ক্রিয়েটিভ রাইটিংঃ পানির অপর নাম জীবন।

in আমার বাংলা ব্লগ4 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ১৪ জানুয়ারি রোজ মঙ্গলবার ২০২৫ ইং:।

বাংলায় ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ।

হ্যালো আমার বাংলা ব্লগবাসী.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি সপ্তাহে সাতটি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ একটি ক্রিয়েটিভ রাইটিং পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব।তবে আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আমার আজকের মূল টপিক হল পানির অপর নাম জীবন। আশাকরি আমার লেখা ক্রিয়েটিভ রাইটিং পোস্ট আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

spray-7735554_1280.webp

Source

পানি মানবজীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি এমন একটি প্রাকৃতিক সম্পদ যা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য। পৃথিবীর ৭০% জুড়ে পানির অবস্থান হলেও, এর মধ্যে মাত্র ২.৫% তাজা পানি, যা সরাসরি পানযোগ্য। এই পানি ছাড়া মানবজীবন এবং প্রাণীকূলের অস্তিত্ব কল্পনাও করা যায় না। তাই এক বাক্যে বলা যায়, "পানির অপর নাম জীবন।"পানির গুরুত্ব অপরিসীম। পানি আমাদের শরীরের প্রতিটি কোষে কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। আমাদের দেহের প্রায় ৬০%-৭০% পানি দিয়ে গঠিত। পানি পান আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, পরিপাক ক্রিয়া, পুষ্টি পরিবহন এবং বর্জ্য নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু মানুষ নয় পৃথিবীর প্রতিটি জীবের জীবনধারণের জন্য পানির প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

কৃষি ক্ষেত্রেও পানির প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফসল উৎপাদনের জন্য সেচ, জমি প্রস্তুত এবং পশুপালনের ক্ষেত্রেও পানি অপরিহার্য। শিল্প ও প্রযুক্তি খাতেও পানির ব্যবহার অপরিসীম। বিদ্যুৎ উৎপাদন, কারখানা পরিচালনা এবং পরিবহন ব্যবস্থায় পানির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।তবুও দিন দিন বিশুদ্ধ পানির অভাব একটি বৈশ্বিক সমস্যা হয়ে উঠছে। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, নদী এবং জলাশয়ের দূষণ এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে পানির সংকট আরও তীব্র হচ্ছে। এ সংকটের কারণে কৃষি, স্বাস্থ্য এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। পানির অভাবে ফসল উৎপাদন কমে যাচ্ছে, যা খাদ্য সংকটের সৃষ্টি করছে।বিশুদ্ধ পানির অভাবে বিশ্বের অনেক অঞ্চলে মানুষ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। ডায়রিয়া, টাইফয়েড, কলেরা ইত্যাদি রোগ বিশুদ্ধ পানির অভাবে সবচেয়ে বেশি দেখা যায়। পানি সংকটের কারণে বৈশ্বিক উষ্ণায়নও ত্বরান্বিত হচ্ছে।

পানির অপর নাম জীবন এই কথাটি মাথায় রেখে আমাদের উচিত পানির অপচয় রোধ করা। প্রতিদিন আমাদের ব্যবহার করা পানির প্রতি যত্নশীল হওয়া দরকার। অপ্রয়োজনে কল খোলা না রাখা, বৃষ্টির পানি সংরক্ষণ, এবং পুনর্ব্যবহারযোগ্য পানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে পানির অপচয় কমানো সম্ভব।সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোর উচিত পানির টেকসই ব্যবহারের ওপর সচেতনতা তৈরি করা। স্কুল-কলেজে শিক্ষার্থীদের মধ্যে জলসংরক্ষণের গুরুত্ব বোঝানো, কৃষিক্ষেত্রে আধুনিক সেচ পদ্ধতির ব্যবহার, এবং শিল্পক্ষেত্রে পানি পুনর্ব্যবহার প্রযুক্তি প্রবর্তন করা অত্যন্ত জরুরি।পানির অপর নাম যে জীবন, তা আমরা প্রতিনিয়ত অনুভব করি। অথচ আমরা অনেক সময় এ অমূল্য সম্পদের অপচয় করি। পানির সঠিক ব্যবহার এবং এর সংরক্ষণ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আমাদের সচেতনতার মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশুদ্ধ পানির নিশ্চয়তা দেওয়া সম্ভব। তাই আসুন, আমরা সকলে মিলে পানির গুরুত্ব উপলব্ধি করি এবং একে রক্ষা করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করি।"পানি বাঁচাও, জীবন বাঁচাও "এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে কারণ পানি ছাড়া জীবন অসম্ভব।


মূলভাব:

পানি মানবজীবন এবং জীবজগতের অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শরীরের কার্যক্রম থেকে শুরু করে কৃষি, শিল্প, এবং পরিবেশ রক্ষায় অপরিহার্য ভূমিকা পালন করে। তবে জনসংখ্যা বৃদ্ধি, দূষণ, এবং জলবায়ু পরিবর্তনের কারণে বিশুদ্ধ পানির সংকট দিন দিন বেড়ে চলেছে। তাই পানির অপচয় রোধ, সচেতনতা বৃদ্ধি এবং এর সঠিক ব্যবহারের মাধ্যমে পানির সম্পদ সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। পানি ছাড়া জীবন অসম্ভব, তাই এটি রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি।


পোস্টের বিষয়ক্রিয়েটিভ রাইটিং
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার মধ্যে ভূল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

Banner.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1LsUc8S2zjHiaW6UcX2M5SAfbrPcxiCjQzCc6aZJSjUDgt85bSStrwGCUjZMWCDKxNata4NQ2cZTKGxsY.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPThZ2Nm31XYf1kVtdo4j1v1Ah8DgbX95pDmZrAykR916ZYwyf7VtbaYT5BaJKG4tj3C4iFFXdQ.png

Sort:  
 4 days ago 

1736821016382.png

 4 days ago 

সুন্দর একটি বিষয় নিয়ে আপনি আমাদের মাঝে পোস্ট উপস্থাপন করেছেন। পানির অপর নাম যেমন মরণ। তেমন আরেক নাম জীবন। এ পানি মানুষকে বাঁচাতে পারে আবার মারতেও পারে। এ দেশে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি ও কলকারখানা বায়ুদূষণের ফলে পানি দূষিত হয়ে পড়েছে।

 4 days ago 

জ্বি আপু আপনি ঠিকই বলেছেন পানি যেমন আমাদের বাঁচাতে পারে আবার আমাদের মারতেও পারে। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 4 days ago 

আমাদের বেঁচে থাকা থেকে শুরু করে আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় প্রায় সকল কাজেই পানির প্রয়োজন। যাহোক আজকে আপনার লেখাগুলো পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 days ago 

সুন্দর ও সাবলীল ভাষায় আপনার সুন্দর মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 4 days ago 

শুধু পানির অপচয় না পানির মধ্যে নোংরা ফেলা কেমিক্যাল যুক্ত জিনিস ফেলা থেকেও আমাদের বিরত থাকতে হবে। শহরগুলোতে দেখা যায় নদী লেক সহ বিভিন্ন স্থানগুলোতে মানুষ বিভিন্ন প্রকার নোংরা ফেলে পানি নষ্ট করে। তাই আমাদের পানি বিষয়ে অনেক সচেতন হতে হবে।

 4 days ago 

আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 4 days ago 

অবশ্যই পানির অপর নাম জীবন। কিন্তু আমরা কারণ অকারণে পানির অপচয় করে থাকি। তাছাড়া বিভিন্ন ভাবে পানি দূষিত করে থাকি। এটা মোটেই উচিত নয়। আসলে পানির সংকটে পড়লে বুঝা যায় পানি কি জিনিস। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 4 days ago 

জি ভাই একদম ঠিক কথা বলেছেন, একদিন পানির না থাকলে বোঝা যায় পানি কি জিনিস। পানি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

পানি অপচয় করলে কি হয় এবং কিভাবে আমরা পানি অপচয় করি বিস্তারিত আপনি সবই আমাদের মাঝে তুলে ধরেছেন। একদিন যদি আমরা পানি না খেয়ে থাকি তাহলে বুঝতে পারব পানি আমাদের জীবনে কতটা মূল্যবান। খুবই ভালো লাগলো আপু এত সুন্দর একটি টপিক আমাদের মাঝে আলোচনা করার জন্য।

 4 days ago 

তুমি একদম ঠিক কথা বলেছো,তোমার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 4 days ago 

পানির অপর নাম জীবন আপনি ঠিক বলেছেন। পানি ছাড়া প্রাণের অস্তিত্ব টিকে থাকে না। মানুষ, পশুপাখি এবং গাছপালার জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের পানির অপচয় করা যাবে না। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 4 days ago 

আমারে শেয়ার করা পোস্টটি ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 4 days ago 

পানির গুরুত্ব নিয়ে আপনার লেখা অত্যন্ত সচেতন ও শিক্ষামূলক। পানির অপচয় রোধ এবং সংরক্ষণের জন্য প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের উদ্যোগ প্রয়োজন। "পানি বাঁচাও, জীবন বাঁচাও" প্রতিজ্ঞা বাস্তবায়নে আমাদের সক্রিয় ভূমিকা রাখা উচিত। এ বিষয়ে আপনার চিন্তাভাবনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 days ago 

আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 days ago (edited)

পানির গুরুত্ব অপরিসীম। পানি ছাড়া মানব জীবন একেবারেই মূল্যহীন৷ যদি আমাদের জীবনে এবং পশু পাখি ও নানা জিনিসপত্রের যদি পানি না থাকে তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং
এই সমস্যা হয়তো আমরা কখনোই পূরণ করতে পারবো না৷ আজকে আপনি খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷

 2 days ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।