জেনারেল রাইটিংঃ প্রিয় তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে আমার পাঠানো শুভেচ্ছা বার্তা। 🎂❤️

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ১৬ জানুয়ারি রোজ বৃহস্পতিবার ২০২৫ ইং:।

বাংলায় ০২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ।

হ্যালো আমার বাংলা ব্লগবাসী........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি পরিবার পরিজন নিয়ে। প্রতি সপ্তাহের মতো আজ আমি আপনাদের মাঝে একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি।সপ্তাহে সাতটি ভিন্ন ভিন্ন পোস্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে আমার লেখা শুভেচ্ছা বার্তা আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।

Polish_20220116_103916633.jpg

আজকের দিনটি অত্যন্ত বিশেষ, কারণ আজকের দিনেই আপনি আমাদের জীবনে এসেছিলে ভালোবাসা আর হাসি নিয়ে। আপনার এই বিশেষ দিনটি উপলক্ষে জানাই অসীম শুভেচ্ছা, অগাধ ভালোবাসা এবং অসংখ্য শুভকামনা।আপনার হাসি যেন চিরকাল আমাদের জীবনে আলোর মতো জ্বলতে থাকে। আপনি সেই ব্যক্তিত্ব যার চারপাশে সবাই একত্রিত হয় শুধুমাত্র আপনার সহজাত মাধুর্য আর উষ্ণতার জন্য। আপনার প্রাণবন্ত উপস্থিতি আপনার স্নেহশীলতা এবং আপনার উদারতার জন্য আমরা সবাই কৃতজ্ঞ।আজকের এই শুভ মুহূর্তে আমরা চাই, আপনার জীবনে সুখের স্রোত বইতে থাকুক। আপনি যেন প্রতিদিন নতুন নতুন সাফল্যের শিখরে পৌঁছাও। আপনার প্রতিটি স্বপ্ন যেন পূরণ হয় এবং জীবন যেন আপনার জন্য একটি সুন্দর রঙিন ছবির মতো হয়ে ওঠে।

আপনার জীবনের প্রতিটি মুহূর্ত যেন আনন্দে ভরে ওঠে। আপনার চোখের মণিকোঠায় যেন সবসময় নতুন নতুন স্বপ্ন খেলা করে। আপনার পরিবারের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত হোক মধুর। আমাদের দোয়া আর ভালোবাসা সবসময় আপনার সঙ্গে রয়েছে।আপনার উদারতা আর সহানুভূতি সবার হৃদয়ে স্থান করে নিয়েছে। আপনি শুধু একজন বৌদি নও, আপনি আমাদের জীবনের অন্যতম একটি অংশ। আপনার জন্য আমরা গর্বিত।আপনার জীবনে যত কষ্ট আসুক, তা যেন ভোরের শিশিরের মতো মিলিয়ে যায়। আপনার প্রতিটি পদক্ষেপ হোক মসৃণ। জীবনের প্রতিটি বাঁকে যেন তুমি সাফল্য আর সুখ খুঁজে পাও।আজকের দিনটি হোক আপনার জন্য সম্পূর্ণ ভিন্ন, সমস্ত ভালোবাসা আর আনন্দ দিয়ে পূর্ণ। আমরা চাই আপনার প্রতিটি মুহূর্ত হোক মধুময়, প্রতিটি দিন হোক আশীর্বাদের। আপনার জীবনের এই নতুন অধ্যায়ে আমরা প্রার্থনা করি আপনি সুখ, শান্তি আর সফলতায় সমৃদ্ধ হও।

শুভ জন্মদিন তনুজা বৌদি।আপনার এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে আমরা সবাই মিলে উদযাপন করব, আনন্দ করব এবং আপনার জন্য দোয়া করব। আপনি আমাদের জীবনের এক অমূল্য রত্ন, আর আমরা চাই আপনার জীবন হোক আরও বেশি উজ্জ্বল ও আনন্দময়।ভালোবাসা আর অন্তরের গভীর থেকে শুভেচ্ছা জানায়।

পোস্টের বিষয়জেনারেল রাইটিং
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমা ওখানে সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

Banner.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1LsUc8S2zjHiaW6UcX2M5SAfbrPcxiCjQzCc6aZJSjUDgt85bSStrwGCUjZMWCDKxNata4NQ2cZTKGxsY.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQSDb9smBj3URUjFGE7vrEAPbEVJLDc7onLTwamxiexWmfePPZvvABGDzk4cbdhLYDDGCW75ZRQ.png

Sort:  
 2 months ago 

1737045231880.png

 2 months ago 

আমাদের জীবনে পথ চলার খাতিরে অনেক মানুষের সাথে পরিচিত হয় , যাদের মধ্যে আমাদের কাছে কিছু কিছু মানুষ সর্বাধিক প্রিয় হয়। ঠিক তেমনি প্রিয় মানুষগুলোর মধ্যে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় তনুজা বৌদি অন্যতম। বৌদির জন্মদিন উপলক্ষে চমৎকার কিছু কথা লিখে উইশ করেছেন আপনার পোষ্টের মাধ্যমে। বৌদির ভবিষ্যৎ জীবন হোক আনন্দে ঘেরা সেটাই প্রার্থনা করি। এই দিন জীবনে বার বার ফিরে আসুক।

 2 months ago 

আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 months ago 

জন্মদিনে তনুজা বৌদির জন্য অনেক শুভকামনা রইল। এমন সুন্দর একটি দিনে বৌদির জন্য আগামী দিনের সাফল্য কামনা করছি। প্রত্যেকটি দিন ভীষণ সুন্দর এবং উজ্জ্বল হয়ে উঠুক। সমগ্র পরিবার নিয়ে তিনি সুখ শান্তিতে বসবাস করুন। এমন দিন বারে বারে ফিরে ফিরে আসুক। 🎂🎂

 2 months ago 

বৌদির জন্মদিন উপলক্ষে সুন্দর ও সাবলীল ভাষায় মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 months ago 

আমাদের সকলের প্রিয় বৌদির জন্মদিন উপলক্ষে আপনি খুব সুন্দর ভাবে আপনার পক্ষ থেকে শুভেচ্ছা পাঠিয়েছেন। আপনার শুভেচ্ছা বার্তা দেখে ভালো লাগলো। আমিও আমার অন্তরের অন্তর স্থল থেকে উনার জন্য অনেক অনেক শুভ কামনা করি।

 2 months ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

 2 months ago 

প্রথমেই বৌদিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।বৌদির জন্মদিন উপলক্ষে আপনার মধুর শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা সত্যিই অনন্য। লেখনীর মধ্যে তনুজা বৌদির প্রতি আপনার শ্রদ্ধা ও ভালোবাসা গভীরভাবে স্পষ্ট হয়েছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।