আসসালামু আলাইকুম,
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি। আজকে আবার প্রায় দেড় মাস পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাগানের আপডেট নিয়ে।এখন আমাদের এখানে আবহাওয়া খুবই ভালো, খুব বেশি গরম না, আবার ঠান্ডাও নয় ।এ ধরনের আবহাওয়া খুবই ভালো লাগে।এখন ইংল্যান্ডে সামার সিজন চলছে, আর মাত্র এক সপ্তাহ রয়েছে সামার সিজনের। জানিনা এরপর আবার কি ওয়েদার আসবে, এই ওয়েদারে গাছপালার খুব ভালো grow হয়। আমার বাগানের গাছপালা এখন খুব সতেজ হয়ে উঠেছে, দেখলে মনটা ভরে যায়। যাই হোক আর দুই তিন মাস বাগান করতে পারব, এরপর আর বাগানে যাওয়াই হবে না কারণ প্রচন্ড ঠান্ডায় সব গাছপালা মরে যায় ফলের গাছ গুলো ছাড়া।গোলাপ ফুল ছাড়া, বাকি সবগুলো ফুল এবং সবজি গুলো নতুন করে প্রতিবছরই করতে হয়।যাই হোক চলুন দেখে নেয়া যাক আমার বাগানের বর্তমান অবস্থা।
প্রথমেই ফল দিয়ে শুরু করলাম।ফলগুলো দেখলে আসলেই চোখ জুড়িয়ে যায়। এবার পেয়ার গাছে বেশি পেয়ার হয়নি, মাত্র কয়েকটা ধরেছে। আর চারটা আপেল গাছের সবগুলোতেই আপেল ধরেছে। এত আপেল খাওয়ার মানুষ নেই, গাছ তলায় সব সময় পড়ে থাকে। গতকাল আমার প্রতিবেশীকে কিছু আপেল ও টমেটো দিলাম খুব খুশি পেয়ে। একটি গাছের আপেল খাওয়ার উপযুক্ত হয়েছে, আর বাকি গাছগুলোর আরো কিছু সময় লাগবে। আঙ্গুরগুলো এখনও পরিপক্ক হয়নি আরো মাস দেড়েক সময় লাগবে। একটি গাছে লাল আঙ্গুর আরেকটি গাছের সবুজ আঙ্গুর। এবার সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম তরমুজ গাছ নিয়ে, বাংলাদেশ থেকে বিচি এনেছিলাম। এখন চারা থেকে তরমুজ হয়ে গিয়েছে, দুটি তরমুজ ধরেছে গাছে। লেবু গাছে লেবু ধরেছে, এটি এই দেশের লেবু, কিন্তু বাংলাদেশ থেকে যে লেবুর চারা এনেছিলাম সেটির জন্য অপেক্ষা করছি। এখনও ফুল আসেনি, কিন্তু গাছটি অনেক সতেজ হয়ে বেড়ে উঠছে। |
এবার চলে যাচ্ছি সবজির সেকশনে। দেখুন টমেটো গাছ গুলোতে টমেটোগুলো কত সুন্দর পেকে রয়েছে। এবার সবচেয়ে আনন্দের বিষয় ছিল সবজির মধ্যে এবং করোলা, এই প্রথম আমার বাগানে করোলা ধরেছে। দেখতে খুবই চমৎকার লাগছে, প্রায় দুই তিনটা গাছে করলা এসেছে।এরপর আমার প্রিয় শষা রয়েছে। শিম গাছ বড় হচ্ছে এখনো ফুল আসেনি, লাউ গাছে লাউ ধরেছে, অনেকগুলো লাউ এসেছে এবার। বোম্বাই মরিচ, আর গ্রীন পেপার দেখুন কত সুন্দর লাগছে। পুঁইশাক ও এখন খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। এর আগে ছিল ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি এবং লেটুস। এগুলো সব এখন শেষ হয়ে গিয়েছে। |
এখন চলে যাচ্ছি ফুলের বাগানে। ফুলের সংখ্যা এখন অনেক কম, রয়েছে শুধু গোলাপ, জেরানিয়াম এবং হাইড্রেঞ্জিয়া। ফুলের মধ্যে শুধু গোলাপ এবং হাইড্রেঞ্জিয়া বেঁচে থাকে। আর বাকি সবগুলো ফুলের চারা নতুন করে আবার বাগানে লাগাতে হয়। |
Photographer | @tangera |
Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
@tangera
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
👉 আমাদের
discord চ্যানেল এ JOIN করুন :
আপু আপনার ফলের গাছগুলো দেখে তো লোভ সামলাতে পারছি না। আগে থেকে জানলে ভাইয়ার কাছে কিছু আপেল পাঠিয়ে দিতে বলতাম। এভাবে নষ্ট করার কি আছে। তাছাড়া বেশ সবজিও ধরেছে দেখছি। এখন তো মনে হচ্ছে আপনাদের ফল আর সবজি কিনে খেতে হবে না। গাছের গুলো খেয়ে শেষ করতে পারবেন না। নীল কালারের ফুলটির নাম কি? জেরানিয়াম এবং হাইড্রেঞ্জিয়া? খুব ভালো লাগছে দেখতে।
ভাইয়ার লাগেজে যে কোন জায়গা ছিল না, আপেল এর জায়গা হতো না।
Build the garden of information 🌱👩🌾👨🌾
আপু আপনি আবার ও বাগানের আপডেট নিয়ে হাজির হলেন। আপেল আর নীল রঙের ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে সব গুলো ফটোগ্রাফি করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
জেনে খুবই ভাল লাগল ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে।
আবারও আপনার বাগানের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। বাগানে অনেক ফল ধরেছে। সত্যিই আজকের ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। সত্যি আপু আপনি বাগানটি অনেক যত্নসহকারে সুন্দরভাবে পরিচর্যা করেন, ভালো লাগলো।
ঠিক বলেছেন ভাইয়া বাগানের কিন্তু যথেষ্ট যত্নের দরকার হয় এবং অনেক সময়েরও প্রয়োজন হয়। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আপু আপনি আপনার বাগানের অনেক কিছু আপডেট করে আবারও আমাদের মাঝে তুলে ধরেছেন। বিশেষ করে আপেল ফল গুলো দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। আঙ্গুর ফলগুলো দেখতে বেশ ভাল ছিল হয়তো কিছুদিন সময় লাগবে ফলগুলো খাওয়ার উপযুক্ত হতে। লাল লাল টমেটো গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু আপনার বাগানের আপডেট আমাদের জানানোর জন্য।
জ্বী ভাইয়া দুটি গাছের আপেল মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে এবং অন্য দুটি গাছে আরো এক মাসের মত সময় লাগবে, আর আঙ্গুর ফলেরও আরও অনেক সময় লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার বাগানের আপডেট পোস্ট পেয়ে খুবই ভালো লাগলো পূর্বের প্রায় সবগুলো পোস্টটি আমি দেখেছি।। বাগান করার আমারও একটি শখ ছিল যা চার বছর আগেই পূরণ করে ফেলেছি এখন মোটামুটি চলছে।। আপনার বাগানের ফটোগ্রাফি গুলা দেখে খুবই ভালো লাগলো বিশেষ করে ফল সব ধরনের ফল দিয়ে খুব সুন্দর ভাবে বাগান সাজিয়েছেন।।। তবে এটা জেনে খুব খারাপ লাগলো যে শীতের সময় আসলে এমন অবস্থা হয় যে গোলাপগঞ্জ বাদে সব ধরনের গাছই মারা যায়।।।
আমারও জেনে অনেক ভালো লাগলো আপনি আপনার শখ পূরণ করে ফেলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
এত সুন্দর সুন্দর ফলগুলো আপনার বাগানে ধরেছে? আমার তো ভীষণ অবাক লাগছে! আর ফুলগুলি কত সুন্দর। সবাইকে একটি বাগান ছোট নিজের জন্য সময় কাটাবার জন্য করা উচিত, এতে মন ভালো থাকবে।
আসলেই ভাইয়া বাগানে গেলে মনটা ভরে যায়, সময় কাটানোর জন্য দারুন একটা জায়গা। অনেক ধন্যবাদ আপনাকে।
Re-shared all this juicy content! 😎🍍👌
খুবই চমৎকারভাবে আপনার এই বাগানটা অনেক দূর থেকে বসে পর্যবেক্ষণ করলাম। আপনি আপনার বাগানটা খুবই চমৎকারভাবে সাজিয়েছেন ফুল ফল এবং সবজি আপনার বাগানের মধ্যে বিদ্যমান। আর দু তিন মাস পরে আমাদের এখানেও শীত চলে আসবে। যদিও বাংলাদেশের তুলনায় লন্ডনে একটু শীত বেশি পড়ে। সাবধানে থাকবেন আশা করি সুস্থ থাকুন সবসময় এই কামনা করি।
জ্বী ভাইয়া শীতের সময় বাগান অনেক মিস করি, বাগানে যাওয়াই হয় না এ সময়। ধন্যবাদ আপনাকে।
অনেকদিন পর আপনার বাগান দেখে খুব ভালো লাগল। তবে আপনাদের ওখানে শীতের প্রকট মনে হয় খুবই বেশি সেজন্য গাছপালা টিকে থাকে না। আপেলগুলো পার্সেল করে বাংলাদেশে পাঠিয়ে দেন আপু অকারণে গাছের নিচে পড়ে নষ্ট হবে হি হি। সবজী এবং ফুলগুলো চমৎকার ছিল। আপনার কষ্ট স্বার্থক।।
আসলে এই দেশে ঘরে ঘরে প্রায় সকলেরই আপেল গাছ রয়েছে, সবারই একই অবস্থা। খাওয়ার মানুষ নেই। অনেক ধন্যবাদ আপনাকে