এ সপ্তাহে “আমার বাংলা ব্লগ” এ নির্বাচিত সেরা ব্লগার (Best blogger of the week)।।১৮ই মার্চ ২০২৫

in আমার বাংলা ব্লগ3 days ago

নমষ্কার বন্ধুরা,



আশা করি পরম করুণাময়ের অশেষ কৃপায় সবাই ভালো আছেন।"আমার বাংলা ব্লগ" কমিউনিটি এই মুহূর্তে steemit প্ল্যাটফর্ম এ সবথেকে সক্রিয় কমিউনিটি।যখন এই পোস্টটি লিখছি তখন আমাদের প্রিয় কমিউনিটি ranking এক নম্বরে অবস্থান করছে।ইউজার অ্যাকটিভিটি,নতুন নতুন আইডিয়া ,নতুন ব্লগারদের ধারাবাহিক ভাবে গ্রুমিং করা আমাদের কমিউনিটির বিশেষ বৈশিষ্ট্য, যা steemit এ এই মুহূর্তে অন্য কোনো কমিউনিটির নেই।"আমার বাংলা ব্লগ" কমিউনিটির একটি দক্ষ পরিশ্রমী ও উদ্যোগী এডমিন ও মডারেটর টিম রয়েছে যারা কমিউনিটি তথা পুরো steemit এর বিকাশ,জনপ্রিয়তা ও উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।


banner.png


উপরের ব্যানার ডিজাইনটি @rme কর্তৃক করা হয়েছে । কোনো কপিরাইট নেই ।সবাই ইউজ করতে পারবেন ।


abb-school আমাদের কমিউনিটির সবচেয়ে গুরত্বপূর্ণ একটি project, যার মাধ্যমে নতুন ইউজাররা প্রকৃত জ্ঞান লাভ করে সঠিক ভাবে steemit এ কাজ করতে পারছে।তেমনি ইউজারদের আনন্দ দানের মাধ্যমে নিজের প্রতিভা বিকাশ করার সুযোগ করে দিয়েছে abb-fun প্রজেক্টটি।আমাদের কমিউনিটি ইউজার সর্বস্ব কমিউনিটি তাই ইউজারদের কথা আমাদের টিম প্রতিনিয়ত ভেবে চলেছে।প্রত্যেক সদস্য যাতে নিজের সেরাটা দিতে পারে তাই জন্য আমরা নিয়ে এসেছি একটা দারুন উদ্যোগ,Best blogger of the week


আমাদের কমিউনিটিতে অধিকাংশ ইউজার খুব ভালো মানের পোস্ট লিখে চলেছেন।আর বাকিরা ও দিন দিন নিজেদেরকে দক্ষ করে ভালো ভালো পোস্ট লেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।এটা প্রমাণ করে যে ইউজারদের মধ্যে নিজের সেরাটা দেওয়ার একটা খুব ভালো মনোভাব আছে।আর তখনই আমাদের ও একটা দায়িত্ব এসে যায় সেই সব ইউজারদেরকে আরো অনুপ্রাণিত,উদ্দীপিত ও পুরষ্কৃত করার।আর সেই ভাবনা থেকে আমদের অভিজ্ঞ টিম প্রতি সপ্তাহে সেরা দশ জন ব্লগার নির্বাচন করার উদ্যোগ নিয়েছেন।আর তাঁর থেকে সেরার সেরা তিনজনকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বেছে নেয় আমাদের প্রিয় community founder @rme দাদা।


আমি এই সপ্তাহে Best blogger of the week এর ১২০তম রিপোর্টটি প্রকাশ করতে চলেছি।



আমি স্বাগতা সাহা, আমার বাংলা ব্লগের কমিউনিটি এডমিন, আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme র কাছ থেকে প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে নিম্নলিখিত এই রিপোর্টটি উপস্থাপন করছি :


"সাপ্তাহিক সেরা ব্লগার নির্বাচন" এ সেরা দশ ব্লগারের নোমিনেশন (সম্মানিত অ্যাডমিন প্যানেল থেকে) :

আমাদের কমিউনিটির অ্যাডমিন প্যানেলের সম্মানিত অ্যাডমিন @blacks, @winkles, @hafizullah, @moh.arif, @rex-sumon,@swagata21, @shuvo35 এবং @nusuranur -র পক্ষ থেকে প্রত্যেকটা এক্টিভ ইউজারদেরকে সূক্ষ্ণভাবে যাচাই বাছাই করে নিম্নলিখিত নমিনেশন সাবমিট করা হয়েছে কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme -র কাছে চূড়ান্ত নির্বাচনের জন্য । এই কাজে আমি স্বাগতা ফাউন্ডার @rme -কে সাহায্য করেছি ।


সাপ্তাহিক সেরা ব্লগার" -এর চূড়ান্ত নির্বাচন

নিম্নলিখিত সমস্ত উপাত্ত আমি @rme র কাছ থেকে পেয়েছি এবং সেরা ব্লগার নির্বাচনে তাঁকে হেল্প করেছি ।

প্রথম ধাপ :

"সাপ্তাহিক সেরা ব্লগার নির্বাচন" এ নোমিনেশন লিস্ট :

https://steemit.com/@bijoy1/posts
https://steemit.com/@samsunnaharsuity/posts
https://steemit.com/@tasonya/posts
https://steemit.com/@samhunnahar/posts
https://steemit.com/@aongkon/posts
https://steemit.com/@neelamsamanta/posts
https://steemit.com/@bristy1/posts
https://steemit.com/@mohinahmed/posts
https://steemit.com/@bdwomen/posts
https://steemit.com/@kausikchak123/posts
https://steemit.com/@jamal7/posts
https://steemit.com/@narocky71/posts


দ্বিতীয় ধাপ :

User IDপোস্ট সংখ্যানেগেটিভ ইমপ্যাক্টমন্তব্য
@bijoy1০৭আছে, ১টি পাওয়ার আপ পোস্ট
❌eliminated
@samsunnaharsuity০৭নেই✔granted
@tasonya১০নেই✔granted
@samhunnahar০৮নেই✔granted
@aongkon০৭আছে, ১টি পাওয়ার আপ পোস্ট
❌eliminated
@neelamsamanta০৮নেই✔granted
@bristy1০৯নেই✔granted
@mohinahmed১০নেই✔granted
@bdwomen০৭আছে, ১টি পাওয়ার আপ পোস্ট
❌eliminated
@kausikchak123০৭নেই✔granted
@jamal7০৭আছে, ১টি পাওয়ার আপ পোস্ট
❌eliminated
@narocky71০৭নেই✔granted

তৃতীয় ধাপ :

User IDকমেন্ট সংখ্যানেগেটিভ ইমপ্যাক্টমন্তব্য
@samsunnaharsuity125কমেন্ট সংখ্যা অন্যদের তুলনায় কম
❌eliminated
@tasonya345নেই✔granted
@samhunnahar161নেই✔granted
@neelamsamanta180নেই✔granted
@bristy1319নেই✔granted
@mohinahmed268নেই✔granted
@kausikchak123125কমেন্ট সংখ্যা অন্যদের তুলনায় কম
❌eliminated
@narocky71184নেই✔granted

চতুর্থ ধাপ :

User IDকমেন্ট স্কোরনেগেটিভ ইমপ্যাক্টমন্তব্য
@tasonyaকমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর 9.2নেই, অতি সন্তোষজনক ।✔granted
@samhunnaharকমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর 8আছে, সন্তোষজনক নয় ।
❌eliminated
@neelamsamantaকমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর 8.4আছে, সন্তোষজনক নয় ।
❌eliminated
@bristy1কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর 9নেই, অতি সন্তোষজনক ।✔granted
@mohinahmedকমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর 8.9আছে, অন্যদের তুলনায় স্কোর কম ।
❌eliminated
@narocky71কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর 8.4আছে, সন্তোষজনক নয় ।
❌eliminated



যেহেতু কাঙ্ক্ষিত ২জন ইউজার পেয়ে গিয়েছি তাই পরবর্তী ধাপগুলোর আর প্রয়োজন নেই**

সাপ্তাহিক সেরা ব্লগার :

@bloggers of the week (Founder's Choice) : @haideremtiaz

০১. @tasonya

০২. @bristy1

প্রাইজ :

নেক্সট সানডে প্রত্যেক সেরা ব্লগারকে তাঁদের পোস্টে upto $50 এর একটি করে আপভোট প্রদান করা হবে ।


ধন্যবাদ@swagata21



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png
__

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 6.895020709475672 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 2 days ago 

সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যারা গত সপ্তাহে ব্লগার অব দা উইক হয়েছেন।সবাই কঠোর পরিশ্রমের মাধ্যমে এই পজিশন ধরে রেখেছে।ধন্যবাদ দিদি চমৎকারভাবে এই রিপোর্টটি তৈরি করে আমাদের সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য।দিদি আপনার সুস্বাস্থ্য কামনা করছি।

 2 days ago 

এই সপ্তাহে যারা যারা বেস্ট ব্লগার হয়েছে তাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। তারা তাদের কাজের ধারাবাহিকতা বজায় রেখেছে অনেক ভালোভাবে। প্রতিনিয়ত কঠোর পরিশ্রমের কারণেই এই স্থান অর্জন করতে পারে। আর এভাবে তারা নিজেদের স্থানগুলো ধরে রেখেছে। তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। অনেক ধন্যবাদ দিদি এত সুন্দর করে পুরোটা তুলে ধরার জন্য।

 2 days ago 

আমি প্রতিনিয়ত চেষ্টা করছি ধারাবাহিকতা বজায় রেখে ভালোভাবে কাজ করার জন্য। আমার নামটা বেস্ট ব্লগার লিস্টে দেখে অনেক ভালো লাগলো। আর যারা বেস্ট হয়েছে তাদেরও অভিনন্দন। এভাবেই ভালো কাজ করে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো আমি সব সময়। এত সুন্দর করে রিপোর্ট তুলে ধরেছেন, দেখে অনেক ভালো লেগেছে।

 2 days ago 

আমার বাংলা ব্লগের বেস্ট ব্লগারের রিপোর্টটি দেখে অনেক ভালো লাগলো । এ সপ্তাহে যারা বেস্ট ব্লগার হয়েছে তাদেরকে অনেক অভিনন্দন। কারণ অনেক পরিশ্রম করে এবং অনেকগুলো ধাপ অতিক্রম করেই সেরা ব্লগার হওয়া যায়। অনেক ধন্যবাদ দিদি দারুন একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 days ago 

বেস্ট ব্লগারের রিপোর্টটি সব সময় আমার কাছে ভালো লাগে। কারণ যারা বেস্ট ব্লগার হয় তারা অনেক বেশি পরিশ্রম করে এই পর্যায়ে এসে দাঁড়ায়। কারণ পরিশ্রম ছাড়া কখনোই সফল হওয়া যায় না। এই কাজের মাধ্যমে আজকে যারা বেস্ট ব্লগার হয়েছেন তাদেরকে দেখে ভালো লাগলো। এভাবে তারা যেন অনেক দূরে গিয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

এই সপ্তাহে যারা বেস্ট ব্লগার হয়েছে তাদের সবাইকে অভিনন্দন। তাছাড়া যাদের নাম এই লিস্টে রয়েছে তাদের শুভেচ্ছা জানাই। বেস্ট ব্লগার হতে গেলে একটি সপ্তাহ প্রচুর পরিশ্রম করতে হয়। তাহলেই সফল হওয়া যায়। বেস্ট ব্লগার এর রিপোর্ট দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর ভাবে সম্পূর্ণ রিপোর্ট শেয়ার করার জন্য।

 2 days ago 

প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নিজের অবস্থানকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য এবং কাজ করে যাওয়ার জন্য। আর বেস্ট ব্লগার লিস্টে নিজের নামটা দেখতে পেরে খুবই ভালো লাগছে। আর যারা বেস্ট ব্লগার হয়েছে তাদের সবাইকে অনেক অভিনন্দন জানাই।

 2 days ago 

এই সপ্তাহে যারা বেস্ট ব্লগার নির্বাচিত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। অসুস্থ থাকা সত্ত্বেও চেষ্টা করেছিলাম নিজের সর্বোচ্চ এক্টিভিটি বজায় রাখতে। তবে কমেন্টের স্কোর কিছুটা কম থাকায়, এই সপ্তাহে বেস্ট ব্লগার হতে পারিনি। তবে পরবর্তী সপ্তাহে অবশ্যই চেষ্টা করবো নিজের অবস্থান ধরে রাখতে। এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

এই সপ্তাহের সেরা ব্লগারদের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।যারা কঠোর পরিশ্রম ও ধারাবাহিকতা বজায় রেখে এই সম্মান অর্জন করেছেন, তারা সত্যিই প্রশংসার যোগ্য। তালিকায় থাকা সবাইকে শুভেচ্ছা, আর যারা এবার স্থান পাননি, তাদের জন্য শুভকামনা অবশ্যই সামনে আরও ভালো সুযোগ আসবে। সুন্দরভাবে রিপোর্টটি উপস্থাপন করার জন্য ধন্যবাদ দিদি।