মানুষের ভালোবাসা পেতে,সুন্দর পরিবেশ তৈরি করতে, অবশ্যই মানুষের ভালোবাসার পাত্র হতে হবে ভালো কর্ম দ্বারা। যারা মানুষকে ঘৃণা করে বা অহংকার করে ক্ষতি করে তাদেরকে কেউ মনে রাখে না। মানুষের অন্তরে ঠাঁই পায় না এই শ্রেণীর মানুষ। তাই সবসময় চেষ্টা করতে হবে মানুষের উপকারে আসার জন্য। ছোট্ট এই জীবনটা যদি মানুষের উপকারে বিলিয়ে দেওয়া যায় তাহলে জীবনটা ধন্য। যুগ যুগ ধরে মানুষ গুণবান ভালো মানুষদেরকে স্মরণ করেন।