আলো আঁধার পাশাপাশি অবস্থান করে। মানুষের জীবনটাও ঠিক তেমন। মানুষের জীবনে আলো-আঁধার রয়েছে। যারা এই আলো আঁধার বুঝতে পারে তারা মূর্খতার গন্ডি পেরিয়ে শিক্ষা লাভ করে শিক্ষার আলোয় আলোকিত হয়। তাই সজাগ পিতামাতারা যতই অশিক্ষিত হোক না কেন অবশ্যই চাইবে তার সন্তানকে শিক্ষা লাভ করাতে।