বেশ ভালো লাগলো আপনার গল্প পড়ে। গল্পের শায়লার প্রেম কাহিনী। শায়লা ভালো করেছে। এভাবে হাজারো সাহেবা ভুলের পথে পা রেখে নিজের সর্বোচ্চ বিসর্জন দিয়ে ফেলে। তবে শায়লা নিজেকে কন্ট্রোলে রেখেছে এবং প্রতারকের হাত থেকে ইজ্জত বাঁচিয়ে রাখতে পেরেছে এটাই তার সৌভাগ্য। তবে বড় বয়সের ছেলের সাথে বিয়ে না করলে পারতো। বাবা-মা সবসময় চায় সন্তানের টাকাওয়ালা পাথরের সাথে বিয়ে দিয়ে আর সেই সময় ভুল করে বেশি বয়সের মানুষের সাথে বিয়ে দিয়ে ফেলে। এর জন্য পরবর্তী জীবনে পস্তাতে হয় অনেক মেয়েদের। তবে দোয়া করি সেই আপার জন্য।
গল্পটি পড়ার জন্য ধন্যবাদ।