টার্গেট ডিসেম্বর সিজন ৫-এ আমার অংশগ্রহণ 🐬(9th Dolphins )🐬
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।আজ মঙ্গলবার, আমার পাওয়ার আপের দিন।“আমার বাংলা ব্লগ’’ এ ডিসেম্বর সিজন- ৫ এর পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণের ১০ম সপ্তাহ পূর্ণ হল আজ।আমার টার্গেটটি হচ্ছে ডিসেম্বরের মধ্যেই পাওয়ারকে ৬০,০০০ স্টিম এ পরিণত করা।আজকে পাওয়ার আপের মাধ্যমে পাওয়ার ৪৮,০২০ স্টিম এ পরিণত হল, আরও দরকার ১১,৯৮০ স্টিম। আশা করছি নিয়মিত পাওয়ার আপ করলে আমার টার্গেটকে ছুয়ে ফেলতে পারব, আর না পারলেও কাছাকাছি যেতে পারব। যতদিন স্টিমিট এ কাজ করবো, ততদিন এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো, কারণ পাওয়ার আপকে অনেক ভালোবাসি।
এ সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করেছি।পাওয়ার আপ এর পূর্বে আমার মোট স্টিম পাওয়ার ছিল ৪৭,৯৭০।পাওয়ার আপ এর পরে হয়েছে ৪৮,০২০ স্টিম।পাওয়ার আপকে অনেক ভালবাসি, আমাদের সকলেরই উচিত পাওয়ার আপকে ভালবাসা।
নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:
পাওয়ার আপের পূর্বেঃ
পাওয়ার আপের সময়ঃ
পাওয়ার আপের পরেঃ
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

আপু আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে নিজ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন দেখে ভীষণ ভালো লাগে।টার্গেট পূরণ করতে পাওয়ার আপের বিকল্প আসলে কিছুই নেই।টার্গেট পূরণ খুব শীঘ্রই হয়ে যাবে আশাকরি।অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইলো আপনার জন্য।
আপনার করা পাওয়ার আপ দেখলে আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে নিজের লক্ষ্যের দিকে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছেন। আজকের পাওয়ার আপ মাধ্যমে আপনার ৪৮,০২০ স্টিম হয়েছে দেখে ভালো লাগলো। আশা করি খুব শীঘ্রই আপনার লক্ষ্য পূরণ হয়ে যাবে।
প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন এবং এতে করে আপনি ৪৮,০২০+ এসপি তে পৌঁছে গেলেন আপু। প্রতি সপ্তাহে আপনার পাওয়ার আপ পোস্ট দেখতে খুব ভালো লাগে। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, আপনার কাঙ্খিত লক্ষ্য ৬০,০০০ এসপি এই সিজনে অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু।
টার্গেট ডিসেম্বর সিজন ফাইভে আপনি ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন। আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করা। আপনার জন্য শুভকামনা রইলো আপু।
শুভ কামনা রইল আপু আপনার নবম ডলফিনের জন্য। আপনি ধারাবাহিক ভাবে পাওয়ার আপ করে আজ এমন একটি জায়গায় এসে পৌঁছেছেন। সত্যি বলতে নিজের একাউন্টের সফলতা আনতে পাওার আপের কোন বিকল্প নেই।
আপু আপনার এত পাওয়ার থাকা সত্ত্বেও পাওয়ার আপ করে যাওয়া মানেই অন্যদের জন্য অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকে সব সময় পাওয়ার আপ করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সকলের মাঝে অনুপ্রেরণা যোগানোর। জন্য ভালো থাকবেন আপু।
একাউন্টঃ @tangera
পাওয়ার বৃদ্ধিঃ = 0.104232%