"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫২ || ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

Red_Simple_Happy_Valentines_Day_Greeting_Card_20240129_001845_0000.png

ব্যানার ক্রেডিট: @alsarzilsiam


বন্ধুরা চলে এলো ভালোবাসার মাস ফেব্রুয়ারি।ফেব্রুয়ারি মাস আসলেই প্রথম যে তারিখের কথা মনে পড়ে তা হচ্ছে ১৪ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে।হ্যাঁ বন্ধুরা নিশ্চয়ই এখন বুঝে গিয়েছেন আমাদের এবারের প্রতিযোগিতার টপিক। আমাদের এবারের প্রতিযোগিতার টপিক হচ্ছে “শেয়ার করো তোমার প্রিয় মানুষের জন্য তৈরি Valentine’s Day এর কার্ড”। আমরা সকলেই জানি আমার বাংলা ব্লগের সদস্যরা সব সময়ই আমাদের দেয়া সব ধরনের চ্যালেঞ্জই স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করেছেন, পাশাপাশি তাদের সেরাটাই আমাদেরকে উপহার দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন।এবারও আশা করছি তার কোন ব্যতিক্রম হবে না।


চলুন তাহলে প্রতিযোগিতার টপিক নিয়ে একটু ধারনা দিয়ে ফেলিঃ

আমি কিন্তু এই ভালোবাসার দিনটি পালনের পক্ষে মোটেও নই। কেন শুধু ওই একটি দিনেই ভালোবাসবো? আমার কথা হল ভালোবাসার মানুষের জন্য ভালোবাসা থাকবে সব সময়। যাই হোক ভালোবাসার দিনটি পালনের মাধ্যমেও যেন ভালোবাসার মানুষগুলোকে যেন আমরা একটি বন্ধনে আবার নতুন করে একটু বাঁধতে পারি এটিই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। আর এই ভালোবাসা যেন শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। ভালোবাসটি যেন থাকে সবার প্রতি, মা-বাবা,ভাই বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সকলের প্রতি। হ্যাঁ বন্ধুরা কার্ডটি আপনার যে কোন প্রিয় মানুষের জন্যই তৈরি করতে পারবেন।আর যেভাবে ইচ্ছে যে কোন জিনিস দিয়েই আপনি কার্ডটি তৈরি করতে পারবেন। মোটকথা আমাদের ভাল লাগলেই হল। আরেকটি কথা যার জন্য কার্ডটি তৈরি করবেন তাঁর কথা উল্লেখ করবেন, আর তার নামটি যেন অবশ্যই কার্ডের মধ্যে লেখা থাকে। একটি উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন আমাদের narocky ভাইয়া tasonya আপুর জন্য একটি কার্ড বানালেন। এক্ষেত্রে রকি ভাইকে কার্ডের ভিতরে লিখতে হবে To Tasonya. আর যদি কেউ তাঁর ভালোবাসার মানুষটির নাম উল্লেখ করতে না চান সে ক্ষেত্রে শুধু প্রথম লেটারটিও দিলেই হবে।আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে দ্রুত অংশগ্রহণ করে ফেলুন।


নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।

  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।

  • কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।

  • Plagiarism নিষিদ্ধ, তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।

  • পোষ্ট করার পর যদি মনে করেন ভুল হয়েছে তাহলে অংশগ্রহণকারীরা দুইবার এডিট করতে পারবেন। দুই বারের অধিক গ্রহণযোগ্য হবে না।

  • অংশগ্রহনের সময়সীমা ৮ ফেব্রুয়ারি , ২০২৪ সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।

  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-52, #valentines-craft এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।

  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।

  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পুরস্কারঃ


প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
বিশেষ পুরস্কার- ১৫ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignation
@rmeFounder
@blacksCo-Founder
@rupokModerator
@alsarzilsiamModerator
@kingporosModerator
@tangeraModerator
@ayrinbdModerator

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ৮ ফেব্রুয়ারি , ২০২৪ রোজ বৃস্পতিবার, আমার বাংলা ব্লগ কমিউনিটির Voice Hangout এর মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর এবিবি ফির্চাড

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন আপু শুধু একটি দিন কেন ভালোবাসার মানুষকে ভালবাসবো ভালোবাসার মানুষের জন্য ভালোবাসা থাকবে সবসময়। তবে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে যে প্রতিযোগিতা আয়োজন করেছে দেখে সত্যিই খুব ভালো লাগলো চেষ্টা করব অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার।

 2 years ago 

আবার নতুন একটি প্রতিযোগিতা, কথা হচ্ছে প্রিয়জন তো নেই তাহলে কার্ড তৈরি করে কাকে দিব?? নতুন নতুন অনেক আইডিয়া দেখতে পাবো আশা করছি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শুধু কি প্রেমিকাই প্রিয়জন হয়? ভাই-বোন, বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন তারা কি কেউ হতে পারে না প্রিয়জন?

Posted using SteemPro Mobile

 2 years ago 

দারুন আইডিয়া করে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন ৷ আসলে আমার বাংলা ব্লগ মানেই ভিন্ন কিছু ৷ আশা করি এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটি দারুন প্রতিযোগিতা হবে ৷ অনেক নতুন নতুন ডিজাইন কার্ড দেখতে পাবো ৷

 2 years ago 

যাক ভালোবাসা দিবসে তাহলে ভালোবাসে এবার কাডে বন্দী করা হবে। বেশ দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চেষ্টা করবো এবার মনের ভালোবাসাকে কাডের মাধম্যে প্রকাশ করতে। ধন্যবাদ আমাদের জন্য এমন সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

 2 years ago 

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব। আশা করছি সবাই নিজেদের দক্ষতায় দারুন দারুন পোস্ট নিয়ে হাজির হবে। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চেষ্টা করব উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমার প্রিয় মানুষটিকে একটি সুন্দর কার্ড উপহার দিতে। অত্যন্ত সময়োপযোগী চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমি কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আশা করছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দারুন দারুন পোস্ট দেখতে পারবো।

 2 years ago 

প্রত্যেকবারের তুলনাই এবারের প্রতিযোগিতাটা বেশ দারুণ। সত্যি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয় মানুষের জন্য কার্ড তৈরি করলে বেশ ভালই লাগে। চেষ্টা করব নিজের ব্যস্ত সময়ের মধ্যে থেকে কিছু সময় এই প্রতিযোগিতার জন্য অতিবাহিত করার। ধন্যবাদ আপু এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য সকলকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালোবাসা দিবস উপলক্ষে খুবই সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবার। সম্ভবত গত বছরের ভালোবাসা দিবস কে কেন্দ্র করে ও এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। রঙিন কাগজ দিয়ে তৈরি অনেকের উপহার দেখতে পাবো এই প্রতিযোগিতার মাধ্যমে।

 2 years ago 

ভালোবাসা দিবস উপলক্ষে বেশ দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আইডিয়াটা বেশ দারুন ছিল। আশা করছি সবাই দক্ষতার সাথে ইউনিক কিছু কার্ড আমাদের মাঝে শেয়ার করবেন। আমিও চেষ্টা করব এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে।
ধন্যবাদ আপু আমাদের জন্য সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।