আমার বাংলা ব্লগ ।।আমার পরিচিতিমূলক পোস্ট।।by@tajmin540
হ্যালো আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুরা,কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @Tajmin540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমার পরিচিতি মূলক পোষ্ট শেয়ার করে নেবো।চলুন বন্ধুরা আমার আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমার পরিচয় :
আমার নাম মোছাঃ তাজমিন নাহার।আমার বাসা রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায়।আমার বয়স ২০ বছর।আমি একজন নার্সিং শিক্ষার্থী। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৬ জন।আমরা তিন বোন এক ভাই।আমি পরিবারে সবার ছোট ।আমার বাবা কৃষক এবং আমার মা একজন গৃহিণী। মিষ্টি জাতীয় খাবার আমি পছন্দ করি।আমি ২০০৫ সালের ৯ ই মার্চ জন্মগ্রহণ করেছি ।
আমার শিক্ষাজীবন:-
আমি বর্তমানে নীলফামারী জেলার সরকারি নার্সিং ও মিডওয়াইফারি কলেজ ,নীলফামারীতে অধ্যয়নরত আছি।আমি সেখানে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে পড়ি।আমি ২০২১ সালে এসএসসি এবং ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছি।
আমার শখ:-
আমার প্রিয় শখ আর্ট করা ।ফুল ,পাখি ,গ্রামীণ দৃশ্য আঁকতে ,পেপার দিয়ে ফুল তৈরি ও ওয়ালমেট বানানো ,ক্লে দিয়ে ফুল ,শোপিস বানানো ইত্যাদি করতে পছন্দ করি।আমার শখ গুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমার মাতৃভাষায় লিখালিখি করা।যেমন:কবিতা ,ছোট গল্প ,ভ্রমণ কাহিনী ইত্যাদি ।আমি আশা করি "আমার বাংলা ব্লগ " এর মাধ্যমে নিজের সৃজনশীলতাকে আরো সুন্দর করে প্রকাশ করতে পারব ।ভ্রমণ করাও আমার অন্যতম শখ ।সুযোগ পেলে প্রিয় মানুষটার সাথে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পাড়ি জমাবো ইনশাআল্লাহ।প্রিয় মানুষের সাথে ঘুরাঘুরি এক অন্যরকম অনুভূতি।
আমার ব্লগ এর বিষয় :-
পারিবারিক সমস্যা দূর করা এবং নিজস্ব অভিজ্ঞতা দিয়ে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করব।
যেভাবে স্টেমিট এ আসলাম:
মূলত স্টেমিট যাত্রায় আসতে সবথেকে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন যিনি ,তিনি হলেন আমার বন্ধু।"আমার বাংলা ব্লগ " এ আমার বন্ধু একজন ভেরিফাইড মেম্বার।আমার বন্ধুর ইউজার নাম @shahid540।তিনি গত এক বছর যাবত এই প্লাটফর্ম এ সাফল্যের সাথে কাজ করছেন ।তার থেকে উৎসাহ পেয়েই আমি" আমার বাংলা ব্লগ "এ কাজ করার সংকল্প করেছি।
শেষ কথা :-
আমি আশা করছি যে আপনারা সবাই আমার পরিচিতি মূলক পোস্টটি পড়বেন।আর নিজের অজান্তে আমি যদি কোন ভুল করে থাকি তবে আপনারা সবাই মার্জনার দৃষ্টিতে দেখবেন।শেষ এ আবারো আপনাদের ধন্যবাদ।
সমাপ্ত
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 9A |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
প্রথমেই আপনাকে আমাদের সকলের প্রিয় "আমার বাংলা ব্লগ" এ স্বাগত জানাচ্ছি। বাংলা ব্লগে একবার যখন এসে গেছেন ,লেগে থাকবেন এবং কমিউনিটির সমস্ত রুল অনুযায়ী কাজ করবেন আশা করছি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর আপনাকে আমাদের কমিউনিটির শ্রদ্ধেয় মডারেটর @kingpros দাদা এর পরের সব কাজ জানিয়ে দিবেন। আশা করছি কমিউনিটির শ্রদ্ধেয় এডমিন এবং মডারেটর প্যানেলের সাথে উত্তম আচরণ করবেন। সর্বোপরি আপনার জন্য শুভকামনা রইল।
আমি আমার পক্ষ থেকে সবকিছু বুঝায় দেওয়ার চেষ্টা করব তারপরেও আপনি নিচে পোস্ট দুটি দেখে নিবেন।
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
https://steemit.com/hive-129948/@abb-school/level-01-lecture-sheet
আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগত জানাই। আশা করি আপনি সমস্ত নিয়মকানুন মেনে আমাদের সঙ্গে কাজ করতে পারবেন এবং ভবিষ্যতে সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন। সকলে মিলে কাজ করার এক আলাদা এই আনন্দ আছে।। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
অভিনন্দন আপনাকে। আশা করছি আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিটি নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করবেন। আপনার সাথে পরিচিত হতে পেরে বেশ ভালো লাগলো। নীলফামারী জেলা আমাদের পাশের জেলা। আশা করছি আপনি একদম সততার সাথে কাজ করবেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।
আপনার পরিচয় পর্বটি পড়ে বেশ ভালো লাগলো আমার। আপনি #shahid540 ভাইয়ের কাছ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার উৎসাহ পেয়েছেন এটা সত্যি আমাদের সকলের জন্য অত্যন্ত একটি আনন্দের খবর। আশা করি আপনি আমাদের কমিউনিটির সকল নিয়ম কানুন গুলো মেনে কাজ করবেন।