RE: দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ০৮ (বিবিধ)
১. টেসলা কয়েল
২.পুরুষ বাঘ ও স্ত্রী সিংহের ক্রস এ সৃষ্ট প্রাণী হলো টাইগন।
পুরুষ সিংহ ও স্ত্রী বাঘের মিলনে সৃষ্ট প্রাণী হলো liger।
৩.উপকূল ও বালুতট এর এলাকায় হাঙ্গর শিকার করে।
৪. অক্টোপাস
৫. তিনটি দেশে সবচাইতে বেশি শিশু সৈনিক আছে Democratic Republic of Congo, Somalia, Syria and Yemen
৬. ফিনিক্স পাখি মৃত্যুর পর আবার নিজে থেকেই জীবিত হয়।
৭.অ্যানাইহিলিনঃচার ইঞ্চি দৈর্ঘ্য এর পিস্তল যা fire করলে মানুষ কিংবা পশু অদৃশ্য হয়ে যায়।
মিরাকিউরলঃ স্বর্ণপর্ণী নামক একটা উদ্ভিদের পাতা থেকে তৈরি ওষুধ।মরা মানুষ ছাড়া আর সব অসুখ নিরাময়ে এই ঔষধ অব্যর্থ।
৮.চিতার পা অনেকটা লম্বা এবং সরু।এই বিশেষ বৈশিষ্ট্য এর জন্য তারা দ্রুত দৌঁড়াতে সক্ষম।অপর দিকে চিতা বাঘের গড়ন হচ্ছে অনেকটা মেছো বাঘের মত।চিতার গায়ে কালো ছোপ থাক।কিন্তু চিতাবাঘের গায়ে ছোপ বলয়ের আকার সদৃশ্য।
৯. দ্বীপটির নাম Galapagos islands
১০.Johannes Gutenburg ছেপে ছিলেন প্রথম Gutenburg Bible বই।