বেশ দারুন কালেকশন। নিজের বাড়ি শ্বশুরবাড়ি যেখান থেকে পেরেছেন সুন্দর সুন্দর চিত্রধারণ করেছেন। ঠিক বলেছেন নয়নতারা ফুলের মাটিতে পড়েই গাছ বের হয়ে আবার ফুল ফোটে। বেশ অনেক কিছু দেখার সুযোগ মিলেছে আপু আপনার আজকের ব্লগে। তবে এলোভেরা গাছটা দেখে বেশ মিস করলাম। এর আগে আমার একটা ছোট্ট এলোভেরা বাগান ছিল। তবে সেই জায়গাটায় ঘর নির্মাণ করা হয়েছে এমনকি সে জায়গাটায় আমি চেয়ারে বসে রয়েছি। শুধু হারিয়ে ফেলেছি অ্যালোভেরা বাগানটা। যাইহোক অনেক ভালো লাগলো আপনার আজকের এই সুন্দর ব্লগ।
নয়নতারা বিশেষ যত্ন লাগে না তাই বেশ ভালো লাগে।আপনাকে ধন্যবাদ