ঠিক বলেছেন ভাইয়া কক্সবাজারের সৌন্দর্য দিনে একরকম আবার রাতে অন্যরকম। আমরা যখন বন্ধুরা মিলে গিয়েছিলাম তখন রাতের বেলা বিচের চেয়ার গুলোতে বসে থাকতাম। এত ভাল লাগতো তা বলার মতো না। একদিকে যেমন ভীষণ বাতাস অন্যদিকে সমুদ্রের বড় বড় ঢেউ এসে পারে আছরে পড়তো । আসলে ওখানে না গেলে এই অনুভূতিটা কাউকে বলে বোঝানো যাবেনা। খুব সুন্দর সময় কাটিয়েছেন মনে হচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য।