আলু দিয়ে ইলিশ মাছের ডিমের মজার ভাজির রেসিপি
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
হাসব্যান্ডের মত আমারও শরীর খারাপ হয়ে পড়েছে, কিন্তু আমার একটু কম।হাসব্যান্ডের শরীর এখনও ঠিক হয়নি।প্যারাসিটামল খেলে কয়েক ঘন্টা ঠিক থাকে, এরপর আবার অশান্তি শুরু হয়ে যায়। ডক্টর বলেছিল ২/৩ দিনের মধ্যে ঠিক না হলে আবার appointment করতে হবে।দেখা যাক আর দুই দিন পর কি অবস্থা হয়।যাইহোক আজকে হাজির হয়েছি আলু দিয়ে ইলিশ মাছের ডিমের মজার ভাজির রেসিপি নিয়ে।ইলিশ মাছের ডিম আমার অনেক পছন্দের।আর এই ডিম যেভাবেই রান্না করা হোক না কেন খেতে বেশ মজার হয়।আলু দিয়ে আমার মাছের ডিমের এই ভাজি খেতে কিন্তু খুবই অসাধারণ ছিল। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ
উপকরণ | পরিমাণ |
---|---|
ডিম | ৪০০ গ্রাম |
আলু | মিডিয়াম সাইজের দুটি |
পিঁয়াজ কুচি | দেড় কাপ |
কাঁচা মরিচ | ৪/৫ টি |
হলুদ গুড়া | ১ টেবিল চামচ |
লবন | স্বাদমতো |
ধনেপাতা কুচি | হাফ কাপ |
তেল | ২ টেবিল চামচ |
কার্যপদ্ধতিঃ
![]() | ![]() |
---|
প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা কেটে নিয়েছি। এরপর আলু গুলো ছুলে কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি।
![]() | ![]() |
---|
এরপর একটি হাঁড়িতে পানি গরম করে তাতে মাছের ডিম, হলুদ ও লবণ দিয়ে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। এরপর ডিম গুলো এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি।
![]() | ![]() |
---|
এরপর একটি ফ্রাইপেনে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ ও লবণ দিয়ে দিয়েছি।
![]() | ![]() |
---|
এরপর হলুদ ও লবণ পেঁয়াজ ও মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে কেটে রাখা ডিম ও আলু গুলো দিয়ে দিয়েছি।এরপর আলু ও ডিম গুলো মসলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।
![]() | ![]() |
---|
এরপর মিডিয়াম আঁচে ৬-৭ মিনিটের জন্য রেখে দিয়েছি। এরপর অল্প আঁচে আরো দুই তিন মিনিট রেখে দিয়েছি।
![]() | ![]() |
---|
এরপর ধনেপাতা অ্যাড করে আমার রান্না শেষ করেছি। ব্যাস হয়ে গেল আলু দিয়ে ইলিশ মাছের ডিমের মজার ভাজির রেসিপি।
পরিবেশন এর জন্য রেডি
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
প্রথমেই আপনার ও ভাইয়ার দ্রুত শারিরীক সুস্থতা কামনা করি আপু। ইলিশের ডিম যেভাবেই খাওয়া হোক না কেন, ভীষণ ভালো লাগে। এভাবে আলুর সাথেও ভাজি করলে আলু ভাজির স্বাদ ই পরিবর্তন করে দেগ বহুগুণে 😋। দেখেই বোঝা যাচ্ছে ভাজি খেতে ভীষণ মজাদার হয়েছিলো! আমার মা আলু -করলা দিয়ে ইলিশ এর ডিম ভাজি করতো, সেই কথা মনে পড়ে গেলো আপনার পোষ্ট টি দেখে।
আলু দিয়ে ইলিশ মাছের ডিমের মজার ভাজির রেসিপি শেয়ার করেছেন।ইলিশ মাছ যদিও খাওয়া হয়েছে, তবে এভাবে কখনো ইলিশ মাছের ডিমের ভাজি খাওয়া হয়নি। আপনি অনেক সুন্দর করে রেসিপিটি তৈরি করেছেন, এবং সেটা আমাদের মাঝে পর্যায়ক্রমে উপস্থাপন করেছেন। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপনার এবং আপনার পরিবারের সুস্থতার কামনা করছি, যাতে সবাই ভালো এবং সুখী জীবন কাটাতে পারে। ইলিশ মাছের ডিম দিয়ে আলুর ভাজির রেসিপিটি অসাধারণ হয়েছে।সত্যিই, ডিম দিয়ে যেকোনো রান্না যেনো এক অন্যরকম স্বাদ এনে দেয়। আপনি রেসিপি তৈরি করার প্রক্রিয়া যেমন সুন্দরভাবে শেয়ার করেছেন, তেমনই আমার কাছে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু।
আপু প্রথমে আপনাদের দুজনের সুস্থতা কামনা করি। আশা করি ভাইয়াও শীঘ্রই পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে আর আপনিও। আজকে আলু দিয়ে ইলিশ মাছের ডিমের মজাদার একটা রেসিপি তৈরি করেছেন দেখে আমার তো অনেক লোভ লাগলো। এই রেসিপিটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট। এরকম মজাদার রেসিপি দেখলে লোভ সামলানো যায় না।
আপু আপনার আর আপনার পরিবারের সবার সুস্থতা কামনা করছি।আশা করছি খুব দ্রুতই আল্লাহ রাব্বুল আলামীন ভাইয়ার সুস্থতা দান করবেন।আপনি আজ ইলিশ মাছের ডিম দিয়ে আলু ভাজির রেসিপি শেয়ার করেছেন। ইলিশ মাছের ডিম আপনার মতো আমার ও ভীষণ প্রিয়।এই ডিম যেভাবেই রান্না করা হোক না কেন খেতে ভীষণ ভালো লাগে। আমি ইলিশ মাছের ডিম দিয়ে করলা ভাজি করি।খেতে খুবই সুস্বাদু হয়।আপনার শেয়ার করা রেসিপিটি খুবই লোভনীয় হয়েছে আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার এই রেসিপিটি শেয়ার করার জন্য।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ডিমের মজার ভাজির রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।
ভাইয়া এবং আপনিসহ আপনার পুরো পরিবারের সুস্থতা কামনা করছি। যেনো সবাই সুস্থতার স্বাভাবিক জীবন উপভোগ করতে পারেন। ইলিশ মাছের ডিম দিয়ে আলুর লোভনীয় একটি ভাজি রেসিপি তৈরি করেছেন। সঠিক বলেছেন আপু ডিম দিয়ে যে কোনো ভাবেই রেসিপি তৈরি করলে খেতে ভীষণ মজা লাগে। সুন্দর করে উপস্থাপন করেছেন রেসিপি তৈরির প্রসেস গুলি। খুবই ভালো লাগলো।
এত মজাদার একটা রেসিপি কেন যে শেয়ার করলেন আপু। আপনার তৈরি করা রেসিপিটা দেখে তো আমার অনেক পছন্দ হয়েছে। এই রেসিপিটা দেখেই বুঝতে পারছি খুবই সুস্বাদু ছিল। এরকম মজার মজার রেসিপি গুলো দেখলে লোভ সামলানো যায় না। আলু দিয়ে এভাবে ইলিশ মাছের ডিমের রেসিপি তৈরি করলে দারুন লাগে খেতে। ইচ্ছে তো করছে এখনই কিছুটা নিয়ে খেয়ে ফেলি।
প্রথমেই আপনার এবং আমাদের ভাইয়ার দ্রুত সুস্থতা কামনা করছি আপু। যাইহোক আপনার মতো আমারও ইলিশ মাছের ডিম ভীষণ পছন্দ। আপনি আলু দিয়ে দারুণভাবে ইলিশ মাছের ডিমের ভাজি রেসিপি তৈরি করেছেন আপু। রেসিপিটা দেখতে বেশ লোভনীয় লাগছে। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দোয়া করি খুব শীঘ্রই আপনি আর ভাইয়া যেন সুস্থ হয়ে যান। এই ঠান্ডায় সবারই এমন শরীর খারাপ হচ্ছে ।কিছুদিন আগে আমিও অনেক অসুস্থ ছিলাম ।এখন অনেকটাই ভালো আছি। আপনি আজকে ইলিশ মাছের ডিম দিয়ে অনেক সুন্দর ভাবে ভাজি করেছেন দেখেই মনে হচ্ছে অনেক মজাদার হয়েছে খেতে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।