একটি মেহেদি ডিজাইনের আর্ট
সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে বাংলাদেশে এসে প্রথম মেহেদি ডিজাইনের আর্ট শেয়ার করতে যাচ্ছি।লন্ডনে থাকতে এই আর্টটি করেছিলাম।লন্ডন থেকে অনেকগুলো আর্ট করে নিয়ে এসেছিলাম কারণ বাংলাদেশে এসে সময় পাবনা।আজকের আর্টটি করেছিলাম বাবাকে স্মরণ করে। হার্টের মাঝখানে I love you baba লিখে দিয়েছি।এভাবে আপনারা আপনাদের প্রিয় মানুষটির নামটিও লিখে দিতে পারবেন। হাতে পড়লে খুবই সুন্দর লাগবে। বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি।আশা করছি আপনাদের ভালো লাগবে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ
প্রথমেই একটি বৃত্ত ভরাট করে নিয়েছি। এরপর ওই বৃত্তকে কেন্দ্র করে আরও একটি বৃত্ত এঁকে নিয়েছি।
এরপর বৃত্তটির চারিপাশে এভাবে ছোট ছোট পাপড়ি এঁকে নিয়েছি। এরপর পাপড়িগুলোর চারপাশে এভাবে কতগুলো পাতা এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি।
এরপর ফুলটির উপরের দিকে দুটি পাতা এঁকে নিয়েছি।
এরপর ফুলটির উপরের দিকে একটি হার্ট বানিয়ে একটু ডিজাইন করে নিয়েছি।
এরপর ফুলটির নিচের দিকে ও উপরের দিকে আরো কিছু ডিজাইন করে নিয়েছি।
এরপর ফুলটির উপরের দিকে এভাবে আরো কিছু ডিজাইন করে নিয়েছি।
এরপর হার্টের ভিতরে I love you baba লিখে দিয়েছি।
ব্যাস হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

আপনার হাতে আর্ট করা প্রতিটি মেহেদী ডিজাইন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি মেয়েটির ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। মেহেদি ডিজাইন এর প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে বেশ ভালো লাগলো।
Wow, @tangera, this মেহেদি ডিজাইন (Mehndi design) art is absolutely beautiful! 😍 The step-by-step process you've shared makes it seem so approachable, even for someone like me who isn't particularly artistic. I especially love the personal touch of "I love you baba" incorporated into the design; such a heartfelt tribute! It's amazing that you created this while in London and brought it back to share with us here.
The detail in your work is incredible, and the photos are very clear and helpful. I'm sure many people will be inspired to try this out themselves. Thank you for sharing your talent and a piece of your heart with us. I look forward to seeing more of your art! Keep creating, and keep inspiring! ✨
লন্ডন থেকে কয়েকটি আর্ট করে নিয়ে এসেছেন, এটা জেনে খুব ভালো লাগলো আপু। যাইহোক আপনার বাবাকে স্মরণ করে চমৎকার একটি আর্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন। খুব ভালো লাগলো আর্টটি দেখে। সবসময় এতো সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বাবাকে স্মরণ করে বাংলাদেশে আসার আগেই আপনি আর্টটি করে রেখেছেন যা আজ শেয়ার করেছেন। বরাবর ই আপনার মেহেদি ডিজাইন আর্টগুলো খুবই সুন্দর হয় আপু।আর প্রিয় বাবাকে মনে করে আর্টটি করলেন তাই আরো বেশী ভালো লাগলো। শেয়ার করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আসলে বেড়াতে এসে কাজ করা বেশ কঠিন। তাই বেশ ভালো করেছেন কিছু মেহেদীর ডিজাইন করে এনে। তবে বেশ সুন্দর লাগছে ডিজাইনটি।হাতে পরলে বেশ ভালো লাগবে। আর ধাপে ধাপে ডিজাইনটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
বাবার শব্দটি ছোট হলেও এই শব্দটির সাথে অনেক স্নেহ, মায়া কিংবা ভালোবাসা জড়িয়ে আছে। মেহেদি ডিজাইনের আর্ট অনেক সুন্দর হয়েছে আপু। আপনার আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর্টের থিমটি সত্যি অনেক ভালো লেগেছে।