একটি মেহেদি ডিজাইনের আর্ট
সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আবার হাজির হয়েছি একটি মেহেদি ডিজাইনে আর্ট নিয়ে। খুবই সিম্পল ও সুন্দর একটি আর্ট।এ ধরনের সিম্পল আর্ট আমার কাছে বেশি ভালো লাগে, আর হাতে পড়লেও অনেক সুন্দর লাগে। যাইহোক বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি।আশা করছি আপনাদের ভালো লাগবে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ
প্রথমেই এভাবে ছোট্ট করে একটি বৃত্ত ভরাট করে তার চারিপাশে এভাবে প্যাঁচিয়ে এঁকে নিয়েছি।
এরপর এর চারিপাশে এভাবে ছোট ছোট পাপড়ি এঁকে, ওই পাপড়ি গুলোর চারিপাশে আবারও বড় বড় করে কতগুলো পাপড়ি এঁকে নিয়েছি।
এরপর বড় বড় পাপড়িগুলোর ভিতরে এভাবে ছোট ছোট বৃত্ত ভরাট করে একটি ফুল বানিয়ে নিয়েছি। এরপর উপরের দিকে ঠিক একইভাবে আরও তিনটি ফুল এঁকে নিয়েছি।
এরপর উপরের দিকে ফুলের উপর থেকে এভাবে কতগুলো পাতার মতো এঁকে নিয়েছি।
এরপর নিচের দিকে এভাবে আরো তিনটি ফুল এঁকে নিয়েছি।
এরপর নিচের দিকেও পাতার মতো এভাবে এঁকে নিয়েছি।
এরপর বড় ফুলটি দুই পাশে এভাবে আরও কিছু পাতার মত এঁকে আমার অংকন শেষ করেছি।
ব্যাস হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

আসসালামুআলাইকুম @tangera!
This মেহেদি ডিজাইন আর্ট is absolutely stunning! The step-by-step guide you've provided is so clear and easy to follow, making it accessible for anyone to try. I love how you've broken down the process, from the initial circles to the final intricate details. The I phone 15 Pro Max really captures the details beautifully!
Your simple yet elegant design is a breath of fresh air. Thanks for sharing your artistic talent with us! I'm sure many Steemians will be inspired to create their own মেহেদি designs. Keep up the amazing work! Can't wait to see what you create next.
What inspires your মেহেদি designs? Do you have any tips for beginners?
বরাবরের মতো আপনার তৈরি করা আজকের মেহেদী ডিজাইনটিও অত্যন্ত সুন্দর এবং চমৎকার হয়েছে আপু। প্রত্যেকটা ধাপ এবং বর্ণনাকে খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। আশা করি এই ডিজাইনটি হাতে পড়লে দেখতে চমৎকার লাগবে।
মেহেদী ডিজাইনটি সহজ হলেও হাতে দিলে দেখতে ভীষণ ভালো লাগবে।আপনার মেহেদী ডিজাইন গুলো খুবই সুন্দর হয়।আমিও মেহেদী ডিজাইন করি। আর ভিন্ন ভিন্ন মেহেদী ডিজাইন গুলো করলে অনেকের মেহেদী ডিজাইন গুলো পেতে সহজ হয়।ধন্যবাদ আপু সুন্দর এই মেহেদী ডিজাইনটি শেয়ার করার জন্য।