ভিডিওগ্রাফি পোস্টঃ মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলায় আয়োজিত বিজয় মেলার ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ6 days ago
আসসালামু আলাইকুম

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ১২ জানুয়ারি রোজ রবিবার ২০২৫ ইং:।

বাংলায় ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ ।

আরবি ১১ রজব ১৪৪৬ হি:।

IMG_20250112_211539.jpg

IMG_20250112_211508.jpg

হ্যালো বন্ধুরা.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আপনারা নিশ্চয়ই আপনাদের পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছেন। যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। যেহেতু আবহাওয়া চেঞ্জ হয়েছে আর অতিরিক্ত শীতের কারণে কমবেশি সবাই অনেক অসুস্থ হয়ে পড়ছে। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহের মতো আজ একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করব। ভিডিওগ্রাফি ধারণ করতে ও ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। আশা করি আমার ধারণ করা ভিডিওগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে দেখা যাক আমার ধারণ করা ভিডিওগ্রাফিটি।

মহান বিজয় দিবস উপলক্ষে চাটমোহর উপজেলায় আয়োজিত অনুষ্ঠানটি ছিল এক গৌরবোজ্জ্বল এবং হৃদয়স্পর্শী উদ্‌যাপন। এই ঐতিহাসিক দিনের প্রতিটি মুহূর্তকে স্থায়ী স্মৃতিতে রূপান্তরিত করার জন্য অত্যন্ত যত্নশীল ও পেশাদারিত্বপূর্ণ পরিচালনা করা হয়েছে।অনুষ্ঠান শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, এবং স্বাধীনতার স্মৃতিচারণে বক্তৃতার প্রতিটি দৃশ্য আলোকিত হয়েছে গভীর দেশাত্মবোধের আবহে। সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে ছিল দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি, এবং নাটক। প্রতিটি পরিবেশনার চমৎকার দৃশ্যায়ন, সাউন্ড ইফেক্ট এবং আলোকসজ্জা দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম।যদিও সবকিছু ভিডিওগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি তারপরও যতটুক পেরেছি ততটুকু শেয়ার করেছি। শিশুদের মনোমুগ্ধকর পরিবেশনা এবং দর্শকদের উচ্ছ্বাস ও আবেগঘন মুহূর্তগুলোও নিখুঁতভাবে ক্যামেরায় ধারণ করার অনেক ইচ্ছে ছিল কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি।তবে অনুষ্ঠানের ওখানে অনেক সুন্দর সুন্দর ইস্টল ছিলো।স্টলে বিভিন্ন রকম আয়োজন করা হয়। স্টোলগুলো খুব সুন্দর করে তারা সাজিয়েছিলো এজন্য দেখতে অনেক মনোমুগ্ধকর লাগছিল।চাটমোহরের এই বিজয় দিবসের আয়োজনে শুধু অনুষ্ঠান নয়, উপজেলাবাসীর আবেগ, ঐতিহ্য এবং স্বাধীনতার চেতনাও ভিডিওগ্রাফিতে জীবন্ত হয়ে উঠেছে। প্রতিটি শটে ফুটে উঠেছে বিজয়ের গৌরবময় ইতিহাসের প্রতিচ্ছবি। এ কাজটি শুধু স্মৃতির দলিল নয় এটি একটি প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বিজয় দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার এক অনন্য মাধ্যম হয়ে থাকবে।এই ভিডিওগ্রাফি চাটমোহরের বিজয় দিবস উদ্‌যাপনকে স্মরণীয় করে রাখার এক অনন্য প্রচেষ্টা, যা আগামী দিনেও মানুষের হৃদয়ে উজ্জ্বল হয়ে থাকবে।

ভিডিওগ্রাফির লিংক

পোস্টে বিবরণীভিডিওগ্রাফি
ডিভাইসরেডমি নোট ১১
ক্যামেরা৫০মেগাপিক্সেল
লোকেশনপাবনা


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগ্রাফিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo14VRtrFGNGuScBaPWHFR95FMmxtaAQvZLdKKbw85hHmvHKVuG8nshgvcyhSXjbnmrykQUbSLSKCvvZEFx.png

Sort:  
 6 days ago 

1736696084714.png

 6 days ago 

বিজয় দিবস উপলক্ষে যে বিজয় মেলার আয়োজন করা হয়েছে তা আপনি সুন্দর করে ব্যাখ্যা করলেন এই ব্লগের মাধ্যমে। বিজয় দিবস ভারত বাংলাদেশের কাছে উল্লেখযোগ্য একটি দিন। আর এই দিন উপলক্ষে এত সুন্দর একটি অনুষ্ঠান এবং মেলার আয়োজন করা হয়েছে দেখে খুব ভালো লাগছে।

 5 days ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 5 days ago 

বিজয় দিবস উপলক্ষে খুব সুন্দর মেলার আয়োজন। এত সুন্দর একটি মেলা আয়োজন দেখে বেশ ভালো লাগলো। মাঝেমধ্যে এমন মেলাতে অংশগ্রহণ করতে পারলে মন ভালো থাকে। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করে দেখানোর জন্য ধন্যবাদ।

 5 days ago 

জি আপু মেলায় ঘুরাঘুরি করতে সত্যি অনেক ভালো লাগে।

 5 days ago 

বিজয় দিবস উপলক্ষে তো দেখছি দারুণ মেলার আয়োজন করা হয়েছে। মোটামুটি বেশ ভালোই তো ভিড় হয়েছিল। আসলে মেলায় ঘুরাঘুরি করতে আমার খুব ভালো লাগে। যাইহোক ভিডিওগ্রাফিটা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

মেলায় অনেক ভীড় হয়েছিল তবে যখন বিরতির সময় ছিল আমি ঠিক সেই মুহূর্তের ভিডিওটা করেছিলাম সেজন্য আরো লোকজন কম দেখাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 days ago 

আপনি আজকে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলায় আয়োজিত বিজয় মেলার ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আপনার ভিডিওটি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি ভিডিওগ্ৰাফির পাশাপাশি চমৎকার করে অনেক সাজিয়ে গুছিয়ে বর্ণনাও দিয়েছেন।সব মিলিয়ে দারুন হয়েছে আপু।

 3 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।