এত ঠান্ডা পড়েছে তার উপর আবার যদি বাতাস বৃষ্টি হয় তাহলে শীতের মাত্রা বেড়ে যায়। তারপর বিদেশের দিকে তো অনেক তুষার পরে তার জন্য অনেক বেশি ঠান্ডা থাকে। আমাদের এদিকে একটু হলেও রোদের দেখা পাওয়া যায় কিন্তু আপনারা মনে হয় এক সপ্তাহে একদিন রোদের দেখা পান। যাই হোক আপনি অসুস্থ জেনে খুব খারাপ লেগেছে। আপনার জন্য ও আপনার পরিবারের সবার জন্য দোয়া রইল। একদম ঠিক বলেছেন আপু সুস্থতা আল্লাহর বড় নেয়ামত। যে অসুস্থ থাকে সেই বুঝে এটি কত বড় নেয়ামত। আসলে এই অসুস্থতার মধ্যেই আল্লাহতালা আমাদের ছোট ছোট গুনাহ মাফ করে দেন। তার জন্য আমাদের ধৈর্য ধরা উচিত।
অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।