🌸ক্লে দিয়ে কুঞ্জলতা ফুল তৈরি🌸
শুভ সকাল বন্ধুরা,
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে জানাই আমার সালাম। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।
আজ আবারও ভিন্ন ধরনের একটি ডাই নিয়ে চলে এসেছি। আমি সবসময় চেষ্টা করি আমার পোস্টের মধ্যে ভিন্ন কিছু তোলে ধরার। ভিন্ন পোস্ট দেখতে যেমন ভালো লাগে তেমনি করতেও ভালো লাগে। তাইতো আজ ক্লে দিয়ে কুঞ্জলতা ফুল নিয়ে চলে এসেছি। বর্তমানে ক্লে এর ব্যবহার দ্বিগুণ বেড়ে গিয়েছে। ক্লে কে ইচ্ছে মতো শেপ দেওয়া যায় বলে বিভিন্ন ধরনের জিনিস বানানো যায়। সেসব জিনিস দেখতেও খুব ভালো লাগে। ক্লে দিয়ে অল্প সময়ে খুব সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। এই প্লাটফর্মে প্রায় অনেকে ক্লে দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস শেয়ার করেন। তাই তো আমি চেষ্টা করি।
ক্লে দিয়ে ফুল বানাতে সবচেয়ে বেশি ভালো লাগে। আমার কাছে কুঞ্জলতা ফুল বানিয়ে খুব ভালো লেগেছে। আমাদের গ্ৰামে এই ফুলকে গেট ফুল বলে। এই ফুল লতার মতো করে বেড়ে উঠে বলেই হয়তো কুঞ্জলতা ফুল বলে। আমাদের বাড়িতে এই ফুলের গাছ ছিল। একটি ডাল লাগালে মাধবীলতা গাছের মতো বেড়ে উঠে। এই ফুল দেখতে যেমন সুন্দর তেমনি পাতাগুলো আরো বেশি সুন্দর। আমার এই ডাই প্রজেক্ট শেষ করতে মোটামুটি ভালোই সময় লেগেছিল। বিশেষ করে ফুল ও পাতা বানাতে বেশি সময় লেগেছিল। এসব কাজ আস্তে ধীরে সময় নিয়ে করতে পারলে খুব সুন্দর হয়। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. বিভিন্ন কালারের ক্লে
২. গাম
ডাই তৈরির করার ধাপ নিচে দেওয়া হলো----
🌸১ম ধাপ🌸
![]() | ![]() |
---|
প্রথমে লাল কালার ক্লে নিয়ে ফুলের পাপড়ি মতো ডিজাইন করে নিলাম।
🌸২য় ধাপ🌸
![]() | ![]() |
---|
এরপর মাঝখান বরাবর কেটে ফুল বানিয়ে নিলাম। এভাবে বেশ কিছু ফুল বানিয়ে নিয়েছি।
🌸৩য় ধাপ🌸
![]() | ![]() |
---|
এবার চিকন পাতা বানিয়ে নিলাম।
🌸৪র্থ ধাপ🌸
![]() | ![]() |
---|
এরপর ফুলের কলি বানিয়ে নিলাম।
🌸৫ম ধাপ🌸
![]() | ![]() |
---|
এখন একটি বড় ডাল বানিয়ে এতে পাতা লাগিয়ে নিলাম।
🌸শেষ ধাপ🌸
![]() | ![]() |
---|
সবশেষে এবার ডালের মধ্যে ফুল ও কলি লাগিয়ে নিলাম। এভাবেই শেষ হলো আমার আজকের ক্লে দিয়ে বানানো কুঞ্জলতা ফুল তৈরি।
ক্লে দিয়ে কুঞ্জলতা ফুল তৈরি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। ♥️আল্লাহ হাফেজ♥️।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power



ঠিক বলেছেন আপু ক্লের ব্যাবহার বর্তমানে বেড়ে গেছে। আপনি চমৎকার সুন্দর করে কুঞ্জলতা ফুলের ডাল ও আকর্ষণীয় ফুল বানিয়েছেন। দেখে একদমই সত্যিকারের কুঞ্জলতা ফুল বানিয়েছেন।দেখে একদমই অরিজিনাল কুঞ্জলতা ফুলের মতোই লাগছে।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে কুঞ্জলতা ফুল বানানো পদ্ধতি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
আপু আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্য পড়ে আরও ভালো লাগলো। ধন্যবাদ।
ক্লে দিয়ে খুব সুন্দর কুঞ্জলতা ফুল তৈরি করেছেন আপু। এই ফুলগুলো আমি হয়তো দেখেছি কিন্তু এর নাম কুঞ্জলতা সেটা জানতাম না। গাছের ডালের সাথে পাতাগুলো দিয়েছেন দেখতে অনেক সুন্দর লাগছে। সবুজ পাতার মধ্যে সুন্দর সুন্দর লাল রঙের ফুল একেবারে মুগ্ধকর। ক্লে দিয়ে কুঞ্জলতা ফুল তৈরি করে নেওয়ার সম্পূর্ণ প্রসেস আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো আপু।
আপু এর নাম কুঞ্জলতাই তবে আমাদের গ্ৰামে একে গেট ফুল নামে ডাকে। এই ফুল দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ।
আপু, আপনি যে ক্লে দিয়ে কুঞ্জলতা ফুলগুলো তৈরি করেছেন, তা সত্যিই অসাধারণ। ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, এবং ডালের সাথে পাতাগুলো যুক্ত করা ছবিটিকে আরও জীবন্ত করেছে। লাল ফুলগুলো সবুজ পাতার মাঝে একেবারে মনোমুগ্ধকর দেখতে লাগছে।ক্লে দিয়ে কুঞ্জলতা ফুল তৈরি করার পুরো প্রক্রিয়া আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
হ্যাঁ আপু লাল ফুল সবুজ পাতার মধ্যে খুব সুন্দর ভাবে ফোটে উঠেছে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ক্লে দিয়ে কুঞ্জলতা ফুল তৈরি করেছেন।আমি এর এই ফুল দেখেছি,তবে এই ফুলের নাম শুনিনি। আজকে প্রথম শুনলাম যে এই ফুলের নাম কুঞ্জলতা। আপনি ক্লে দিয়ে চমৎকার একটি ফুল তৈরি করেছেন। আসলে ক্লে দিয়ে যে এতো কিছু তৈরি করা যায় এর আগে আমি জানতাম না। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি ফুল তৈরি করে শেয়ার করার জন্য।
আপনি এই ফুল দেখেছেন কিন্তু নাম জানা ছিল না আর আজ আমার পোস্টের মাধ্যমে জেনেছেন শুনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ক্লে দিয়ে খুব সুন্দর কুঞ্জলতা ফুল বানিয়েছেন আপু। লাল রঙের ফুলগুলো চমৎকার লাগছে দেখতে। সবুজ পাতাগুলো খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। অনেকটা সময় নিয়ে নিশ্চয়ই তৈরি করেছেন। দেখতে বেশ ভালো লাগছে। ক্লের তৈরি যে কোন জিনিস খুব সুন্দর লাগে দেখতে। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর একটা ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু এই ফুল বানাতে অনেকটা সময় লেগেছিল আর আপনাদের কাছে যখন ভালো লাগছে তখন নিজের কাছেও ভালো লাগলো। ধন্যবাদ।
ক্লে দিয়ে কুঞ্জলতা ফুল তৈরি অসাধারণ হয়েছে দেখতে পেয়ে মুগ্ধ হলাম। খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই ফুল তৈরি করেছেন। আমার অনেক ভালো লেগেছে।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন।
আপু, আপনি ক্লে দিয়ে যে কুঞ্জলতা ফুল তৈরি করেছেন, তা সত্যিই অসাধারণ হয়েছে। লাল ফুলগুলো সবুজ পাতার মাঝে দারুণ লাগছে, যেন প্রকৃতিরই এক অংশ। ফুলের পাপড়ি ও পাতার সূক্ষ্ম কাজগুলো একেবারে নিখুঁত হয়েছে। ক্লে দিয়ে যে এত সুন্দর শিল্পকর্ম তৈরি করা যায়, তা দেখে অবাক হলাম। নিঃসন্দেহে, এটি বানাতে অনেক ধৈর্য ও সময় লেগেছে। আপনার সৃজনশীলতা সত্যিই প্রশংসার যোগ্য। এতো সুন্দর একটি প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আপনার কাছ থেকে এমন প্রশংসা পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ।
ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্লে দিয়ে কুঞ্জলতা ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুল টি একদম বাস্তবের মতো লাগছে। তবে, বাস্তবের মতো না হলেও বাস্তবের মতো রুপ দিয়েছে।
ঠিক বলেছেন ক্লে দিয়ে যেকোনো জিনিস বানালে সুন্দর লাগে। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
ক্লে দিয়ে তৈরি যেকোনো ধরনের ডাই পোস্ট গুলো দেখতে চমৎকার লাগে।আপু আপনার তৈরি করা ক্লে দিয়ে কুঞ্জলতা ফুল দেখতে বেশ অসাধারণ লাগছে।খুব সুন্দর একটি ডাই পোস্ট আপু আপনি শেয়ার করেছেন।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা অনেক সুন্দর ছিল।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু ক্লে দিয়ে যেকোনো ধরনের ডাই দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।