তেলাকুচা পাতায় অনেক উপকার জানা ছিল। ছোটবেলায় মাথায় দিয়েছি। এতে মাথা অনেক ঠান্ডা হয়। আপনি খুব চমৎকারভাবে তেলাকুচা পাতার উপকারিতা বর্ণনা করেছেন। তাছাড়া এই পাতা দিয়ে যে বড়া বানানো যায় তাই তো জানা ছিল না। খুবই স্বাস্থ্যকর একটি বড়া তৈরি করেছেন। ভালো লাগলো দেখে।
শুনেছি মাথায় দিলে মাথা ঠান্ডা হয়।তেলাকুচা পাতায় ঔষধী গুণ আছে তাই স্বস্থ্যকর।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।