এলোমেলো আলোকচিত্র
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে কয়েকটি এলোমেলো ছবি ভাগ করে নিচ্ছি। যে ছবিগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল। তাই আপনাদের সাথেও ভাগ করে নিলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
এই যে ঝিনুক দিয়ে ডিজাইন করা ওয়াল হ্যাঙ্গিংটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমি যখন আমার প্রি ওয়েডিং সুট এর জন্য গিয়েছিলাম, সেখানে রেস্টুরেন্টে খুব সুন্দর ভাবে ঝিনুক এবং নানান রকমের শঙ্খ ,ঝিনুক এবং পাথর দিয়ে সাজিয়ে এভাবে দেওয়ালে টানিয়ে রেখেছিল।যাতে করে দেখতে ভীষণ সুন্দর লাগছিল।
এটা হল হরিদ্বারে তোলা ছবি । ওখানে মিষ্টির দোকানে দুধ জাল দিয়ে রাবড়ি তৈরি করছিল সেই সময়ের চিত্র।
এই জায়গাটি হল বদ্রিনাথ এর। যখন আমরা কেদারনাথ থেকে বদ্রিনাথে যাচ্ছিলাম সেই সময়ের সকালবেলার ছবি ।
এই ছবিটি হল আমরা যখন হরিদ্বারে ছিলাম। সেখান থেকে সবার প্রথম যমুনোত্রি গেছিলাম আর যমুনোত্রী যাওয়ার পথেই একটি মন্দিরের কাছে পাথরের মধ্যে খোদাই করা গণেশের চিত্র দেখেছিলাম এবং খুব সুন্দর লেগেছিল তাই ছবিটা তখনই তুলে নিয়েছিলাম।
এই ছবিটা মন্দারমনি বিচে তোলা। আমি মৃত শামুক ভেবে তুলে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু হাতে ধরার পর বুঝতে পারলাম যে এটা আসল শামুক ছিল ।আর তখন নড়েচড়ে বেড়াচ্ছিল। আর খুব সুন্দর দেখতে লাগছিল, তখনই ছবিটা তুলেছিলাম।
ডিভাইস | Vivo v23 |
---|---|
লোকেশন | (কলকাতা ) |
ক্রেডিট | @swagata21 |
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ওয়াও! এককথায় দুর্দান্ত কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন বৌদি। প্রতিটি ফটোগ্রাফি এতটাই ভালো লেগেছে যে,কোনটা রেখে কোনটার প্রশংসা করবো, সেটাই বুঝতে পারছি না। তবে প্রথম, তৃতীয় এবং চতুর্থ ফটোগ্রাফি তিনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এমন ডিজাইন করা ওয়াল হ্যাঙ্গিং দেওয়ালে টানিয়ে রাখলে, দেখতে অবশ্যই খুব সুন্দর লাগবে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।
আপনার তোলা সবগুলো ছবি অনেক সুন্দর লাগছে দিদি। বিশেষ করে কেদারনাথ থেকে বদ্রিনাথে যাওয়ার সময় যে ছবিটা তুলেছিলেন সেটা বেশি সুন্দর লাগছে।
বৌদি আপনার তোলা প্রত্যেকটি আলোকচিত্র এক কথায় অসাধারণ। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আমার অনেক ভালো লাগলো। প্রথম তৃতীয় ও পঞ্চম ফটোগ্রাফি গুলো মনমুগ্ধকর ছিল। যা দেখে চোখ ফেরাতে পারছিলাম না বেশ ভালো লেগেছে আমার কাছে। অনেক ধন্যবাদ বৌদি সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেকগুলো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো দিদি। পাথরের উপরে গজানন গণেশের খোদাই করা মূর্তি দেখতে বেশ সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
প্রতিটা ছবিই সুন্দর তুলেছেন দিদিভাই, তবে এর মধ্যে আমার বেশি ভালো লেগেছে বদ্রিনাথ এর মেঘের ছবিটা আর মন্দারমনি বিচে শামুকের ছবিটা। তাছাড়া বাকি ছবিগুলোও সুন্দর।
শুভেচ্ছা রইল 🙏
কেদারনাথ থেকে বদ্রিনাথ যাওয়ার পথে তোলা ফটোগ্রাফিটি দেখে কেদারনাথ এবং বদ্রিনাথ ভ্রমণ করার ইচ্ছা বেড়ে গেল দিদি। দ্বিতীয় ফটোগ্রাফিতে শেয়ার করা রাবড়ি তৈরীর পদ্ধতি দেখে বেশ ভালো লাগলো। এই রাবড়ি আমার খুব পছন্দের একটি খাবার। এছাড়া ঝিনুক দিয়ে ডিজাইন করা ওয়াল হ্যাঙ্গিংটার ফটোগ্রাফি, মন্দারমনি বিচ থেকে তোলা জ্যান্ত শামুকের ফটোগ্রাফিও বেশ ভালো লেগেছে আমার কাছে। সবকিছু মিলিয়ে দারুন একটি ফটোগ্রাফি পোস্ট দেখার সুযোগ হলো।
বদ্রিনাথে যদিও কখনো যাওয়ার সুযোগ হবে না তবে এই সুন্দর দৃশ্য দেখে সত্যিই ভালো লাগলো। বিশেষ করে নীল আকাশ আর সুন্দর প্রকৃতি দেখে অনেক ভালো লাগলো। আর বিভিন্ন কিংবা ঝিনুক দিয়ে তৈরি করা ওয়ালমেট গুলো দেখতে অনেক ভালো লাগে। আর শামুকটি দেখতে মৃত শামুকের মতোই লাগছে।দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দিদি।
শামুকের ওয়াল হ্যাঙ্গিংটা সুন্দর তো। বদ্রিনাথে যাওয়ার পথে আকাশের ওয়েদারটাও উপভোগ করার মতো ছিল। এলোমেলি ফটোগ্রাফিগুলো উপভোগ করলাম দিদি 🌼
বাহ্ দারুন কিছু ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন দিদি।প্রতিটি ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লাগছে দেখতে।ঝিনুকের ওয়াল হ্যাঙ্গিং এবং কেদারনাথ থেকে বদ্রিনাথে যাওয়ার ছবিটা খুব ভালো লেগেছে আমার।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ওয়াও, দিদি আপনি চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করলেন। ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লাগলো।আপনি চমৎকার বর্ননার মাধ্যমে ফটোগ্রাফি গুলো তুলে ধরেছেন। আমার কাছে সকালের পাহাড়ের ফটোগ্রাফিটি খুব ভালো লেগেছে।মন্দারমনি বিচে শামুকের ফটোগ্রাফিটি দারুন লাগলো দিদি।ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।