"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮|| শেয়ার করো তোমার শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আমার বাংলা ব্লগ এর ৬৮ তম প্রতিযোগিতাটি নিয়ে।দেখতে দেখতেই আমরা প্রায় শীতের ঠিক মাঝামাঝি এসে পৌঁছে গিয়েছি। শীতে গাছে গাছে ফুলের বাহার দেখে আমাদের মনেও যেন শীতের ছোঁয়া লেগে যায়।ভোরের সোনাঝরা আলোতে ঘাসের উপর শিশির বিন্দুর স্বচ্ছ স্ফটিক দেখে মনে হয কোন স্বর্গীয় উদ্যান এর অংশ।আর এর মোহনীয় আবেশ আমাদেরকে করে বিমোহিত।শীত মানেই মায়ের হাতের বাহারি পিঠাপুলি আর নানান মুখোরোচক রসালো খাবারের মিলনমেলা।আর এই আয়োজনে হয়তো আমাদের শরীরের তৃপ্তি আসবে, ক্ষুধা মিটবে, কিন্তু আত্মার শান্তি কিংবা মনের খোরাক যাই বলি না কেন তা হলো বাগানজুড়ে রঙ বেরঙের মিষ্টি ফুলের মিলন মেলা।আর এই মিষ্টি ফুলের মিলন মেলায় হারিয়ে যেতে কার না মন চায় বলুন?
হ্যাঁ বন্ধুরা, এতক্ষণই বুঝে গিয়েছেন আমাদের প্রতিযোগিতার বিষয়বস্তু। আমাদের আজকের প্রতিযোগিতার বিষয় হচ্ছে শেয়ার করো তোমার সেরা শীতকালীন ফুলের ফটোগ্রাফি।ফুলের সিজন বলতে মূলত শীতকালকেই বোঝায়।কিন্তু আমাদের এখানে একেবারেই ভিন্ন।এ সময় কারও বাগানে আপনি একটি ফুল ও দেখতে পাবেন না।ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই তিনটি মাসে প্রচন্ড ঠান্ডা থাকে, বিশেষ করে জানুয়ারিতে।আর এই প্রচন্ড ঠান্ডায় গাছগুলো প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে পারেনা।আর যেগুলো বেঁচে থাকে সেগুলোও শীতের সিজনে মরার মত পড়ে থাকে।আর শীত চলে গেলে সেগুলো আবার মাথা চাড়া দিয়ে উঠে যায়।আমাদের এখানে একেবারেই বাংলাদেশের উল্টো।বাংলাদেশে যেমন এ সময় যেদিকে তাকাই শুধু চারিদিকে জানা ওজানা হরেক রকমের ফুল আর ফুল, আর এদেশে এসময় কোথাও একটি ফুল ও দেখা যায়না।ফুল ভালোবাসে না কে বলুন? যতই দেখি ততই মনের তৃপ্তি যেন মেটেনা।তাই সকলের মনের এই তৃপ্তি মেটানোর জন্য দিয়ে দিলাম আজকের এই প্রতিযোগিতাটি।আশা করছি সকলেই স্ফূর্তভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
চলুন তাহলে এক নজরে প্রতিযোগিতার নিয়ম গুলো দেখে নেওয়া যাক।
নির্দেশিকাঃ
- প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
- পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
- কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
- Plagiarism নিষিদ্ধ, তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
- পোষ্ট করার পর যদি মনে হয় কোথাও ভুল হয়েছে তাহলে অংশগ্রহণকারীরা দুবার এডিট করতে পারবেন। দুই বারের অধিক এডিটেড পোস্ট গ্রহণযোগ্য হবে না।
- অংশগ্রহনের সময়সীমা ২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩০ টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
- আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-68, #abbphotography-contest, #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
- ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
- আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটির সাবস্ক্রাইবার হতে হবে এবং পোস্টটি রি-স্টিম করতে হবে।
- আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি পোস্টের নীচে কমেন্ট করে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পুরস্কারঃ
- প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
- দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
- তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
- চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
- পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
- ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
- সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
- বিশেষ পুরস্কার- ১৫ স্টিম
প্রতিযোগিতার বিচারক মন্ডলীরা:
ID | Designation |
---|---|
@rme | ✠ Founder 🔯 |
@blacks | Co-Founder♛🇮🇳【IND】 |
@kingporos | Community Moderator 🇮🇳 |
@alsarzilsiam | Community Moderator 🇧🇩 |
@tangera | Community Moderator 🇧🇩 |
প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ:-
https://steemit.com/hive-129948/@bidyut01/8nkhr-or-or
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
ফুল হল ভালবাসা প্রকাশের অন্যতম মাধ্যম আর এই প্রতিযোগিতায় চমৎকার সব ফুলের ফটোগ্রাফি দেখতে পারব। এক কথায় দারুন একটি প্রতিযোগিতা সবাই এই প্রতিযোগিতাটা বেশ উপভোগ করবে।
শীতকাল মানেই ফুলের সমারোহ।আর এই প্রতিযোগিতাটি একদম সময় উপযোগী হয়েছে।অবশ্যই চেষ্টা করবো অংশ নেওয়ার জন্য, আর অপেক্ষায় রইলাম নতুন ধরনের ফুল দেখার জন্য।ধন্যবাদ আপু সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
বাহ দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আসলে সত্যি বলেছেন আপু ফুল সবাই ভালবাসে আর শীতকাল এলে অনেক রকম ফুল দেখতে পাওয়া যায়। চেষ্টা করব নিজের সর্বোচ্চটা দিয়ে ফটোগ্রাফি শেয়ার করতে ধন্যবাদ।
এবারের প্রতিযোগিতার বিষয়টি সত্যি দারুণ হয়েছে, আশা করছি চমৎকার কিছু ফটোগ্রাফি উপভোগ করতে পারবো।
শীত কালকে কেন্দ্র করে অনেক সুন্দর কনটেস্টের আয়োজন করা হয়েছে। বেশ ভালো লাগলো চমৎকার এই কনটেস্টের আয়োজন দেখে। এখন শীতের সময় বিভিন্ন রকমের ফুলের দেখা মেলে। তাই চেষ্টা করা যাবে সুন্দর সুন্দর ফুলের ফটো ধারণ করে শেয়ার করতে।
এমনিতেই এখানে নিয়মিত যারা ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেন তারা বেশিরভাগই ফুলের ফটোগ্রাফি করে থাকেন। তাই এবারের বিষয় অনুযায়ী আশা করছি প্রচুর ভালো ভালো ফুলের ছবি দেখতে পাবো। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি বিষয় নিয়ে প্রতিযোগিতায় আয়োজন করার জন্য।
দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার বিষয়টি অসাধারণ ছিল। ফুল সৌন্দর্যের প্রতীক আর শীতকাল মানেই ফুলের সমারোহ। চেষ্টা করব আমিও প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। অনেক ধন্যবাদ দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
এবারের প্রতিযোগিতাটা আমার কাছে অন্যরকম লেগেছে। যেহেতু শীতকালে নানান রকমের ফুল দেখতে পাওয়া যায়। সে হিসেবে এবারের প্রতিযোগিতার কারণে ফুলের যতসব চমৎকার ফটোগ্রাফি দেখতে পাবো।
শীতের মৌসুমে অনেক সুন্দর সুন্দর ফুল আমাদের প্রকৃতিতে দেখা যায়। তাই আশা করি এই প্রতিযোগিতাটি অনেক বেশি জমজমাট হয়ে উঠবে। শীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতাটি আয়োজন করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।