সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। অনেকদিন আগে পিংক সিটিতে ঘুরতে গিয়েছিলাম। সেখানে একদম নিরিবিলি পরিবেশ ছিল। সব বাড়ির সামনে দিয়ে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো ছিল। যার কারণে প্রতিটি বাড়ির সৌন্দর্য মনে হয় আরো বেড়ে গিয়েছিল। ঢাকা শহরে এরকম চমৎকার পরিবেশ অন্য কোথাও দেখা যায় না। প্রতিটি বাড়ির সামনে অনেক বড় জায়গা নিয়ে বাগান করা। বিভিন্ন ধরনের গাছ গাছালি সেখানে লাগানো। ফল গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুলের গাছ। একেবারে কিছুটা গ্রামীণ পরিবেশের মত অবস্থা। তাছাড়া খুব নিরিবিলি। ওখানে গিয়ে বাইরে দিয়ে যখন হাঁটছিলাম তখন বিভিন্ন ধরনের ফুল গাছ দেখে ফটোগ্রাফি করেছিলাম। আশা করি ফুলগুলো দেখে আপনাদের ভালো লাগবে।
প্রথমে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হল গোলাপ ফুল। একেবারে দেশি গোলাপ যাকে বলে। দেশী গোলাপ গাছগুলো অনেক বড় হয় এবং গাছ ভর্তি ফুল ফুটে থাকে। দেখতেই ভালো লাগে। ফুলগুলো অন্যান্য গোলাপের মতো এতো সুন্দর না হলেও সারা গাছ ভরে ফুল থাকে তার জন্য আরো বেশি ভালো লাগে। নিচের ফুলটির রঙ্গন ফুল। সাধারণত অনেক ফুল ফোটে এই গাছে। কিন্তু এই গাছটিতে খুব একটা ফুল ছিল না। তারপরও যে কয়টি ছিল খুবই ভালো লাগছিল দেখতে। আর নিচের ফুলটি মোরগ ফুল। এগুলো অনেক বড় হয়। মনে হলো যে নতুন লাগিয়েছে। অল্প কিছু ফুল ফুটেছিল।
শীতকাল মানেই গাঁদা ফুল। চারপাশের বিভিন্ন ধরনের গাঁদা ফুল দেখা যায়। গাঁদা ফুল ইদানিং বিভিন্ন ধরনের হয়। কাছাকাছি কালার হল। ভিন্নতা থাকে। এই গাঁদা ফুল গুলো খুব চমৎকার লাগছিল। বেশ বড় বড় সাইজের ছিল ফুলগুলো। নিচের সাদা ফুলটি মনে হল কোন একটি সবজি গাছের ফুল। কিন্তু কি সবজি গাছ তা আমার জানা নেই। কিন্তু ফুলটি খুব ভালো লাগছিল দেখতে।
এগুলো জবা ফুল। ছোটবেলায় সব সময় লাল কালারের জবা ফুলি দেখেছি। ইদানিং বিভিন্ন কালারের জবা ফুল দেখা যায়। বিশেষ করে সাদা কালারের জবা ফুলটি খুবই ভালো লাগে আমার কাছে। আর লাল কালারের জবা ফুল তো সবসময় সুন্দর।
শীতকালে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে শিউলি ফুলের জন্য। শিউলি ফুলের গাছের পাশ দিয়ে গেলে এত চমৎকার ঘ্রাণ পাওয়া যায় যে কি আর বলবো। শিউলি ফুলের ঘ্রানে অন্যরকম আকর্ষণ কাজ করে। তাছাড়া গাছের নিচ দিয়ে ফুল পড়ে বিছিয়ে থাকে। তার জন্য দেখতে আরো বেশি ভালো লাগে। ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় এই ফুল কত যে কুড়িয়ে নিতাম তার কোন ঠিক নেই। নিচের ফুলটির নাম অবশ্য আমার জানা নেই। কিন্তু খুব ভালো লাগছিল দেখতে।
এই ছিল আমার চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে। ধন্যবাদ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
Photographer | @tania |
---|---|
Phone | I phone 15 pro max |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
ফুল সৌন্দর্যের প্রতীক। এজন্য ফুলের ফটো ধারণ করতে এবং ফুলের পোস্ট গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ইতোমধ্যে কনটেস্ট অনুসারে বেশ অনেক পোস্ট দেখতে পেয়েছিলাম। ঠিক তেমনি আজকে আপনি সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট উপস্থাপন করেছেন। চুলগুলো অনেক অনেক সুন্দর ছিল।
ফুলের সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালো লাগে প্রতিযোগিতার পরে আবার আপনার ফটোগ্রাফি পর্বে ফুলের সৌন্দর্য গুলো দেখলাম। সাদা জবা ফুল লাল টকটকে জবা ফুল দুটোই বেশ ভালো লেগেছে। অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলোও সুন্দর ছিল সব মিলিয়ে চমৎকার ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল আপু। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে গোলাপ ফুল,জবা এবং শিউলি ফুলের ফটোগ্রাফিটি।ফটোগ্ৰাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন দেখছি।
আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপনার চমৎকার এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। আসলে প্রতিনিয়ত এমন চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।
অনেক সুন্দর সুন্দর ফুলের চমৎকার ফটোগ্রাফি করে আপনি আমাদের মাঝে সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট শেয়ার করেছেন। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফিটি দেখতে সবথেকে আকর্ষণীয় লাগছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ দারুণ ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। গাঁদা ফুল গোলাপ ফুল এবং শিউলি ফুলের ফটোগ্রাফি গুলি একদম দুর্দান্ত হয়েছে। মোবাইলের স্ক্রিনে দেওয়ার মতো ফটোগ্রাফি করেছেন। সেই সাথে বর্ণনা গুলি ও দারুন দিয়েছেন আপনি। সব মিলিয়ে আপনার ফুলের ফটোগ্রাফি পোস্টটি আমাকে মুগ্ধ করে দিয়েছে ,ধন্যবাদ।
এ ধরনের জায়গাগুলোতে গেলে আসলেই ভালো লাগে। আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।