You are viewing a single comment's thread from:

RE: গোপালের জন্মদিনে... বাড়িতে ছাপান্ন ভোগ দিয়ে জন্মাষ্টমীর পুজো করলাম।

in আমার বাংলা ব্লগlast year

যে বিষয়ে জানা নেই বা ধারণা নেই সেই সমস্ত বিষয়ে ধারণা পেতে আমি খুবই পছন্দ বোধ করি। কারণ জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেকোনো বিষয়ে কম বেশি ধারণা থাকলে ভবিষ্যতে কাজে লাগে। ঠিক তেমনি না জানা বেশ কিছু ধারনা পেয়ে গেলাম আজকে আপনার এই ব্লগের মধ্য দিয়ে। অনেক সুন্দর একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছেন। তারপরও সেটা আপনাদের প্রিয় বিষয়। অনেক অনেক ভালো লাগলো দেখে।

Sort:  
 last year 

এইটে শুধুমাত্র উৎসব৷ কিন্তু ঈশ্বর আমার কাছে সুন্দর দেখতে মুর্তি সম্পন্ন ভগবান নয় যে যার কাছে আমি কামনা করব বা দোয়া করব৷ ঈশ্বর মঙ্গল করুন এইটা কথার কথা৷ আমি তাদের প্রকৃতির এক একটি আধ্যাত্মিক ও বিজ্ঞানসম্মত রূপ হিসেবেই দেখি৷ কৃষ্ণ নিয়ে কখনও গবেষণা মূলক পোস্ট লিখলে অবশ্যই আমার দৃষ্টিটা জানবেন।

এই পূজো স্রেফ উৎসব৷ বাড়িতে লোকজনের সমাগম হয়৷ আনন্দ হয়৷