির ভর্তা||সাথে ৫ রকমের ইউনিক ঝাল ভর্তা।

in আমার বাংলা ব্লগlast year

আপু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আপনি প্রতিযোগিতার জন্য বিভিন্ন ধরনের ভর্তা রেসিপি তৈরি করেছেন। এই প্রতিযোগিতা না দিলে হয়তো এত ধরনের ভর্তা রেসিপি দেখা হতো না। এই ভর্তা গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে তেমনি চিতই পিঠার সাথে খেতেও খুবই সুস্বাদু লাগে। আপনি পিঠা দিয়ে খাওয়ার জন্য সাত ধরনের ভর্তা রেসিপি তৈরি করেছেন জেনে খুব ভালো লাগলো। প্রতিটা ভর্তা খেতে নিশ্চয়ই খুবই মজা হয়েছে। আপনার পিঠা দিয়ে খাওয়ার কথা শুনে আমারও খুব খেতে ইচ্ছে করছে। প্রতিটা ভর্তার প্রক্রিয়াকরণ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Sort:  
 last year 

পিঠা দিয়ে ভর্তা খেয়ে আমি নিজেই ফিদা,হাহাহা।