😭বাবা তুমি কোন দূর অজানায় চলে গেলে😭
আসসালামু আলাইকুম
প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ আবারও অন্য রকম পোস্ট নিয়ে চলে আসলাম। আপনারা সবাই জানেন আমার আব্বুও বেঁচে নেই। গতকাল রাতে আব্বুকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম আর ভেবেছি আজ আব্বুকে নিয়ে একটি পোস্ট লিখবো কিন্তু সারাদিন কাজে খুবই ব্যস্ত ছিলাম বলে এখন আসতে হলো শেয়ার করতে। এরপর আবার দুপুর বেলা যখন অ্যানাউন্সমেন্টে দাদার বাবার মৃত্যু সংবাদ পেলাম তখন চিন্তা করলাম পোস্টটা লিখেই নেই। দাদাদের সান্ত্বনার দেওয়ার মতো ভাষা নেই,এই অপূরণীয় স্থান আর কখনও পূরণ হবে না। যার বাবা নেই সেই বুঝে এই সময় কতটা কষ্ট হয়।
এই কষ্ট কাউকে বুঝিয়ে শেষ করা যাবে না। তারপরও বলবো,দাদা ধৈর্য ধরুন আর আপনি যদি ভেঙ্গে পড়েন তাহলে আন্টিসহ পরিবারের বাকি সদস্যরাও ভেঙ্গে পড়বে। এই সময় নিজেকে শান্ত রাখা যায় না তবুও চেষ্টা করতে হবে। যখন বাবা-মা চোখের সামনে থাকে তখন কেউ সেই অভাব অনুভব করতে পারে না কিন্তু যখন তারা চলে যায় তখন বুঝা যায় বাবা-মা আমাদের জন্য কি ছিলেন। বাবা নামের বটবৃক্ষ যখন ছায়া দেওয়া বন্ধ করে দেয় তখন যেনো এই পৃথিবীটাই অন্ধকার হয়ে যায়। তারা যদি বৃদ্ধ হয়ে ঘরের এক কোণায় পড়ে থাকে তারপরও দেখবেন নিজের একটা শক্তি রয়েছে এমন অনুভব হচ্ছে। কিন্তু যখন বাবা চলে যায় তখন মনের ভিতর যে শূন্যতা অনুভব হয় তা এই পৃথিবীতে বেঁচে থাকতে কখনও পূরণ হয় না।
হয়তো আমরা ব্যস্ততার মাঝে পড়ে আস্তে আস্তে সব কিছু ভুলে যেতে থাকি কিন্তু এর মাঝেও যখন হঠাৎ সেই শূন্যতা অনুভব হয় তখন নিজেকে ঠিক রাখা খুবই কঠিন। দাদা আপনার মনের উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে তা আমরা বুঝতে পারছি। একদিন আমিও এমন একটি পরিস্থিতি পার করেছি আর আজ আপনার মাধ্যমে সেই দিনের কথা মনে পড়ে গেলো। হঠাৎ করে এই শোক সংবাদ পেয়ে মনের ভিতর যেনো এক অজানা কষ্ট এসে ভিড় করেছে। আমি বাবার অভাব সবচেয়ে বেশি অনুভব করেছিলাম কখন জানেন, যখন বাবার দাফন কাজ সম্পূর্ণ হলো আর সন্ধ্যা ঘনিয়ে রাত হলো বাড়ির সবাই ঘরে ফিরেছে কিন্তু আমার বাবা আসেনি,তখন যেনো বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছিলো😭।
তখন যেনো এক পৃথিবী পরিমাণ শূন্যতা মনের উপর এসে চাপা দিচ্ছিলো আর কষ্টটাকে আরও বাড়িয়ে তুললো। তখন চারদিকে যেনো শুধু বাবাকে খুঁজে বেড়াচ্ছিলাম আর চোখের পানি অনবরত পড়তে থাকলো। সেই দিনের কথা মনে হলে আজও মনটা যেনো চাতক পাখির মতো হাহাহাকার করে উঠে। আমি প্রায় সময় আব্বুকে স্বপ্নে দেখি, অবশ্য কিছু স্বপ্ন মনে থাকে আবার কিছু স্বপ্ন ভুলে যাই। গতকাল রাতেও তেমনি একটা স্বপ্ন দেখেছি আর একটা জিনিস আমি বুঝি না যখনই আমি স্বপ্নে আমার আব্বুকে দেখি তারপর দিনই আমার হালকা জ্বর আসে। আজকেও একই অবস্থা, যদিও আমার এই সমস্যা কারো কাছে বলা হয়নি কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করে নিলাম।
জন্ম যেহেতু হয়েছে মৃত্যু হবেই, এটাই চিরন্তন সত্য। কিন্তু আমরা কেন জানি সেই মৃত্যুটা মেনে নিতে পারি না। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, তিনদিন পর্যন্ত যেই কষ্ট হয়, তারপর কিন্তু সেই কষ্টটা আর হয়না। যদি সেই সময়ের মতো কষ্ট সারা জীবন হতো তাহলে হয়তো বেঁচে থাকা কঠিন হয়ে যেতো। মানুষের জীবনটা বড়ই অদ্ভুত, কখনও হাসিখুশিতে ভরে যায় আর কখনও কালো অন্ধকার এসে সেই হাসিখুশি সময়টা ভাসিয়ে নিয়ে যায়। দাদা এই শোক কখনও ভুলার মতো নয় আর কারো কাছে নেই কোনো সান্ত্বনার বাণী। আপনাদের সবার জন্য দোয়া রইল, যেনো উপরওয়ালা ধৈর্য্য ধারণ করার শক্তি দেন আর আংকেল যেনো ওপারে ভালো থাকেন।
আমার বাবাও অনেক দূর অজানায় হারিয়ে গিয়েছে আর কখনও ফিরে আসবে না। যাদের বাবা-মা বেঁচে নেই তাদের সকলের জন্য দোয়া রইল আর যাদের বাবা-মা বেঁচে আছে তাদের বলবো আপনারা সবসময় বাবা মায়ের সেবা যত্ন করার চেষ্টা করবেন আর তাদের মনে কখনও কষ্ট দেবেন না। একবার হারিয়ে গেলে আর কখনও কিন্তু ফিরে পাবেন না। যাই হোক আমার লেখা এখানেই শেষ করলাম। আশা করি আমার লেখা পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
মৃত্যু চিরন্তন সত্য,সবাইকে মৃত্যু বরন করতে হবে।আসলে বাবা নামের বটবৃক্ষের তুলনা হয় না।এই মানুষটা চলে গেলে এই শূন্য কখনও পূরন হয় না।আল্লাহ আপনার বাবাকে ভালো রাখুক।আর দাদাদেরকে ধৈর্য্য ধারন করার তৌফিক দান করুক সৃষ্টিকর্তা।
হ্যাঁ আপু দাদাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এই কামনা করি। ধন্যবাদ।
জীবন মানেই মরণ। আমার বাবা-মা, ভাই বোন যাই বলুন না কেন সবারই একদিন না একদিন চলে যেতে হবে। বাবারা চলে যায় আমরাও ঠিকই ভুলে যাই কিন্তু বাবার এই অপূর্ণতা কোনদিনও পূরণ হয় না। আমি নাকি আমার বাবাকে ছয় মাস বয়সে হারিয়েছি। আমি বুঝি বাবা কি জিনিস বাবা না থাকা কতটা কষ্টের কতটা যন্ত্রণার। বাবার আদর সোহাগ ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার অপূর্ণতা বলে শেষ করা যাবেনা। আপনি আজ আপনার বাবাকে স্বপ্নে দেখেছেন এবং সেই দিনেই আমাদের দাদার বাবা দুনিয়া থেকে চলে গেল, দুজনের ওই আত্মার মাগফেরাত কামনা করছি। ধন্যবাদ আপু সুন্দর পোস্টের জন্য।
আপনি ছোট থাকতেই আপনার বাবাকে হারিয়েছেন জেনে সত্যি খারাপ লাগলো। তাহলে তো আপনি বাবার ভালোবাসা কি জিনিস কিছুই জানেন না। ধন্যবাদ।
জন্মিলে মরিতে হবে, এটাই চিরন্তন সত্য। তবে বাবা থাকা টা ভাগ্যের ব্যাপার। যাদের বাবা নেই তারা হয়তো জানেন, বাবা না থাকা টা কতটা কষ্টের। আপনার এবং আমাদের প্রতিষ্ঠাতা দাদার পরিবারের জন্য দোয়া রইল। আপনাদের কে সৃষ্টিকর্তা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।
হ্যাঁ ভাইয়া দাদার পরিবারের সবার জন্য দোয়া রইল। ধন্যবাদ।
আমাদের জীবনের শূন্যতা গুলো তখনই আমরা অনুভব করি যখন প্রিয় মানুষটি হারিয়ে যায়। বাবা হারানোর যন্ত্রণা সত্যিই অনেক বেশি। আমরা সবাই হয়তো একদিন সেই যন্ত্রনা অনুভব করবো। দাদার এই কষ্টের সময় আপনি দাদাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটি পোস্ট লিখেছেন দেখে ভালো লাগলো আপু।
ঠিক বলেছেন আপু আমরা এই শূন্যতা তখনই অনুভব করি যখন তারা হারিয়ে যায়। দাদাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। ধন্যবাদ।
আজকে জুম্মার নামাজ আদায় করে মসজিদ থেকে বাসায় আসার পর,অ্যানাউন্সমেন্ট চ্যানেলে যখন দেখলাম আমাদের দাদার বাবা মারা গিয়েছে,তখন আমি যেনো বিশ্বাস করতে পারছিলাম না। বারবার লেখা গুলো পড়ার চেষ্টা করছিলাম। এমন হঠাৎ মৃত্যু আসলেই মেনে নেওয়া যায় না। যাইহোক যার বাবা নেই, একমাত্র সে-ই বুঝে বাবা কি জিনিস। আমাদের দাদার বাবা এবং আপনার বাবা যেনো ওপারে ভালো থাকেন, সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
হ্যাঁ ভাইয়া যেসব বাবারা মারা গিয়েছে সকল বাবাদের জন্য দোয়া রইল,যেন ওপারে তারা ভালো থাকে। ধন্যবাদ।
প্রত্যেকের জীবনেই বাবা এক ভালোবাসার অনন্য বিষয়।আমি আমার আব্বুকে কতো ভালবাসি সেটা আমি নিজেই হয়তো বর্ণনা করতে পারবনা।আসলে যে ভালোবাসা যত বেশি অপ্রকাশ্য সেই ভালোবাসা তত বেশি গভীর।পৃথিবীতে সবার বাবা মা ভালো থাকুক।কারণ দিনশেষে ব্যর্থতা আসলে বা সবাই চিট করলে তারা ঠিকই থেকে যায় পাশে।এক আস্থার জায়গা বাবা,হাজার সমস্যা থাকা সত্ত্বেও তার সন্তানদের জন্য তার ভালোবাসা ত্যাগ এর শেষ নেই।আল্লাহ আপনার বাবাকে ভালো রাখুন দোয়া করি তিনি যেখানেই থাকুন না কেন।আপনি আপনার বাবা কে অনেক মিস করেন যেটা আপনার লেখায় ফুটে উঠেছে।দাদা তার বাবার মৃত্যু শোক কাটিয়ে উঠুক এমনটাই দোয়া করি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু দাদা যেনো এই শোক কাটিয়ে উঠতে পারে এই দোয়া কামনা করি। ধন্যবাদ।
জন্ম যেহেতু আমাদের হয়েছে মৃত্যু অবশ্যই হবে। কেউই চিরদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে না। তবুও কাছের মানুষগুলোর মৃত্যুটা মেনে নেওয়া একেবারেই যায় না।দাদাকে সান্ত্বনা দেওয়ার মত ভাষা আসলেই কিন্তু নেই। তবে এটাই কামনা করি যেন উনার পুরো পরিবারকেই সৃষ্টিকর্তা ধৈর্য ধরার ক্ষমতা দেয়। আর আঙ্কেলের আত্মার শান্তি কামনা করছি। না ফেরার দেশে যেন তিনি ভালো থাকেন এটাই কামনা করি। আসলে হঠাৎ করে কারো এরকম মৃত্যু হলে এটা মেনে নেওয়া অসম্ভব।
ঠিক বলেছেন আপু হঠাৎ করে কারো এভাবে চলে যাওয়া যেনো মেনে নেওয়া যায় না। ধন্যবাদ।