"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪২ || ডাই কন্টেস্ট কাগজ দিয়ে ফুল তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

Art.png

ব্যানার ক্রেডিট: @alsarzilsiam


ব্যানার দেখেই বুঝে গিয়েছেন কি নিয়ে হাজির হয়েছি তাই না? হ্যাঁ বন্ধুরা খুবই চমৎকার একটি টপিক নিয়ে হাজির হয়েছি।“আমার বাংলা ব্লগ” কমিউনিটিতে আমরা সবসময় আপনাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর diy প্রজেক্ট দেখতে পাই।তাই এবার ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গেলাম।এবারের ডাই কন্টেস্ট (diy contest)- কাগজ দিয়ে ফুল তৈরি। ফুলকে ভালোবাসেনা কে বলুন? পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে ফুল ভালোবাসে না। ফুল ভালোবাসার প্রতীক, আনন্দের প্রতীক, শান্তির প্রতীক। হোক না তা কাগজের ফুল। আর এই কাগজের ফুলটিও আমাদের মনে এনে দিতে পারে অনাবিল আনন্দ।এই ফুল বানানো খুব বেশি কঠিন কাজ নয়, আমরা সকলেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারি। তাই আপনাদের শত স্ফূর্ত অংশগ্রহণ আমরা আশা করছি।


চলুন তাহলে প্রতিযোগিতার টপিক নিয়ে একটু ধারনা দিয়ে ফেলিঃ

আমাদের এবারের কন্টেস্ট- ডাই কন্টেস্ট; কাগজ দিয়ে ফুল তৈরি। হ্যাঁ বন্ধুরা আর এই কাগজ হতে পারে যে কোন ধরনের কাগজ। হতে পারে তা কালার-ফুল পেপার, আর্ট পেপার, টিস্যু পেপার অর্থাৎ যে কোন ধরনের কাগজ হলেই হল। আরেকটি কথা মনে রাখবেন এটি কোন ওয়ালমেট হবে না। আমরা শুধুমাত্র আপনাদের কাছ থেকে ফুল চাচ্ছি। আর ইচ্ছে করলে এই ফুলের সাথে আপনারা ডাল অথবা পাতা অথবা আনুষঙ্গিক অন্য আরও কিছু অ্যাড করতে পারবেন। এক কথায় ফুলটি যেন আমাদের কাছে আকর্ষণীয় হয়। তাহলে বন্ধুরা আর দেরি না করে দ্রুত অংশগ্রহণ করে ফেলুন।


নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।

  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।

  • কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।

  • Plagiarism নিষিদ্ধ, তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।

  • পোষ্ট করার পর যদি মনে করেন ভুল হয়েছে তাহলে অংশগ্রহণকারীরা দুইবার এডিট করতে পারবেন। দুই বারের অধিক গ্রহণযোগ্য হবে না।

  • অংশগ্রহনের সময়সীমা ২৪ ই আগস্ট, ২০২৩ সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।

  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-42, #diy-contest এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।

  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।

  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পুরস্কারঃ


পুরস্কারঃ
প্রথম স্থান অধিকারী - ১০০ স্টিম
দ্বিতীয় স্থান অধিকারী - ৬০স্টিম
তৃতীয় স্থান অধিকারী - ৪০ স্টিম
চতুর্থ স্থান অধিকারী - ৩০ স্টিম
পঞ্চম স্থান অধিকারী - ২৫ স্টিম
ষষ্ঠ স্থান অধিকারী- ২০ স্টিম
বিশেষ পুরস্কার- ২৫ স্টিম


এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignation
@rmeFounder
@blacksCo-Founder
@rupokModerator
@alsarzilsiamModerator
@kingporosModerator
@tangeraModerator
@ayrinbdModerator

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ২৪ শে আগস্ট ২০২৩ইং রোজ বৃস্পতিবার, আমার বাংলা ব্লগ কমিউনিটির Voice Hangout এর মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর এবিবি ফির্চাড

Sort:  
 2 years ago 

ওয়া-আলাইকুমুস সালাম আপু।
আমার তো কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে খুবই ভালো লাগে। "আমার বাংলা ব্লগ "এর প্রত্যেকটা কনটেস্টই সবসময় অনেক ইউনিক হয়। তেমনি "প্রতিযোগিতা - ৪২" এর "ডাই কন্টেস্ট" কাগজ দিয়ে ফুল তৈরি টা ও আমার কাছে খুবই ইউনিক লাগছে।তাই আমি তো ভেবেই নিয়েছি এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপু, সুন্দর কনটেস্টের আয়োজন করার জন্য।

 2 years ago 

অবশ্যই আপু, অপেক্ষায় রইলাম তোমার কনটেস্টে পার্টিসিপেট করার অপেক্ষায়।

 2 years ago 

অও,রঙিন কাগজ দিয়ে ফুল তৈরির প্রতিযোগিতাটি চমৎকার হয়েছে।আমাদের কমিউনিটিতে এইবার রঙিন ফুলে ফুলে ভরে যাবে।চেষ্টা করবো অংশ নেওয়ার জন্য, যদিও এক্সামের চাপ থাকবে।যাইহোক অনেক সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আবার নতুন একটি প্রতিযোগিতা। নতুন নতুন সব ইউনিক আইডিয়া নিয়ে সবাই ডাই পোস্ট শেয়ার করবে।৪২ তম প্রতিযোগিতা নিয়ে খুব এক্সাইটেড।

 2 years ago 

আবারো আমাদের কমিউনিটি দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। আশা করি সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই আয়োজনটি সফল হবে। আমিও চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

প্রতিবারের ধারাবাহিকতায় এবারও খুব চমৎকার একটি কনটেস্টের আয়োজন করা হয়েছে।যদিও গত প্রতিযোগিতায় ব্যস্ততার কারণে অংশগ্রহণ করতে পারিনি। তবে আশা করছি সর্বোচ্চটা দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।

 2 years ago 

অনেক সুন্দর একটি কনটেস্টের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ধরনের রঙিন পেপার দিয়ে বিভিন্ন ধরনের ফুল করা হবে। অনেক ভালো পারদর্শী এই কাজে আমাদের কমিউনিটির অনেকেই রয়েছে। তাদের কাছ থেকে অনেক ভালো কিছু দেখব আশা করছি।

 2 years ago 

শুধু দেখলেই হবে না পার্টিসিপেটও করতে হবে ভাইয়া।

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি সব সময় অনেক সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করে থাকে। আর প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা অনেক বেশি আগ্রহী হয়ে থাকি। এবারের প্রতিযোগিতার বিষয়টি অনেক ব্যতিক্রম এখানে অনেকেই অংশগ্রহণ করবে আশা রাখি।আর আমি নিজে তো অংশগ্রহণ করবই।

 2 years ago 

প্রতিবারের মতো এবারও দারুন একটি কনটেস্টের আয়োজন করা হয়েছে আপু। আমি যদিও এর আগে কখনো কাগজ দিয়ে ফুল তৈরি করিনি, কারণ আমার মনে হয় কাগজ দিয়ে ফুল তৈরি করতে আমি কখনো পারবো না । তবুও চেষ্টা করে দেখব যদি কাগজের ফুল তৈরি করতে পারি, অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।

 2 years ago 

আমার বাংলা ব্লগের ৪২ তম প্রতিযোগিতা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আর এই প্রতিযোগিতাটি অসাধারণ। কাগজ দিয়ে ফুল তৈরি প্রতিযোগিতায় দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আমি অবশ্যই অংশগ্রহণ করব।