ডাই//নিউজ পেপার দিয়ে কিউট পুতুল
আসসালামু আলাইকুম বন্ধুরা
আমার বাংলা ব্লগের সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।
আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে শেয়ার করবো নিউজ পেপার দিয়ে কিউট পুতুলের ডাই প্রজেক্ট। আমি সবসময়ই ভিন্ন কিছু শেয়ার করার চেষ্টা করি। ইউনিক জিনিস পোস্টের কোয়ালিটি বাড়ায়। সেজন্যই আজ পোস্টের কোয়ালিটির জন্য এমন একটি ডাই প্রজেক্ট নিয়ে এসেছি। আমি এর আগেও নিউজ পেপার দিয়ে অনেক কিছু শেয়ার করেছিলাম। সেগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছিল বলে আমি উৎসাহ পেয়ে আজ আবারও নিউজ পেপার দিয়ে বানানোর চেষ্টা করেছি। এই ধরনের ডাই তৈরি করতে যথেষ্ট সময় ও ধৈর্যের প্রয়োজন। আমার এই পুতুল বানাতে প্রায় ৪ ঘন্টা সময় লেগেছিল।
তবে যখন কোনো কাজ এত কষ্ট করে বানিয়ে শেয়ার করলে আপনাদের কাছে ভালো লাগে তখন পরিশ্রম সার্থক মনে হয়। আমার বাংলা ব্লগে প্রায় সবাই খুব সুন্দর সুন্দর ডাই তৈরি করেন। তাদের দেখে আমিও চেষ্টা করি নতুনত্ব নিয়ে আসতে। তবে কতটুকু সম্ভব হয় তা জানি না। আজকের এই পুতুল সম্পূর্ণ বানানোর পর আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার ছেলে তো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। এসব জিনিস আবার বাচ্চারা খুব পছন্দ করে। এই ধরনের জিনিস শোপিস হিসেবেও ব্যবহার করা যায়। যাই হোক তাহলে চলুন আমি কিভাবে নিউজ পেপার দিয়ে পুতুল বানিয়েছি তার ধাপ গুলো দেখে নেই।
প্রয়োজনীয় উপকরণ:
১. নিউজ পেপার
২. পোস্টার রং
৩. তুলি
৪. কাঁচি
৫. গাম
৬. সাদা পেপার
🍁১ম ধাপ🍁
প্রথমে নিউজ পেপার লম্বা করে কেটে নিয়েছি। এবার বেশ কিছু স্টিক বানিয়ে নিলাম।
🍁২য় ধাপ🍁
এবার চারটি স্টিক নিয়ে পুতুলের আকৃতি দিয়ে দিলাম।
🍁৩য় ধাপ🍁
এখন একটি স্টিক নিয়ে বুকের এখানে প্যাঁচিয়ে নেবো। এরপর নিচের অংশ মাস্কিং টেপ দিয়ে মুড়িয়ে নিলাম।
🍁 ৪র্থ ধাপ🍁
এবার মাথার উপর বুঝাতে আরও একটি স্টিক মুড়িয়ে নেবো। এরপর টেপ দিয়ে মুড়িয়ে নেবো।
🍁৫ম ধাপ🍁
এবার একটি সাদা পেপার গোল করে কেটে নিয়ে ভাঁজ করে নিলাম।
🍁৬ষ্ট ধাপ🍁
এরপর মাঝখানে একটু কেটে নিয়ে নিলাম। তারপর পুতুল ভিতরে দিয়ে সুন্দর ড্রেস বানিয়ে নিলাম।
🍁৭ম ধাপ🍁
এবার সাদা কাগজ দিয়ে ছোট ছোট করে বেশ কিছু কোণ বানিয়ে নিলাম। এরপর একটি একটি গাম দিয়ে পুতুলের ড্রেসে লাগিয়ে ডিজাইন করে নিয়েছি।
🍁৮ম ধাপ🍁
এবার নিউজ পেপার দিয়ে বানানো স্টিক ছোট ছোট করে ড্রেসের মধ্যে লাগিয়ে।
🍁৯ম ধাপ🍁
এবার দু'হাতে,মাথা ও গলা কালো কালার করে নিয়েছি।
🍁১০ ম ধাপ🍁
এখন সম্পূর্ণ ড্রেস কালার করে নিলাম।
🍁১১তম ধাপ🍁
এরপর দুটি নিউজ পেপার স্টিক গোল করে ভাঁজ করে নিলাম। এরপর হাত দিয়ে চেপে টুপির মতো বানিয়ে নিলাম।
🍁 শেষ ধাপ🍁
এবার টুপি সুন্দর করে কালার করে নিলাম। এরপর পুতুলের জন্য ছোট করে হাত ব্যাগ বানিয়ে নিলাম।
🍁 ফাইনাল আউটপুট 🍁
সবশেষে এবার টুপি ও হাতে ব্যাগ দিয়ে পুতুলের বেশ কিছু ফটোগ্রাফি করে নিলাম। এভাবেই শেষ হলো আমার আজকের নিউজ পেপার দিয়ে কিউট পুতুল তৈরি। আমার আজকের ডাই প্রজেক্ট আপনাদের কাছে কেমন লেগেছে তা সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
এক অন্যরকম সৌন্দর্য খুঁজে পেলাম আপনার ডায় পোস্টে। পুতুলটা তৈরি করা বেশ দারুণ হয়েছে। আরো বেশি সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে রং করার জন্য। খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনি।
আপনার প্রতিভা দেখে তো আমি আনন্দে অভিভূত। একটু অভাবনীয় বুদ্ধি আপনার মাথা থেকে কিভাবে আসলো? আমরা ছোটবেলায় অনেক পুতুল বানিয়েছে তবে সেটা মাটি এবং কাপড় দিয়ে কাগজ দিয়ে যে বানানো যেতে পারে এটার মাথায় আসেনি। আপনার প্রতিভাকে সাধুবাদ জানাই।
আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
https://x.com/TanjimaAkter16/status/1879481230196170926?t=75zo7RH0-KoJUmiuUZaBJw&s=19
নিউজ পেপার দিয়ে কিউট পুতুলটি দেখে ভীষণ ভালো লাগলো আপু।আপনি সময় নিয়ে ধৈর্য ধরে সুন্দর এই পুতুলটিকে তৈরি করলেন।সত্যি ই অসাধারণ হয়েছে। তবে মুখ আর হাত কালো রঙ না করে শরীরের কালার করে নিলে আরো বেশী ভালো লাগতো মনে হয় আপু।
ধন্যবাদ আপু সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।
আপনার এত সুন্দর একটা আইডিয়া দেখে আমি তো জাস্ট মুগ্ধ হলাম। অনেক সুন্দর করে আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে নিউজ পেপার দিয়ে একটা পুতুল তৈরি করেছেন। এই পুতুলটা দেখতে সত্যি খুবই কিউট লাগছে। পুতুলটা এত সুন্দর করে কালার করার বিষয়টা আমার কাছে বেশি ভালো লেগেছে।
আপু আপনার কাছে এত ভালো লেগেছে জেনে খুশি হলাম। গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
ঠিকই বলেছেন আপু এ ধরনের জিনিস গুলো তৈরি করতে অনেক সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। তবে সময় লাগলো চমৎকার একটি পুতুল তৈরি করেছেন আপনি। দেখে বেশ ভালই লেগেছে আমার কাছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে গুছিয়ে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।
আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে নিউজ পেপার দিয়ে কিউট পুতুল তৈরি করেছেন। আপনার নিউজ পেপার দিয়ে কিউট পুতুল তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে নিউজ পেপার দিয়ে কিউট পুতুল তৈরি করার প্রক্রিয়া বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।
সত্যিই আপনি অনেক অনেক প্রশংসা পাওয়ার যোগ্যতা রেখেছেন এই পোস্ট তৈরি করে। আমি তোর রীতিমতো দেখে অবাক হয়েছি আপনার এত সুন্দর দক্ষতা আর প্রতিবার বিকাশ ফুটিয়ে তুলেছেন দেখে। চমৎকার ডাই পোস্ট তৈরি করার মধ্য দিয়ে অনেক ভালোলাগার একটি চেতনা সৃষ্টি করলেন আমার মনে। নতুন কিছু শিখতে পারলাম।
আপনি সবসময় ভিন্ন ধরনের কিছু শেয়ার করার চেষ্টা করেন,জেনে খুব ভালো লাগলো আপু। যাইহোক ইউনিক একটি ডাই পোস্ট শেয়ার করেছেন আজকে। নিউজ পেপার দিয়ে দারুণভাবে পুতুল তৈরি করেছেন। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।