ভালোবাসা একটা পবিত্র বন্ধনের নাম। কিন্তু বর্তমান সময়ে পবিত্র এ বন্ধন টা মানুষ নষ্ট করে ফেলছে বিভিন্ন নোংরামি দ্বারা। তাই এখন মানুষের মুখে মুখে একটা কথা হয়ে গেছে ভালোবাসা না মিথ্যা অভিনয়। আসলে যারা মিথ্যা অভিনয় করে তারা আলাদা। আর যারা সত্যি কারে ভালোবাসতে জানে তারা আলাদা। ভালোবাসা টিকে থাকুক পবিত্র বন্ধন দ্বারা।