স্বরচিত কবিতা: প্রেমের চরণ।

in আমার বাংলা ব্লগ7 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ১৫ মার্চ ২০২৫ ইং: রোজ শনিবার।

বাংলায় ০১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুরা.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করবো। কবিতা লিখতে আমি অনেক পছন্দ করি ঠিক তেমনি কবিতা পড়তে অনেক পছন্দ করি। আমার বাংলা কমিউনিটিতে অধিকাংশ সদস্যরা অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করে থাকেন। তাদের লেখা কবিতা গুলো আমরা কাছে অনেক বেশি ভালো লাগে এবং আমি নিজে অনেক উৎসাহিত পাই কবিতা লেখার জন্য। আশাকরি আমার লেখা আজকের কবিতাটিও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।

poster-2690541_1280.webp

Source

প্রেমের চরণ
লেখাঃ তানহা তানজিল তরসা

প্রেমের পথ ধরে চলতে গিয়ে,
হৃদয় খুঁজে পায় দোহার সুর।
তোমার চোখে পড়েছিল যে হাসি,
সে হাসি এখন আমার ঘুমের সুর।

একদিন তুমি বলেছিলে,
তোমার মাঝে আমি হারিয়ে যাবো,
তবে আজও সেই কথাগুলো
এখনো রয়ে গেছে মনের বুকে।

ভালোবাসা শুধু শব্দ নয়,
এটা অনুভূতির গভীর সঙ্গীত,
যখন হাত ধরে একসাথে হাঁটলাম,
সময় থেমে দাঁড়িয়ে যায় এক মিথ।

কল্পনা নয়, বাস্তব যে প্রেরণা,
প্রেমে আমাদের হৃদয় বাঁধা থাকে।
আমাদের পথ যদি কখনো আলাদা হয়,
তবু ভালোবাসা কখনো হারাবে না, পাশে থাকো।


কবিতাটির মূলভাব হলো, প্রেম ও ভালোবাসা মানুষের জীবনের গভীর অনুভূতি এবং সম্পর্কের অটুট বন্ধন। এটি শুধুমাত্র শব্দের মাধ্যমে প্রকাশ পায় না বরং হৃদয়ের অভ্যন্তরীণ সঙ্গীত হিসেবে অনুভূত হয়। কবিতাটি তুলে ধরে যে, সত্যিকারের ভালোবাসা সময়, পরিস্থিতি বা দূরত্বের বিরুদ্ধে টিকে থাকে এবং হৃদয়ে অম্লান থাকে যা কখনো হারায় না।


পোস্টের ধরনস্বরচিত কবিতা পোস্ট
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

Bright_Animated_Ramadan_Kareem_Islamic_Greeting_Card_Video.jpg

Sort:  
 7 days ago 

1741996007408.png

 6 days ago 

মূলত ভালবাসা কেন্দ্রিক কবিতাগুলো পড়তে বেশি ভালো লাগে। কবিতার ভাষায় চমৎকার কয়েকটি লাইন আমাদের মাঝে তুলে ধরেছেন বেশ ভালো লেগেছে আপনার কবিতা লেখার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 6 days ago 

আপনার প্রশংসা মুখরিত মতামত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 6 days ago 

প্রিয় মানুষকে ঘিরে ভালোবাসা ময় চমৎকার একটি কবিতা লিখেছেন।এ ধরনের কবিতাগুলো পড়তে আমার কাছে বেশ ভালো লাগে। প্রেমের অনুভূতির কোন শেষ নেই। কবিতা লাইনগুলো চমৎকার হয়েছে। কবিতাটি পড়তে গিয়ে হারিয়ে গিয়েছিলাম কবিতার মাঝে। চমৎকার একটি কবিতা এত সুন্দর ভাবে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 6 days ago 

আমার লেখা কবিতা পড়ে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু।

 6 days ago 

আপনার লেখা প্রেমের চরণ কবিতাটা অনেক সুন্দর ছিল। আমার কাছে পুরো কবিতাটা পড়তে অসম্ভব ভালো লেগেছে। বিভিন্ন টপিক নিয়ে এরকম সুন্দর কবিতা গুলো লিখলে আমার কাছে পড়তে খুব ভালো লাগে। আশা করি এরকম সুন্দর কবিতা গুলো আপনি সবসময় আমাদের মাঝে শেয়ার করবেন।

 6 days ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 6 days ago 

"প্রেমের চরণ" কবিতাটি সত্যিই হৃদয়স্পর্শী এবং গভীর অনুভূতির প্রকাশ। আপনার লেখা প্রেমের সৌন্দর্য ও গভীরতা অসাধারণ ভাবে ফুটে উঠেছে। কবিতার মধ্যে প্রেমের অটুট বন্ধন, সম্পর্কের অবিচ্ছেদ্যতা এবং হৃদয়ের ভাষা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বিশেষভাবে "ভালোবাসা শুধু শব্দ নয়, এটা অনুভূতির গভীর সঙ্গীত"—এই লাইনটি সত্যিই মন ছুঁয়ে যায়। এটি প্রেমের চিরন্তন এবং অম্লান রূপের এক সুন্দর প্রতিচ্ছবি।

 6 days ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 5 hours ago 

আপনার কবিতাগুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে৷ আর আপনি সবসময় আমাদের মাঝে খুব সুন্দর কিছু কবিতা তৈরি করে আসছেন৷ আজকেও একেবারে অসাধারণ একটি কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ যেভাবে আপনি আজকের সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে তেমনি এখানে কবিতার সাথে আপনি এখানে লাইনের সামজ্ঞস্যতা খুব সুন্দরভাবে বজায় রেখেছেন৷ তাও খুব সুন্দর হয়েছে৷ এখানে আপনি একের পর এক লাইনের ছন্দে ছন্দে খুব সুন্দরভাবে মিল রেখেছেন৷