স্বরচিত কবিতা: "প্রকৃতির সুর"
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট নিয়ে হাজির হয়েছি। কবিতা লিখতে কম বেশি সবারই অনেক ভালো লাগে। ঠিক তেমনি আমার কাছেও অনেক ভালো লাগে। কবিতা লিখা এবং পড়ার মধ্যে মজাই আলাদা। কবিতা লিখতে এবং পড়তে আমি দুইটা অনেক পছন্দ করি। আশা করছি আমার লেখা কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
একটি সূর্যোদয়ের রঙ,
আলো ছড়িয়ে দেয় সবখানে,
পাহাড় নদী বন সবই জানে,
প্রকৃতির মাঝে বাস তারই সানে।
বাতাসের গানে মিষ্টি সুর,
ফুলের হাসি, পাখির ডানা
যতদূর চোখ যায়, যতদূর মন
ভালোবাসা ছড়ায় আকাশে, পৃথিবী মানা।
হৃদয়ের গভীরে শান্তির দান,
যেখানে সবাই একসাথে চায়,
বন্ধন না জানা অজানা পথ,
শুধু প্রেমে বেঁধে থাকুক আশার হাত।
মূলভাব:
এই কবিতায় প্রকৃতি ও জীবনের সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। সূর্যোদয়ের রঙ, বাতাসের গান, ফুলের হাসি এবং পাখির ডানার মতো প্রকৃতির বিভিন্ন উপাদান একসাথে জীবনের শান্তি, ভালোবাসা ও আশার প্রতীক হিসেবে উঠে আসে। কবিতার মূল বার্তা হলো, প্রকৃতির মধ্যে এক অভ্যন্তরীণ সুর রয়েছে যা আমাদের হৃদয়ের শান্তি ও সুখের উৎস। এটি সবাইকে একসাথে ভালোবাসা এবং বন্ধনে আবদ্ধ হতে উত্সাহিত করে।
পোস্টের ধরন | স্বরচিত কবিতা পোস্ট |
---|---|
লেখা | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |

প্রকৃতিকে দারুণভাবে প্রকাশ করে একটি কবিতা লিখে আমাদের সঙ্গে শেয়ার করেছেন দেখে ভালো লাগছে আপু। কবিতার মধ্যে প্রকৃতির কথা পড়তে ভালো লাগে। কারণ কবিতা মানেই রূপক এবং উপমার মাধ্যমে প্রকৃতিকে প্রকাশ করার এক কাব্যিক প্রচেষ্টা। আপনার এই কবিতাটিও পড়ে আমার ভীষণ ভালো লাগলো।
কবিতাটিতে প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন সূর্যোদয়, পাহাড়, নদী, বন, বাতাস, ফুল, পাখি ইত্যাদির মাধ্যমে চিত্রকল্প তৈরি করা হয়েছে।সামগ্রিকভাবে, কবিতাটি প্রকৃতির সৌন্দর্য ও মানবিক আবেগের মেলবন্ধনকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং আমাদেরকে প্রকৃতির মাঝে শান্তি ও আশার সন্ধান করতে উদ্বুদ্ধ করে।
আপনার লেখা প্রকৃতির সুর কবিতাটা অনেক সুন্দর হয়েছে। আর আমার কাছেও পুরো কবিতাটি পড়তে খুব ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো আমি লিখতে এবং পড়তে খুবই ভালোবাসি। আপনার কবিতার প্রতিটা লাইন ছিল অনেক বেশী সুন্দর।
সুন্দর সুন্দর কবিতা গুলো লিখলে এবং কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে।
এই ধরনের কবিতাগুলো পড়তে আমার কাছে বেশ ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়ে লেখা কবিতা গুলো পড়লে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। খুব সুন্দর ভাবে পুরো কবিতাটা লিখেছেন আপনি। প্রত্যেকটা লাইন খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
দারুন একটি কবিতা লিখেছেন আপু প্রকৃতির সুর নিয়ে। এত সুন্দর কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে। বিশেষ করে কবিতার সাথে আপনার শেয়ার করা কভার ফটো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন অনেক অনেক সুন্দরভাবে লিখেছেন।
সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন আজকে আপনি।প্রকৃতির সুর কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে প্রকৃতির মধ্যে সব সৌন্দর্য লুকিয়ে থাকে। অনেক অনেক ধন্যবাদ কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন খুব সুন্দর করে লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
প্রকৃতি সুর অসাধারন একটি কবিতা লিখেছেন। কবিতাটি আমার কাছে দারুন লেগেছে। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।