বাংলাদেশের সিলেটের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ফান্ড রেইজিং,100% to abb-charity

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম,

সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মনটা একটু বিচলিত আছে, কারণ আপনারা সকলেই জানেন বাংলাদেশের সিলেট-সুনামগঞ্জ আজ বিপর্যস্ত স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায়। প্রত্যেকের ঘরে ঘরে পানি।আমরা সবাই ভালো অবস্থানে আছি , পেট ভরে খাবার খাচ্ছি , অথচ ২/৩ দিন ধরে বেশিরভাগ মানুষের রান্নার চুলা পানির নিচে, টিউবওয়েল পানির নিচে। রান্না করার কোন ব্যবস্থা নেই ,বিশুদ্ধ পানির অভাব।কেউ কেউ শুধু মুড়ি আর চিড়া খেয়ে দিন যাপন করছে, কারো কারো আবার মুড়ি, চিড়াও ভাগ্যে জোটেনি। সবচেয়ে বেশি ভুক্তভোগী তারা যারা দিন আনে দিন খায়, সাহায্য ছাড়া তাদের টিকে থাকা খুবই মুশকিল। খাবার আর বিশুদ্ধ পানি ছাড়া জীবন কেমন, তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। কারো কারো আবার তিন চারদিন ধরে কোন কারেন্ট নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, যোগাযোগের কোন মাধ্যম নেই । তাদের আসবাবপত্র, গবাদি পশু ও গুরুত্বপূর্ণ মালামাল পানিতে ভেসে যাচ্ছে। কারো ঘর-বাড়ী মূহুর্তেই পানিতে বিলীন হয়ে যাচ্ছে। চোখের সামনে তাদের সব ভেসে যাচ্ছে। খুবই করুণ অবস্থা। কারো বাড়ি-ঘর আবার ভে'সে গিয়েছে। কারো বাড়িতে গলা,বুক, কোমর পরিমাণ পানি। এমন কোনো ঘর নাই যে ঘর প্লাবিত হয় নি।রাতে তারা ঘুমাতে পারছেন না, ঘুমানোর কোন ব্যবস্থা নেই। কেউ কেউ স্কুল-কলেজে আশ্রয় নিয়েছে, কিন্তু সেখানে সাহায্য দেওয়ার মতো কেউ নেই।

চরম এই বিপদে, দুর্ভোগে পড়া মানুষদের সমব্যাথী আমরাও। এই সময়গুলোতেই প্রমাণ করতে হয় যে 'মানুষ মানুষের জন্য।' সবাই যে যতটা পারি, আমরা যেন দুর্গতদের পাশে থাকি ও সহায়তা করি। মহান আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন দ্রুত।

image.png
Image source : Aljazeera Web News Portal, Credit: Reuters : Under Creative Common License


আমি "আমার বাংলা ব্লগ"-এর সকল ব্লগারদের উদ্দেশ্যে বলছি আপনারা সাধ্যমতো হেল্প করুন। যাঁর যেমন সাধ্য । আপনাদের প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র সম্মিলিত সাহায্যের ফলে হয়তো কিছু দুর্গতদের সাময়িক কিছু উপকার হবে এবং তারা বেঁচে থাকার প্রেরণা পাবে ।বর্তমানে তারা খেয়ে না খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।অসহায় মানুষগুলো সাহায্যের জন্য আমাদের দিকে হাত বাড়িয়ে আছে। আশা করি এই মহৎ উদ্যোগে আমার বাংলা ব্লগের কোন সদস্যই বাদ পড়বে না, যে যা পারেন প্রত্যেকেই নিজের অবস্থান থেকে তা দিয়েই সাধ্যমতো অসহায় দরিদ্র মানুষগুলোর পাশে থাকুন।

"বাংলাদেশের সিলেট-সুনামগঞ্জের" এই ভয়াবহ বন্যা সম্পর্কে কিছু ওয়েব নিউজ পোর্টালের লিংক ও কপিরাইট ফ্রী ফটোগ্রাফ এখানে শেয়ার করা হলো -


বন্যা সংক্রান্ত নিউজ লিংক

=> সিলেটে ভয়াবহ বন্যা: সিলেট-সুনামগঞ্জে ৪০ লাখ মানুষ পানিবন্দী

=> ‘আশ্রয়কেন্দ্রে মানুষে-পশুতে একাকার, খাবার নেই, পানি নেই’

=> ত্রাণের আশায় রাস্তায় শত শত মানুষ

=> Sylhet Flood: বাংলাদেশের সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি

=> সিলেটের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ

=> বানে ভাসছে সিলেট: এত ভয়াবহতা আগে দেখেনি কেউ


ফটোগ্রাফ


ইমেজ সোর্স : বিবিসি বাংলা নিউজ


ইমেজ সোর্স : DW


ইমেজ সোর্স : DWC নিউজ


ইমেজ সোর্স : বিবিসি বাংলা নিউজ

image.png

ইমেজ সোর্স : বেনার নিউজ বাংলা


ভিডিও


কাঙ্খিত ডোনেশন : অন্তত ৫,৫০০ (পাঁচ হাজার পাঁচ শত) স্টিম (STEEM)


মানুষ মানুষের জন্য :)

এখানে অনেক নতুন ইউজার রয়েছেন, তাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে @abb-charity তে দান করবেন।

AB18B932-A7D6-4DEC-88A0-BF50E55DB0B6.png

প্রথমেই আপনার ওয়ালেট এ গিয়ে transfer এ ক্লিক করবেন।

6B42A12E-7E16-4CF4-A107-39C0A4F45D64.png

এরপর to তে গিয়ে abb-charity লিখবেন। এরপর amount এর জায়গায় আপনার যত ইচ্ছা ততো বসাবেন, আমি এখানে 100 steem donate করেছি , 100 বসিয়ছি। এরপর memo তে Sylhet Relief Fund Donation বসাবেন। এরপর next ক্লিক করবেন।

A84E91C5-F91C-4F90-96EB-87403166EF54.png

CC306DD3-493D-4C0A-AC63-4FD264660DB9.png

এরপর ok দিয়ে sign in করবেন।

বন্ধুরা এটি ছিল আমার আজকের আয়োজন।

ধন্যবাদ,

@tangera

Sort:  
 3 years ago 

এই বিপদের সময়ে এমন উপযোগী একটা উদ্যোগ গ্রহণে আপনাকে ধন্যবাদ প্রিয় বোন । আসুন আমার সবাই যথাযথ সামর্থ্য নিয়ে বানভাসি মানুষদের পাশে দাঁড়ায় । "মানুষ মানুষের জন্য"

 3 years ago 

এই বিপদকালীন মুহূর্তে সকলকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। মানুষ মানুষের জন্য।

Your post was upvoted by @hustleaccepted

We're inviting you to join our communities that all aim at encouraging you to be a better person!

hustle accepted.png

Our currently running communities are:

Hustle Accepted

Porn Addiction

Drugs Addiction

 3 years ago 

সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন আপু।একে অপরের বিপদে এগিয়ে আসায় তো মনুষ্যত্বের পরিচয়। এই উদ্যোগটি অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আপু অবশ্যই আমরা সবাই বন্যার্তদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ্।আপু আপনার আজকের পোস্টটি খুবই চমৎকার হয়েছে ।আপনার পোস্টটি পড়ে সবাই যে যার অবস্থান থেকে বন্যার্তদের সাহায্য করার জন্য এগিয়ে আসতে অনুপ্রেরণা পাবে । প্রত্যাশা করছি সবাই তাদের সাধ্যমত সাহায্য করবে। বন্যাকবলিত মানুষের দুর্ভোগ খুব শীঘ্রই কেটে যাক সেই কামনাই করছি।

 3 years ago 

সময় উপযোগী সিদ্ধান্ত। আশাকরি বাংলা ব্লগ বাসী নিজ নিজ জায়গা থেকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবে । আমরা বিশ্বাস করি , মানুষ মানুষের জন্য।

 3 years ago 

এই রকম পরিস্থিতিতে আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো। আমি অবশ্যই আমার সাধ্যমত চেষ্টা করব আপনাদের সাথে এমন মহৎ কাজে অংশগ্রহণ করার জন্য।

 3 years ago 

বন্যার ভয়াবহতা দেখে অনেক খারাপ লাগলো। সিলেটের বন্যা পরিস্থিতি অনেক ভয়াবহ রূপ ধারণ করেছে। আমরা সকলেই নিজের সাধ্যমত সহায়তা করার চেষ্টা করব। এই বিপদে তাদের পাশে দাঁড়ানো সকলের কর্তব্য। তারা যেন খুব শীঘ্রই এই বিপদ থেকে রক্ষা পেতে পারে আমরা সব সময় এই দোয়া করি। 🤲🤲🤲🤲

 3 years ago 

খুবই দারুণভাবে পুরো বিষয়টির ব্যাখ্যা করেছেন, বিশেষত শেষের অংশটা দেয়ার কারনে অনেক নতুন ইউজার সত্যি সহজেই ডোনেশন করতে পারবো। শুধু একটা কথাই বলবো-

মনুষ্যত্বের মানসিকতা আসুক ফিরে
পার্থক্যটা বিলীন হোক ভেদাভেদ ভুলে
ধনী-গরিব, ধর্ম-বর্ণ হারিয়ে যাক
মানুষ হিসেবে মানবতা ঊর্ধ্বে থাক।

 3 years ago 

আপু প্রথমেই আপনাকে এত সুন্দর একটি পোষ্ট উপস্থাপনের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বন্যার ভয়াবহতা রূপ কিভাবে সিলেটবাসীকে বিপদের সম্মুখীন করছে তা ভিডিওর মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন। বন্যা দুর্গতদের সাহায্যের জন্য আমরা আমাদের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করব সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য। সত্যিই আপু, মানুষ মানুষের জন্য। আর এই কথা কে সামনে রেখে আমাদের সকলেরই উচিত আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো। মহান রাব্বুল আলামিনের কাছে সিলেটবাসীর জন্য দুহাত তুলে প্রার্থনা করছি তারা যেন বন্যার ভয়াল থাবা থেকে রক্ষা পায়।